পঞ্চম শ্রেণি বাংলা ২০০+ গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ সাজেশন ২০২২



পঞ্চম শ্রেণি বাংলা এক কথায় প্রকাশ 

সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্নে ৯ নম্বরে ৫টি এক কথায় প্রকাশ লিখতে হয় মার্ক থাকে ৫ নম্বর। তাই এক কথায় প্রকাশগুলো ভালো ভাবে অনুশীলন কর প্রত্যেক সমাপনী পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে ২০০ এর অধিক বিগত পরীক্ষায় আসা ও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ দেওয়া হলো, আশা করা যায় এর বাইরে কোনো এক কথায় প্রকাশ সমাপনী পরীক্ষায় আসবেন। 
বিগত সমাপনী পরীক্ষায় আসা এক কথায় প্রকাশ
১। অন্য দেশ - দেশান্তর। (সমাপনী ২০১৯)
২। ভালো কাজে জীবনদান করেছে এমন - শহিদ। (সমাপনী ২০১৯)
৩। চাঁদের দেশ - চন্দ্রলোক। (সমাপনী ২০১৯)
৪। একত্রে অবস্থান - সমাবেশ। (সমাপনী ২০১৯)
৫। হাতে পরার গহনা - কাঁকন। (সমাপনী ২০১৯)
৬। একত্রে অকস্থান - সমাবেশ। (সমাপনী ২০১৯)
৭। পানি পান করার ইচ্ছা - পিপাসা। (সমাপনী ২০১৯)
৮। পান করার ইচ্ছা - পিপাসা। (সমাপনী ২০১৯)
৯। যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন। - মুক্তিযোদ্ধা। (সমাপনী ২০১৯)
১০। যা কষ্টে ভেদ করা যায় - দুর্ভেদ্য। (সমাপনী ২০১৯,১৮,১৭)
এখানে একটা বিষয় লক্ষ করি ২০১৯ সালে মাত্র ১০টা  নতুন এক কথায় প্রকাশ সমাপনী পরীক্ষার বিভিন্ন সেটে এসেছে। তাই পরীক্ষায় ভালো করতে হলে বিগত পরীক্ষায় আসা বাদেও অন্যান্যগুলো পড়তে হবে। এই পোস্টের শেষে অনেক নতুন এক কথায় প্রকাশ দেওয়া আছে যা খুবই গুরুত্বপূর্ণ।
১১।  যেখানে অনেক লোক একসাথে বসবাস করে - জনপদ। (সমাপনী ২০১৮)
১২। যার শত্রু জন্মায়নি - অজাতশত্রু। (সমাপনী ২০১৮)
১৩। অত্যধিক সাহস আছে এমন - দুসাহসিক। (সমাপনী ২০১৮)
১৪। কোথাও উন্নত কোথাও অবনত - বন্ধুর। (সমাপনী ২০১৯,১৭)
১৫। ভিন্ন দেশে  যে বাস করে - ভিনদেশি। (সমাপনী ২০১৭)
১৬। অক্ষির সম্মুখে - প্রত্যক্ষ। (সমাপনী ২০১৭)
১৭। সমুদ্রের তীরে বালুময় স্থান - বেলাভূমি। (সমাপনী ২০১৭)
১৮। একের সঙ্গে অন্যের - পরস্পর। (সমাপনী ২০১৮,১৬)
১৯। দমন করা যায় না এমন - অদম্য। (সমাপনী ২০১৬)
২০। উপায় নেই যার - নিরুপায়। (সমাপনী ২০১৬)
২১। পরিমিত ব্যয় করে যে - মিতব্যয়ী। (সমাপনী ২০১৬)
২২। দেশ চালায় যে - সরকার। (সমাপনী ২০১৬)
২৩। শক্তি আছে যার - শক্তিধর। (সমাপনী ২০১৯, ১৭,১৬)
২৪। অল্প কথা বলে যে - অল্পভাষী। (সমাপনী ২০১৬)
২৫। অর্থ নেই যার - নিরর্থক। (সমাপনী ২০১৬)
সমাপনী সকল বিষয়ের সাজেশন ‍দেখতে ক্লিক করুন এখানে

২৬। চোখে দেথতে পায় না এমন - অন্ধ। (সমাপনী ২০১৬)
২৭। কাঠের তৈরি খাট - খাটিয়া। (সমাপনী ২০১৬)
২৮। ভদ্র নয় যে - অভদ্র। (সমাপনী ২০১৬)
২৯। লোকজনের বসতি রয়েছে এমন জায়গা - জনপদ/লোকালয়।। (সমাপনী ২০১৫)
৩০। জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভুমি - প্রান্তর। (সমাপনী ২০১৮)
৩১। যা করা প্রয়োজন - প্রযোজ্য/.কর্তব্য। (সমাপনী ২০১৫)
৩২। নানা ধরনের পাখি - পাখ পাখালি। (সমাপনী ২০১৮,১৫)
৩৩। অহংকার নাই যার - নিরহংকার। (সমাপনী ২০১৯,১৬,১৫)
৩৪। যা পাওয়া গেছে - প্রাপ্ত। (সমাপনী ২০১১৬,১৫)
৩৫। নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি - আত্মদানকারী। (সমাপনী ২০১৯,১৮,১৫)
৩৬। খেতে মজা নয় এমন - বিস্বাদ। (সমাপনী ২০১৯,১৮)
৩৭। মেধা আছে এমন যে জন - মেধাবী। (সমাপনী ২০১৯,১৮,১৫)
৩৮। বিচার-বিবেচনা ছাড়া যা - নির্বিচার। (সমাপনী ২০১৯,১৫)
৩৯। অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা - গণগত্যা। (সমাপনী ২০১৮)
৪০। যে অভিযান করে - অভিযাত্রী। (সমাপনী ২০১৬,১৫)
৪১। সোনালি রঙের বুনো লতা - স্বর্ণলতা। (সমাপনী ২০১৮,১৫)
৪২। শাস্তি পাওয়ার যোগ্য - দণ্ডনীয়। (সমাপনী ২০১৫)
৪৩। যার মূল্য বির্ধারণ করা যায় না - অমূল্য।(সমাপনী ২০১৭,১৫)
৪৪। রাস্তায় বা  বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন - ফেরিঅলা। (সমাপনী ২০১৮,১৫)
৪৫। যেখানে রাজার হাতি রাখা হয় - হাতিশাল। (সমাপনী ২০১৫)
৪৬। যাঁরা ইতিহাস লেখেন বা ভালো জানেন - ঐতিহাসিক। (সমাপনী ২০১৯.১৮.১৫)
৪৭। কোনোকিছু সাদরে গ্রহণ - বরণ। (সমাপনী ২০১৯,১৮,১৭,১৫)
৪৮। শুয়ে আছে এমন - শায়ন।(সমাপনী ২০১৫)

পঞ্চম শ্রেণি বাংলা সহগ্র বইয়ের যুক্তবর্ণ দেখুন এখানে
৪৯। যা হবেই- অবধারিত। (সমাপনী ২০১৯,১৫)
৫০। হরিণের চামড়া - অজিন। (সমাপনী ২০১৫)
৫১। কোনো রকম বিচার বিবেচনা ছাড়া - নির্বিচারে। (সমাপনী ২০১৮, ১৪)
৫২। রক্ত দিয়ে লাল করা হয়েছে এমন - রক্তরঞ্জিত। (সমাপনী ২০১৯.১৮,১৬,১৪)
৫৩। মমতা আছে যে নারীর- মায়াবতী। (সমাপনী ২০১৯.১৫)
৫৪। সংখ্যায় সবচেয়ে বেশি এমন - সংখ্যাগরিষ্ঠ। (সমাপনী ২০১৫,.১৩)
৫৫। এক যুগের পর আরেক যুগ - যুগান্তর। (সমাপনী ২০১৩)
৫৬। কেনো ভাবেই পূরণ করা যায় না এমন - অপূরনীয়। (সমাপনী ২০১৯,১৫,১৩)
৫৭। শারীরিক পরিশ্রম করে- কায়িকশ্রমী। (সমাপনী ২০১১)
৫৮। রেখা দিয়ে আঁকা ছবি - নকশা। (সমাপনী ২০১৮,১১)
৫৯। প্রতিভা আছে এমন- প্রতিভাবান। (সমাপনী ২০১১)
৬০। অহংকার নেই এমন - নিরহংকার। (সমাপনী ২০১৯,১৮,১২,০৯)
৬১। যে বেশি কথা বলে - বাচাল। (সমাপনী ২০১৮)
৬২। স্বাধীন নয় - পরাধীন। (সমাপনী ২০১৮)
৬৩। ভাবা যায় না এমন - অভাবনীয়। (সমাপনী ২০১২,০৯)
৬৪। প্রাচীর ঘেরা সেনানিবাস - দুর্গ। (সমাপনী ২০১৮)
৬৫। এক ধরনের ছোট্র সাদা ঝিনুক - কড়ি। (সমাপনী ২০১৮)
৬৬। তলোয়ার দিয়ে যুদ্ধ করার যে বিদ্যা - অসিচালনা। (সমাপনী ২০১৮)
৬৭। উপকার করেন যিনি - উপকারী। (সমাপনী ২০০৯)
৬৮। আহংকার আছে যার - অহংকারী। (সমাপনী ২০১০)
৬৯। পরিহার করা যায় না এমন - অপরিহার্য। (সমাপনী ২০১২,১০)
৭০। যেখানে মানুষ বসবাস করে - লোকালয়। (সমাপনী ২০১০)
৭১। যার তুলনা নেই  - অতুলনীয়। (সমাপনী ২০১৯,১৮,০৬,০৪,০২,০০)
৭২। যে বিদেশে থাকে - প্রবাসী। (সমাপনী ২০০২,৯৯)
৭৩। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতঙ্গ। (সমাপনী ২০১২, ০৫, ০২,৯৯,৯৭,৯৪)
৭৪। অন্ত নেই যার - অনন্ত। (সমাপনী ২০১৬)
৭৫। হাতির ডাক - বৃংহিত। (সমাপনী ২০০২,৯৯)
৭৬। যা জলে চরে - জলচর। (সমাপনী ২০১৯,১৮,১৬) (প্রা,বৃ,প ০৫,০২)
৭৭। চিরদিন মনে রাখার যোগ্য - চিরস্বরণীয়। (প্রা,বৃ,প ০১,৯৭)
৭৮। নানা ধরনের পাখি - পাখপাখালি।  (সমাপনী ২০১৮)
৭৯। চারিদিকে ঘোরা - ঘূর্ণায়মান। (প্রা,বৃ,প ০১)
৮০। যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। (সমাপনী ২০১১) (প্রা,বৃ,প ০১,০৮,০০,৯৭)
৮১। যে আকাশে চরে - খেচর/বিহঙ্গ। (প্রা,বৃ,প ০১,৯৭)
৮২। যা পূর্বে ঘটেনি - অভূতপূর্ব। (প্রা,বৃ,প ০১,৯৭)
৮৩। নদী মাতা যার - নদীমাতৃক। (প্রা,বৃ,প ০১,০৫,০৬,০৮,১৯,৯৪)
৮৪। শুকনো পাতার শব্দ - মর্মর। (প্রা,বৃ,প ০১,৯৯,৯৬)
৮৫। পাখির কলরব - কূজন। (প্রা,বৃ,প ০০, ৯৭)
৮৬। ভৃমরের গান - গুঞ্জন। (প্রা,বৃ,প ০১,০৪,০০,৯৬)
৮৭। প্রবল প্রতাপের সঙ্গে - দাপটে। (সমাপনী ২০১৮)
৮৮। কোকিলের স্বর - কূহু। (প্রা,বৃ,প ০৫)
৮৯। বীরদের মধ্যে শ্রেষ্ঠ যিনি - বীরশ্রেষ্ঠ। (প্রা,বৃ,প ৯৯)
৯০। যে বেশি কথা বলে - বাচাল। (সমাপনী ২০১৮,১৭,১২,১০) (প্রা,বৃ,প ০৮, ০৫, ৯৯,৯৬,৯৪)
৯১। চারদিকে ঘুরে আসা - প্রদক্ষিণ। (প্রা,বৃ,প ৯৮)
৯২। যার সীমা নেই - অসীম। (প্রা,বৃ,প ১৫,৯৮)
৯৩। যা আসল নয় - নকল। (প্রা,বৃ,প ৯৮)

 পঞ্চম শ্রেণি বাংলা বইয়ের সকল ছোটপ্রশ্ন: এখানে
৯৪। যা কষ্টে লাভ করা যায়-কষ্টসাধ্য (প্রা,বৃ,প ৯৮,০৪)
৯৫। জানার ইচ্ছা - জিজ্ঞাসা। (প্রা,বৃ,প ০৫,৯৭)সমাপনী ২০১৬)
৯৬। যে হিংসা করে - হিংসুক/হিংসুটে। (প্রা,বৃ,প ০৫,৯৬) সমাপনী ১১)
৯৭। যে দেশকে ভালোবাসে - দেশপ্রেমিক। (প্রা,বৃ,প ৯৬)
৯৮। স্মরণ রাখার যোগ্য - স্মরণীয়। (প্রা,বৃ,প ৯৪,৯৭)
৯৯। উপকার করিবার ইচ্ছা - উপচিকীর্ষা। (প্রা,বৃ,প ৯৪)
১০০। বরণ করার যোগ্য - বরেণ্য। (সমাপনী ১৯,১৫,১৩,১২ ০৯) (প্রা,বৃ,প ০৭,০৬)
১০১। প্রহরা দেয় যে - প্রহরী। (সমাপনী ০৯) (প্রা,বৃ,প ০৮,০৬)
১০২। কল্পনা করা যায় না এমন - অকল্পনীয়। (সমাপনী ১৮,১১,০৯) (প্রা,বৃ,প ০৮,০৬)
১০৩। যা লোপ পেয়েছে - বিলুপ্ত (সমাপনী ১৯,১৮)
১০৪। সাধনা করেন যিনি - সাধক। (সমাপনী ০৯) (প্রা,বৃ,প ০৮)
১০৫। যা ফুরায় না - অফুরন্ত। (প্রা,বৃ,প ০৮)
১০৬। নদী ও সাগরের ঢেউ - ঊর্মি। (সমাপনী ১৭)
১০৭। পাখির ডাকাডাকির আওয়াজ - কিচিরমিচির। (সমাপনী ২০১৮)
১০৮। মাথা নত করে অভিবাদন করা - কুর্ণিশ। (সমাপনী ১৮)
১০৯। যে কাহিনি কল্পনা করে লেখা হয় - কল্পকাহিনি। (সমাপনী ১৯,১৮)
১১০। খেতে ভালো লাগে এমন - স্বাদ। (সমাপনী ২০১৯,১৯)
পঞ্চম শ্রেণি বাংলা এক কথায় প্রকাশ।

সমাপনী পরীক্ষায় না আসা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ।


১১১। ভালো ভাগ্য - সৌভাগ্য
১১২। সমুদ্রের তীরে বালুময় স্থান- বেলাভূমি।
১১৩। জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান - প্রান্তর।
১১৪। নিজের লোক - আপনজন।
পঞ্চম শ্রেণি গণিতের ১১০ টি সূত্র ও সংঙ্গা ডাউনলোড করুন এখানে

১১৫। তীব্র ইচ্ছা -শখ।
১১৬। কোন কিছু সাদরে গ্রহণ - বরণ।
১১৭। হনন করার ইচ্ছা - জিঘাংসা।
১১৮। সব জানে যে - সবজান্তা।
১১৯। সিংহের ডাক - সিংহনাদ।
১২০। দিকের শেষ - দিগন্ত।
১২১। যিনি অল্প কথা বলেন - স্বল্পভাষী/মিতভাষী
১২২। খারাপ মেজাজ- তিরিক্ষি।
১২৩। যে রাতে দেখে না - রাতকানা।
১২৪। একসঙ্গে শব্দ করা বা কথা বলা - কোলাহল।
১২৫। কাপড়ের লম্বা টুকরা - পট্টি।
১২৬। যে সংবাদ বহন করে - দূত।
১২৭। যুদ্ধের ময়দান -যুদ্ধক্ষেত্র।
১২৮। শুয়ে আছে এমন - শায়ন।
১২৯। বাধা পেয়ে যে শব্দ ফিরে আসে - প্রতিধ্বনি।
১৩০। মাটির তৈর শিল্প - মৃৎশিল্প।
১৩১। শত্রু দিয়ে বেষ্টিত - অবরুদ্ধ।
১৩২।  যিনি শিল্প চর্চা করেন - শিল্পী।
১৩৩। ঘাড়ের ওপর থেকে মাথা - গর্দান।
১৩৪। আবর্জনা ফেলার জায়গা - আঁস্তাকুড়
১৩৫। যন্ত্রনা বোঝার এমন অনুভূতি - টনটন।
১৩৬। অল্প অল্প জ্বালা বা ব্যাথা  বোঝায় এমন শব্দ - চিনচিন।
১৩৭। হাতের পরার গহনা - কাঁকন।
১৩৮। রাজার ধন যেখানে থাকে - টাকশাল।
১৩৯। রাজার বাড়ি - রাজ প্রাসাদ।
১৪০। একের সঙ্গে অন্যের - পরস্পর।
১৪১। দেখে ভয় লাদে এমন শুকনো চেহারা - রুক্ষমূর্তি।
১৪২। দুই উচু স্থানের মাঝের সমভূমি - উপত্যকা।
১৪৩। গরু রাখার ঘর - গোয়াল।
১৪৪। যে দয়া কমনা করে - করুণাকামী।
১৪৫। রক্ত ‍দিয়ে লাল করা হয়েছে এমন -  রক্তরঞ্জিত।
১৪৬।রেখা দিয়ে আকা ছবি - নকশা।
১৪৭। নুপুরের ধ্বনি - নিক্বন।
১৪৮। কোথাও উন্নত কোথাও অবনত - বন্ধুর।
১৪৯। নিজের অধিনে থাকেন যিনি - স্বাধীন।
১৫০। যেখানে অসংখ্যা মানুষ বধ করা হয়েছে - বধ্যভূমি।
১৫১। যে সংখ্যা গণণা করা যায় না - অসংখ্য।
১৫২। সংসারী লোক - গেরস্ত।
১৫৩। ভাগ্য খারাপ হয়েছে এমন - হতভাগ্য।
১৫৪। সম্পুর্ণ নতুন - আনকোরা।
১৫৫। যার অন্ত বা শেষ নেই-  অনন্ত।
১৫৬। যিনি অন্তরের সব কথা জানেন - অন্তর্যামী।
১৫৭। বসবাসের জায়গা - আস্তানা।
১৫৮। অনেক বেশি - ঘোর।
পঞ্চম শ্রেণি বাংলা এক কথায় প্রকাশ।

১৫৯। যন্ত্রণা বোঝায় এমন অনুভতি - টনটন।
১৬০। পোড়ামাটির তৈরি জিনিস - টেরাকোটা।
১৬১। যে কোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায় - প্রতিবাদী।
১৬২। সাদরে গ্রহণ  - বরণ।
১৬৩। জমিদার বাড়ির পাহারাদার - বরকন্দাজ।
১৬৪। মারাঠা দস্যু - বর্গি।
১৬৫। চাকমাদের নববর্ষ উৎসব - বিজু।
১৬৬। অনেক মানুষের গলার  এক সাথে চেচামেচি- মহাকলরব।
১৬৭। শরীরে চেপে চেপে লাগানো ঔষধ - মালিশ।
১৬৮। বিখ্যাতি ব্যাক্তি - যশস্বী।
১৬৯। প্রবল প্রাতাপের সঙ্গে - দাপুটে।
১৭০। অক্ষির অগোচরে - পরোক্ষ।
১৭১। অশ্বের ডাক - হ্রেষা।
১৭২। অবিরাম চেষ্টা দ্বার কোনো কাজ করা- অধ্যাবসায়।
১৭৩। আদি থেকে অন্ত পর্যন্ত - আদ্যন্ত।
১৭৪। আদবের অভাব - বেয়াদব।
১৭৫। উপকারীর উপকার স্বীকার করে না এমন - অকৃতজ্ঞ।
১৭৬। উদিত হচ্ছে এমন - উদীয়মান।
১৭৭। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় - ওষধি।
১৭৮। একসঙ্গে পাঠ করে এমন - সহপাঠী।
১৭৯। কোনো কাজে আসেনা এমন গাছ - আগাছা।
১৮০। কানে কানে যে কথা - কানাকানি।
১৮১। কোনো কিছুতে ভয় নেই যার- অকুতোভয়।
১৮২। ঘোড়া রাখার ঘর - আস্তাবল।
১৮৩। চৈত্র মাসের ফসল - চৈতালি।
১৮৪। চক্ষুলজ্জা নেই এমন ব্যক্তি - চশমখোর।
১৮৫। জয়ের জন্র যে উৎসব - জয়ন্তী।
১৮৬। জয় করার ইচ্ছা - জিগীষা।
১৮৭। তন্তু দিয়ে  বোনে যে - তাঁতি।
১৮৮। তুলা থেকে তৈরি - তুলট।
১৮৯। তীর ছোড়ে যে - তীরন্দাজ।
১৯০। ধুলি উড়িয়ে গরুর পালের ঘরে ফেরার সময়- গোধূলি।
১৯১। ধনের দেবতা - কুবের।
১৯২। পা থেকে মাথা পর্যন্ত - আপাদমস্তক।
১৯৩। পান করার যোগ্য - পেয়।
১৯৪। পরের অধীন - পরাধীন।
১৯৫। বাঘের চামড়া - কৃত্তি।
১৯৬। ভাতের অভাব - হাভাত।
১৯৭। ময়ুরের ডাক - কেকা।
১৯৮। মিষ্টি কথা বলে যে - মিষ্টিভাষী।
১৯৯। মধুর ধ্বনি - সুমধুর।
২০০। যে বৃক্ষের ফুল না হলেও ফল হয় - বনস্পতি।
২০১। যে গাছ অন্য গাছের উপর জন্মায়- পরগাছা।
২০২। শুকনো পাতার শব্দ - মর্মর।
উপরের এক কথায় প্রকাশ ‍গুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনো ক্লিক করুন।

download

পোস্টটি যে সম্পর্কে
পঞ্চম শ্রেণি বাংলা এক কথায় প্রকাশ ডাউনলোড করুন ২০০ এর বেশি বিগত পরীক্ষয় আসা ও গুরুত্বপূর্ণ। সমাপনী বাংলা এক কথায় প্রকাশ। পঞ্চম শ্রেণি বাংলা ব্যাকরণ। পঞ্চম শ্রেণি বাংলা মডেল টেস্ট। পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্ন উত্তর। এক কথায় প্রকাশ পঞ্চম শ্রেণি ২০২০।
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

10 মন্তব্যসমূহ

  1. বারো বছর কাল এক কথায় প্রকাশ

    উত্তরমুছুন
  2. যার তুলনা হয়না এক কথায় প্রকাশ করেন

    উত্তরমুছুন
  3. যে নারীকে স্বপ্নে দেখি বারবার

    উত্তরমুছুন
  4. 1,কোনোকিছুর ঢেউ
    2, সম্পূর্ণরূপে অন্যে বশ্যতা স্বীকার
    3,বাঁশ বাগান
    এই তিনটার উওর করে দেন

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন