DPEd bangla(sk) suggestion 2019

ডিপিএড বাংলা এসকে সাজেশণ ২০১৯

ডিপিএড বাংলা(এস কে) সাজেশন dped bangla(sk) suggestion 2019 টি ডিপিএড শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিপিএড শিক্ষার্থীরা এই সাজেশনটি সম্পূর্ণ অনুসরণ করলে ১০০% প্রশ্নের উত্তর করতে পারবে ইন শাহ আল্লাহ। সাজেশনটি নিচে দেওয়া হলো।

বাংলা (এস কে) বড় প্রশ্ন।
=================

১। শিশুতোষ সাহিত্য কী? শিশুমনে শিশুতোষ সাহিত্যের প্রভাব সম্পর্কে লিখুন। শিশুরা ভাষা দক্ষতা বিকাশে শিশুতোষ সাহিত্যের (ছড়া গল্পের) ভূমিকা লেখ।
২। বৃত্তি ও পোশার মধ্যে পার্থক্য ক? যাদু মাস্টার গল্পটি পড়ে শিক্ষক হিসেবে আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন।
৩। যাদু সস্টারের পরিচয় দিন। যাদু মাস্টার পেমাকে নেশা হিসেবে গ্রহণ করেছিলেন ব্যাখ্যা করুন।
৪। সামান্য ক্ষতি কবিতাটি সমাজ সচেতন, মানবিকতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত ব্যাখ্যা করুন।
৫। ছোট গল্প ক? ছোট গল্পের বৈশিষ্টের আলোকে নিমগাছ কতটা সার্থক ছোটগল্প বুঝিয়ে লিখুন।
৬। নিম গাছের সাথে বাঙালী গৃহবধুর যে তুলনা মূলক চিত্র অংকন করা হয়েছে তা লিখুন।
৭। বাংলার ‍রুপ আমি দেখিয়াছি কবিতাটি অনুসরণ করে বাংলাদেশের প্রকৃতির রুপ বৈশিক্ট করুন।
৮। ছোটদের বিদ্যাসাগর প্রবন্ধটি শিশুর মূল্যবোধ বিকাশে কতটুকু সহায়ক করবে  বলে আপনি মনে করনে। আলোচনা করুন।
৯। বেগম রোকেয়ার আমলে মুসলিম নারী সমাজের অবস্থা কেমন ছিল? এ ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদান লিখুন।
১০। সামান্য ক্ষতি কবিতায় মূলভব/ ধনি ও দরিদ্রের মধ্যে বৈষ্যম্যের যে চিত্র ফুটে উঠেছে তা লিখুন।

১১। সনেট কী? সনেট হিসেবে বঙ্গভাষা কবিতায শিল্পরুপে ব্যাখ্যা করুন।


ছোট প্রশ্ন
======
১। বোতলে ইদুর ছানা গল্পের শিক্ষণীয় বিষয় ক?
২। প্রাথমিক স্তরে সোনামনি গল্পটি রাখার যৌক্তিকতা কী?
৩। ছোট গল্প পাঠদানের বিভিন্ন ধাপ সমূহ লিখুন।
৪। ছোট গল্পের শ্রেণি বিভাগসমূহ লিখুন। বৈশিষ্ট্যগুলো লিখুন।
৫। কাবুল যাত্রা প্রবন্ধ অনুসরণে কাবুলের আইনী ব্যবস্থা কেমন ছিল।
৬। প্রতিদান কবিতার মূল বক্তব্য লিখন।
৭। সামাজিক সহমর্মিতা বৃদ্ধিতে বুড়ির সংসার গল্পটির গুরুত্ব লিখুন।
৮। মুক্তিযোদ্ধা তোফায়েল উদ্দিন কিভাবে নিহত তন।
৯। কবিতার সংঙ্গা দিন। ছড়া ও কবিতার মধ্যে পার্থক্য কী?
১০। ছবিতে গল্প বলার উদ্দেশ্য কী?
১১। রুপকথা শ্রয়ী শিশুতোষ গল্প হিসেবে দুঃখীরাম কতটা সার্থক ও কেন?
১২।  শিশুর সৃজনশীলতা বিকাশে ছড়ার ভূমিকা লিখুন।
১৩। বছর ঘুরে দেখা গল্পে দুটি ছোট পাখিকে কেন কেন্দ্রিয় চরিত্র হিসেবে রাখা হয়েছে। হেমন্তকালের বর্ণনা দিন।
১৪। বুড়ির সংসারে সদস্যকত জন? বুড়ির মনে কেন কষ্ট ছিলনা?
১৫। অর্ধাঙ্গী প্রবন্ধ অনুসারে সমাজ উন্নয়নে নারী সচেতনতার প্রয়োজনীয়তা লিখুন।
১৬। অবাক জলপান নাটক থেকে শিক্ষণীয বিষয়গুলো কি িক?
১৭। পাহার পুরের বর্ণনা দাও।
১৮। দূরের পাল্লা কবিতার মূলভাব লিখুন।
১৯। গল্পের মাধ্যমে শিশুর লেখার দক্ষতা উন্নয়নের উপায়গুলো লিখুন।

অন্য সব বিষয়ের সাজেশন পেতে আমাদের সাইটের সাথে থাকুন। অথবা আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন