ডিপিএড বাংলা (বিষয়জ্ঞান) বিষয়ের বিগত সালের বহুনির্বচনি প্রশ্ন dped bangla(sk) mcq question previous years


ডিপিএড বাংলা বিষেয়ের বিগত সালের বহুনির্বচনি প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান দেওয়া হলো। বোল্ড করা শব্দগুলি সঠিক উত্তর।

বাংলা বিষয়জ্ঞান ২০১৮
৩।ক) বাংলা সাহিত্যের সর্বাধিক জনপ্রিয় ও প্রাণোচ্ছল শাখা হচ্ছে-নাটক/কবিতা/ছোটগল্প/প্রবন্ধ।
খ) তুমি আসবে বলে, হে স্বাধীনতা, সিধির সিঁদুর মুছে গেল-হরিমতির/মালতীর/হরিদাসীর/কৃষ্ণদাসীর।
গ) বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ-মুনির চৌধুরী/উপেন্দ্র কিশোর/সুকুমার রায়/কাদের নেওয়াজ।
ঘ) খাইবার পাস কী?- পাহাড়/গিরিখাত/সাগর/মালভূমি।
ঙ) no man's land কী?- সীমান্তবর্তী অঞ্চল/বনাঞ্চল/দুইদেশের মধ্যবর্তী অঞ্চল/পাহাড়ী অঞ্চল।
চ) কোনটি ছোটগল্পের বৈশিষ্ট্য নয়? - সুসংবদ্ধতা/আকাঙ্খার অতৃপ্তি/ পরিব্যপ্তি/সংবেদনশীলতা।
ছ) ছদ্দমুদ্দ শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?- হাতেমুখে/চূড়ান্ত ব্যবস্থা/মোটাসোটা/তাড়াতাড়ি।
জ) বস্তুনিষ্ঠ প্রবন্ধের বৈশিষ্ট-প্রমাণনির্ভর/জীবনচরিত/আত্মচরিত/পত্রসাহিত্য।
ঝ) ’কবর’ নাটকটির রচয়িতা-জসিমউদ্দিন/ রবীন্দ্রনাথ ঠাকুর/কাজী নজরুল  ইসলাম/ মুনীর চৌধুরী।
ঞ) ‘পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি’- পঙক্তিতে যে ভাব প্রকাশ করে তা হলো-প্রেম/বিদ্রোহ/প্রতৃতি/উপাসনা।

বাংলা বিষয়জ্ঞান ২০১৭
৩। ক) ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মুনীর চৌধুরী কাদের দ্বারা অপহৃত ও শহীদ হন?- রাজাকার/আলবদর/পাকিস্তানি হানাদার/আল শাম্স।
খ) সন্দেশ পত্রিকাতে সুকুমার রায়ের প্রথশ প্রকাশিত লেখার নাম -গোঁফ চুরি/খিচুড়ি/কাঠবুড়ো/ছায়াবাজি।
গ) বস্তুনিষ্ঠ কবিতার অঙ্গ-ভক্তিমূলক/স্বদেশপ্রেমমূলক/প্রকৃতিমূলক/গাথা কাহিনী।
ঘ) ছড়ার আদি উৎস-লৌকিক/অলৌকিক/ পার্থিব/ ঐশ্বরিক।
ঙ) ’শেষ হয়ে হইল না শেষ’ উক্তিটি -সনেটের/ শিশুতোষ সাহিত্যের/ নাটকের/ ছোটগল্পের জন্য।
চ)’তোতা-কাহিনী’ গল্পের ‘কোতোয়াল’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? - জল্লাদ/দারোয়ান/স্বরাষ্ট্রমন্ত্রী/ আইনমন্ত্রী।
ছ) কোনটি ছোটগল্প-যাদু মাস্টার/পুঁই মাচা/ বুড়ির সংসার/অবাক জলপান।
জ) কাব্য সাধনার ক্ষেত্রে সত্যেন্দ্রনাথ ছিলেন -রবীন্দ্র/নজরুল/কায়কোবাদ/জীবনান্দ অনুসারী কবি।
ঝ) বাংলা গীতিকবিতার জনক বলা হয়-কায়কোবাদ/ মাইকেল মধুসূদন দত্ত/ বিহারীলাল চক্রবর্তী/ নবীনচন্দ্র সেনক।
ঞ) খাইবার পাস একটি -পাহাড়/নদী/শহর/গিরিখাত।

বাংলা বিষয়জ্ঞান ২০১৬
৩। ক) উপেন্দ্রকিশোর রায় চৌধুরী কী উপাধিতে পরিচিত? - গল্পকার/ ছড়াকার/ শিশুসাহিত্যিক/নাট্যকার।
খ) নবান্ন উৎসব হয়- হেমন্তকালে/শীতকালে/বসন্তকালে/ শরৎকালে।
গ) সোমপুর বিহারে মূল মন্দিরকে ঘিরে ঘর ছিল-১৭৫টি/২৭৫টি/১৭৭টি/২৭৭টি।
ঘ) বাংলা সাহিত্যের প্রথম সনেট কোনটি ?- বঙ্গভাষা/ কপোতাক্ষ নদ/ প্রতিদান/বিদ্রোহী।
ঙ) বাংলা মুদ্রণ শিল্পের পথিকৃৎ বলা হয়- সত্যজিৎ রায়/সুকুমার রায়/অন্নদাশঙ্কর রায়/ উপেন্দ্র কিশোর রায় চৌধুরীকে।
চ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর  রচিত বই’র নাম- ঠকুরমার ঝুলি/ বোধোদয়/খুকুমনির ছড়া/ আবোলতাবোল।
ছ) প্রকৃষ্ট বন্ধন অনুসরণ করে গল্পরীতিতে রচিত মননশীল রচনাকে বলা হয়- ছোটগল্প/উপন্যাস/প্রবন্ধ/নাটক।
জ) রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন- ১৯১৩ সালে/ ১৯৪১ সালে/ ১৮১৩ সালে/ ১৯৪৮ সালে।
ঝ) ’পুইমাচা’ গল্পে ক্ষেন্তির মায়ের নাম কী? - আশাপূর্ণা/ অন্নপূর্ণা/অপর্ণা/অলকা।
ঞ) ‘অনেকে কবিতা লেখেন, তবে সকলে কবি নন, কেউ কেউ কবি’ -এ উক্তিটি কার?- শামসুর রহমান/ কালিদাস রায়/ রবীন্দ্রনাথ/ জীবনানন্দ দাশ।

বাংলা বিষয়জ্ঞান ২০১৫
৩। ক) যদু মাস্টার আশ্রয় নিয়েছিল- কগা/মগা/ খগা/ ডগা ডাকাতের আস্তানায়।
খ) খুকুমনির ছড়া সংকলনটি কে করেন? - অন্নদাশঙ্কর রায়/ যোগীন্দ্রনাথ সরকার/ উপেন্দ্র কিশোর রায়/দিক্ষিণারঞ্জন ।
গ) কায় অর্থ -কার/কায়া/ অশুভ/ কাটালাম।
ঘ) গাঙুড়ের জলে বেহুলা ভাসিয়েছিল- নৌকা/ভেলা/ফুল/ছিপ।
ঙ) জল চাচ্ছেন তো জল’ বললেই হয়- ‘জলপাই’ বলবার দরকার কী? এটি কার উক্তি? - ঝুড়িওয়ালা/ছোকরা/বৃদ্ধ/ পথিক।
চ) তোতা কাহিনীতে পাখির শিক্ষা চলছিল- ধীরে/ সাশ্রয়ে/ ভয়ংকর বেগে/ ভয়ংকর তেজে
ছ) নিমগাছ একটি- ক্ষুদ্রতর ছোট গল্প/ বড় গল্প/ নাটক/ কবিতা।
জ) ‘নাটক শুধু দৃশ্যত্মক নয়, ক্রিয়াত্মক কাব্য’ উক্তিটি কার? - অ্যারিস্টটল/ সেক্রপিয়ার/মি.নিকলে/ শ্রীশচন্দ্র।
ঝ) ‘আমি থাকেল তোমর চুলো ধরানোর বড় বড় কাঠ বন থেকে বয়ে আনতে পারব।’ - এ কথাটি বুড়িকে কে বলেছিল- বিড়াল/কুকুর/ কাক/ষাঁড়
ঞ) অন্নদাশঙ্কর রায়ের রচনা মূলত- মননধর্মী/ রচনাধর্মী/ শিল্পধর্মী/জীবনধর্মী।

বাংলা বিষয়জ্ঞান ২০১৪
৩।ক) হলুদ সরষে ক্ষেত কোন ঋতুৃর পরিচায়ক?- বর্ষা/ হেমন্ত/ বসন্ত/শীত
খ) যদু মাস্টার শিক্ষকতা করতেন কেন? -অর্থ/সম্মান/আনন্দ/ভালোবাসার জন্য।
গ) ধূপছায়া কী? - শাড়ির নাম/মাছের নাম/ গ্রামের নাম/ বধূর নাম।
ঘ) মানুষের হুদয় কীভাবে জয় করা যায়? -০ টাকা দিয়ে/ আবেগ  দিয়ে/ কঠোরতায়/ ভালোবাসা দিয়ে।
ঙ) চিরকালের প্রেমময়ী বাঙালি বধুর প্রতীক কে? - কপালকুণ্ডলা/কমলা/বেহুলা/বনলতা।
চ) সাহিত্যের কোন ধারাটি তত্ত্বভিত্তিক নয়?-নাটক/গান/গল্প/প্রবন্ধ।
ছ) প্রবন্ধ সাহিত্য কত ধরনের?- /৩/৪/৫।
জ) বাংলা সাহিত্যের প্রথম সনেট কোনটি?- পালকীর গান/ গীতাঞ্জলি/ বঙ্গভাষা/ কপোতাক্ষ।
ঝ) যদু ছুটতে ছুটতে ভাঙ্গা দালারে আশ্রয় নেয় কেন? - ডাকাতের ভয়ে/ ঝড়ের জন্য/ রাত হয়ে ‍গিয়েছিল/ ঘুমানোর জন্য।
ঞ) কার মতে, Best words in best order-ই কবিতা? - আর্নাল্ড/শেলি/কোলরিজ/রবীন্দ্রনাথ ঠাকুর।

বাংলা বিষয়জ্ঞান ২০১৩
৩। ক) কাশীর মহিষীর নাম-মালতী/করুণা/বরুণা/কামনা।
খ) মালঞ্চ অর্থ-ঘর/স্থান/আমবাগান/ফুলবাগান।
গ) তোতা পাখির শিক্ষার বার পড়িল - মামা/ভাগিনা/মন্ত্রী/রাজার উপর
ঘ) ‘বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুত্বরের মত কেঁদেছিল তার পায়’ - কার পায়?- বেহুলার/ বনলতার/পদ্মাবতীর/ কঙ্কাবতীর।

ডিপিএড বাংলা (বিষয়জ্ঞান) বিষয়ের বিগত সালের বহুনির্বচনি প্রশ্ন dped bangla(sk) mcq question previous years এই পোস্টটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে এবং এরকম আরো সাজেশন বা  প্রশ্ন সামাধান পেতে চান তাহলে আমাদের পেজে লাইক দিয়ে রাখুন। এবং আমাদের ইউটিউব চেনেলটি সাব্সক্রাইব করুন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন