পঞ্চম শ্রেণি গণিত ১ম অধ্যায়,গুণ(সমাপনী প্রস্তুতি)


প্রথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির গণিত ১ম অধ্যায় গুণ এর প্রশ্ন ও সাজেশন খুজলে আপনি ঠিক জায়গায় এসেছেন। এখানে সমাপনী পরীক্ষর গণিত প্রস্তুতির জন্য গুণ অধ্যায়ের সাজেশন তথা প্রশ্ন তুলে ধরা হয়েছে যা আপনার শিশুকে গণিতে ভালো করতে সহায়তা করবে।
গণিত প্রথম অধ্যায় (গুণ)
বিগত সালের আগত কিছু সংক্ষিপ্ত প্রশ্ন:
১। ১০১০×৫০০=?           (পিইসিই-১৮)
উত্তর: ৫০৫০০০
২। ১১০×১১০=?                       (পিইসিই-১৮)

উত্তর: ১২১০০
৩। ৯৮৭৬×১০০=?                  (পিইসিই-১৮)
উত্তর: ৯৮৭৬০০
৪। প্রতেককে ১০০ টাকা করে ১০০ জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে?                                        (পিইসিই-১৮)
উত্তর: ১০০০০ টাকা
৫। গুণ্য×গুণক=?          (পিইসিই-১৬)
উত্তর: গুণফল
৬। ১২৩×১১০= খালি ঘরে কোন সংখ্যা বসবে?                       (পিইসিই-১৫)
উত্তর: ১৩৫৩০
৭। এক ব্যক্তির দৈনিক আয় ১২০ টাকা হলে এক বছরে তার আয় কত?        (পিইসিই-১৫)
উত্তর: ৪৩৮০০

গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
১। গুণক ১ হলে, গুণফলের মান কিসের সমান হবে?
উত্তর: গুণ্য
২। ৪৮৭×১০০০ এখানে গুণফল কয়টি অঙ্ক বিশিষ্ট?
উত্তর: ৬
৩। একটি লিচুর দাম ৩ টাকা হলে দুই কুড়ি লিচুর দাম কত?
উত্তর: ১২০ টাকা
১। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?                       (পিইসিই-১৬)
উত্তর: ৯৯৯৯
২। একাধিক অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা গুণ করতে কোন প্রক্রিয়া দরকার হয়?
উত্তর: গুণ্য×গুণক=গুণফল
৩। তিন অঙ্কবিষিষ্ট গুণক দ্বারা কয় ধাপে গুণ করতে হয়?
উত্তরঃ তিন ধাপে
৪। গুণফল বের করতে গুণ্য ও গুণকের মাঝখানে কোন চিহ্ন বসাতে হয়?
উত্তরঃ গুণ
৫। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৯৯৯ সমান কত লিখতে হবে?
উত্তরঃ১০০০-১
৬। সহজ পদ্ধতিতে গুণ করতে গুণ্য ৩০১০ সমান কত লিখতে হবে?
উত্তরঃ ৩০০০+১০
৭। ০(শুণ্য) কে ৯৯ দ্বারা গুণ করে গুণফলের সাথে ২০ যোগ করলে যোগফর কোনটি হবে?

উত্তরঃ ২০
৮।গুণ করার সুবিধার্থে ছোট সংখ্যাটিকে কী ধরা হয়?
উত্তর: গুণক
৯। কোনো সংখ্যাকে ০ দ্বারা গুণ করলে গুণফল সর্বদা কত হয়?
উত্তর: শুণ্য হয় (০)
১০। যে কোনো সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে গুণফল বা ভাগফলের কোন পরিবর্তন হয় না?
উত্তর: ১
১১। ১১২২ কে ৯৯ দ্বারা গুণ করলে কত হবে?
উত্তর: ১১১০৭৮
১২। গুণ্য ও গুণকের স্থান পরিবর্তন হলে, গুণফলের মান কত হবে?
উত্তর: কোন পরিবর্তন হবেনা
১৩। গুণ যোগের কী রুপ?
উত্তর: সংক্ষিপ্ত রুপ/ সমষ্টি
১৪। ১২৩×১১০=, ফাঁকা ঘরে কত বসবে?
উত্তর: ১৩,৫৩০
১৫। একটি দোকানে ৩০টি সাইকেল আছে। একটি সাইকেলের মূল্য ৬৫০০ টাকা। যদি দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করেন তাহরে তিনি কত টাকা পাবেন?                                                                                                          (পিইসিই-১৫)
উত্তর: ১৯৫০০০
১৬। চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১০০×৯৯ এর সমান হবে?       (পিইসিই-১৫)
উত্তর: ৯৯০০
১৭। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: গুণফল=গুণ্য×গুণক
১৮। গুণ্য নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: গুণ্য=গুণফল÷গুণক
১৯। গুণক নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর: গুণক=গুণফল÷গুণ্য
২০। গুণকের শতক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ্যকে গুণ করে একক ও দশক স্থানে কী লিখতে হয়?
উত্তর: (০) শুণ্য
২১। গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?
উত্তর: গুণ্য
২২। গুণ্য, গুণক, ও গুণফল এর মান কত হলে তিনটি মানই সমান হবে?
উত্তর: ১
২৩। ১০টি কলমের দাম ৪০ টাকা। এরুপ ১৫টি কলমের দাম কত?
উত্তর: ৬০ টাকা
২৪। ৪৩১×১০০=৪৩২১০০ হরে ঘরে কত বসবে? (পিইসিই: ১৮)
উত্তর: ২
২৫। একটি পেনসিলের দাম ৮ টাকা হলে ২৪ টি পেনসিলের দাম কত?
উত্তর: ১৯২
২৬। ৬২৭৩×৯৯৯ কে সহজ পদ্ধতিতে গুণ করার প্রক্রিয়াটি লিখ।
উত্তর: ৬২৭৩×(১০০০-১)
২৭। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে?
উত্তর: গুণ্য
উপরের সাজেশনটি পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন।

এরকম আরো পোস্ট পেতে এই সাইটের পেজে লাইক দিয়ে রাখুন।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন