ডিপিএড পেশাগত ২য় ও ৪র্থ খন্ডের প্রশ্ন সমাধান ২০১৯

ডিপিএড পেশাগত ২য় ও ৪র্থ খন্ডের প্রশ্ন সমাধান ২০১৯

পেশাগত শিক্ষা ২য় খন্ড
৩। ক) বিভিন্ন প্র্রতীক ব চিহ্ন, ছবি, মডেল ইত্যাদি ব্যবহারের মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীর মাঝে কোন ধরনের যোগাযোগ সংঘটিত হয়?
অনুভুতি স্পর্শনির্ভর যোগাযোগ/দৃষ্টিনির্ভর যোগাযোগ/ কথন-শ্রবণনির্ভর যোগাযোগ/ পঠন-লিখন নির্ভর যোগাযোগ
খ) শিক্ষর্থীর মাঝে জ্ঞানের বিকাশ ঘটে স্নায়ুবিক অনুকরণের মাধ্যমে-- এটি কোন মতবাদীরা বিশ্বাস করেন।
সংযোগবাদীরা/ গঠনবাদীরা/আচরণবাদীরা/চিন্তনবাদীরা
গ) নিজের শক্তি ও দুর্বলতা জানার মাধ্যমে নিজেকে বুঝতে পারার সামর্থ শিক্ষার্থীর কোন বুদ্ধিমত্তাকে  নির্দেশ করে।
যৌক্তিক-গণিতিক/ শারীরিক গতিমূলক/অন্ত:ব্যক্তিক/আন্ত:ব্যাক্তিক বুদ্ধিমত্তা
ঘ) কোন পদ্ধতি শিক্ষার্থীকে কোনো বিষয়ে চিন্তা ও বিশ্লেষণ করে একপক্ষ অবলম্বন করতে সহায়তা করে।
বক্তৃতা/আলোচনা/প্রদর্শন/সমস্য-সমাধান পদ্ধতি
ঙ) পাঠ পরিকল্পনা প্রণয়নের প্রধান উদ্দেশ্য --
আনন্দদায়ক পাঠ উপস্থাপন/সুশৃঙ্খল ও ধারাবহিক পাঠ উপস্থাপন/শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ/সমাপনী পরীক্ষায় পাসের হার বৃদ্ধি
চ) যে অভীক্ষার মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায় তা হলো--
মৌখিক অভীক্ষা/লিখিত অভীক্ষা/ রচনামূলক অভীক্ষা/ নৈর্ব্যক্তিক অভীক্ষা

পেশাগত শিক্ষা ৪র্থ খন্ড
৩। ক) সফট কপি থেকে হার্ড কপিতে রুপান্তর করে নিচের কোন ডিভাইসটি?
স্ক্যনার/প্রিন্টার/ইউএসবি/ OMR
খ) জীবন বৃত্তান্ত লেখার জন্য নিচের কোন সফটওয়্যারটি বেশি উপযোগী?
paint/Microsoft power point/ Microsoft Word/ Ms Excel
গ) নিচের কোনটি স্টোরেজ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
মাদার বোর্ড/ কীবোর্ড/ মডেম/পেনড্রাইভ
ঘ) নিচের কোন স্কিমই  বই শ্রেণিকরণের জন্য সর্বজন স্বীকৃত ও গ্রহীত?
UDC/LC/DDC/BC
ঙ) নিচের কোনটি আউটপুট যন্ত্র নয়?
মাউস/মডেম/মনিটর/প্রজেক্টর
চ) প্রজেক্টর আছে নির্দিষ্ট--
জীবন ঘন্টা/ অনির্দিষ্ট জীবন/ কার্যদক্ষতা/শক্তিক্ষমতা
ডিপিএড পেশাগত ২য় ও ৪র্থ খন্ডের প্রশ্ন


ডিপিএড পেশাগত ২য় ও ৪র্থ খন্ডের প্রশ্ন সমাধান ২০১৯ dped peshagoto shikkha 2 & 4 টি ও ডিপিএড এর অন্য বিষয়ের সাজেশন ও প্রশ্ন সমাধান পেতে এই সাইটের পেজে লাইক দিয়ে রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন