২ মিনিট দেখে সারাজীবনের জন্য মনে রাখুন আইসোটোপ আইসোটোন আইসোবার

২ মিনিট দেখে সারাজীবনের জন্য মনে রাখুন আইসোটোপ আইসোটোন আইসোবার।




আইসোটোপ আইসোটোন আইসোবার কাকে বলে সহজে মনে রাখুন

অষ্টম শ্রেণি থেকে  ইউনিভার্সিটি পর্যন্ত আইসোটোপ আইসোটোন আইসোবার নিয়ে পড়ালেখা করা লাগে। অধিকাংশই এই তিনটা গুলিয়ে ফেলে। তাই আজেকের এই পোস্টে এই সমস্যাটা এমন ভাবে সমাধান করা হবে যাতে এটি আর কখনোই ভুল না হয়।

নিচের ভিডিওটি দেখুন ও চেনেলটি সাবসক্রাইব করুন।




পরিমাপের একক পরিবর্তন সমস্যার একটি দারুন সমাধান দেখুন এখানে

ভিডিও দেখতে সমস্যা হলে নিচের পোস্ট টি পড়ুন।


আইসোটোপ আইসোটোন আইসোবার কাকে বলে সহজে মনে রাখুন

আইসোটোপ আইসোটোন আইসোবার কাকে বলে সহজে মনে রাখুন
 আইসোটোপের প তে প্রটোন (প্রটোন সংখ্যা সমান)
 অর্থাৎ যদি দুই বা ততোধিক পরমানুর প্রোটন সংখ্যা সমান হয় এবং ভরসংখ্যা ভিন্ন হয় তাহলে তাদের পরস্পরকে আইসোটোপ বলে।

আইসোটোপ কাকে বলে
 আইসোটোনের ন তে নিউট্রন (নিউট্রন সংখ্যা সমান)
অর্থাৎ যদি দুই বা ততোধিক পরমানুর নিউট্রন সংখ্যা সমান হয় এবং ভরসংখ্যা ও প্রটোন সংখ্যা ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের আইসোটোন বলে।
আইসোটোন কাকে বলে?
 আইসোবার এর র তে ভর (ভর সংখ্যা একই)
অর্থাৎ যদি দুই বা ততোধিক পরমানুর ভর সংখ্যা সমান হয় এবং পারমানবিক সংখ্যা ভিন্ন হয় তহলে তাদের পরস্পরকে পরস্পরের আইসোবার বলে।
আইসোবার কাকে বলে?
এরকম আরো পোস্ট পেতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন
ট্যাগ
আইসোটোপ আইসোটোন আইসোবার মনে রাখার সহজ কৌশল, আইসোটোপ আইসোটোন আইসোবার কাকে বলে, আইসোটোপ আইসোটোন আইসোবারের উদাহরণ। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন