পঞ্চম শ্রেণির পড়ালেখা, গণিত অধ্যায় ৭(ক,খ) সংক্ষিপ্ত।




পঞ্চম শ্রেণির পড়ালেখা, গণিত অধ্যায় ৭(ক,খ) সংক্ষিপ্ত।

সমাপনী পরী্ক্ষায় গণিত বিষয়ের ৭ অধ্যায় দশমিক ভগ্নাংশ থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিবার সব সেট কোডে এসে থাকে কিন্তু এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো শিক্ষার্থীরা বেশি ভুল করে থাকে তাই এই সমাপনী পরীক্ষার প্রস্তুিটি হিসেবে গণিতের এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো ভালো করে আয়ত্ব করতে হবে।
বিগত সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। অধ্যায় ৭(ক,খ)

১। ১০ জন শিক্ষার্থীর প্রত্যেককে . মিটার করে ফিতা দিলে মোট কত মিটার ফিতা লাগবে? (সমাপনী ২০১৯)
২। .২৫ ÷ ৫ = কত?       (সমাপনী ২০১৯)
৩। ১ ইঞ্চি সমান ২.৫৪ সেমি। ৪ ইঞ্চি সমান কত সেমি? (সমাপনী ২০১৯)
৪। ৫৬ ÷ ০০.৮ = কত? (সমাপনী ২০১৯)
৫। ২.৫ টাকা করে ১০ জনকে দেয়া হলে মোট কত টাকা লাগবে? (সমাপনী ২০১৮)
৬। একটি আমের ওজন ০.৭৫ কেজি। এরুপ ৮টি আমের ওজন কত? (সমাপনী ২০১৭)
৭। ০.০০১ ´ ১০০ = ? (সমাপনী ২০১৮)
৮। ০.১ ´ ১০ = কত? (সমাপনী ২০১৮)
৯। ৪.৩৫ ´ ১০০ = কত? (সমাপনী ২০১৮)
সমাপনী পরীক্ষার সকল বিষয়ের সাজেশন দেখতে ক্লিক করুন এখানে

১০। রিনি ১ ঘণ্টায় ৩.৫ কিলোমিটার হাঁটতে পারে। ৭ কি.মি হাটতে তর কত ঘণ্টা লাগবে? (সমাপনী ২০১৭)
১১। ২.৪ ÷ ৪ = কত? (সমাপনী ২০১৮)
১২। ০.৫৬ ÷ ৭ =কত? (সমাপনী ২০১৮)
১৩। ০.১´০.২ = কত? (সমাপনী ২০১৯)
১৪। ০.০১ ÷০.০১ = কত? (সমাপনী ২০১৯)
১৫। ২ ÷ ০.৫ = কত? (সমাপনী ২০১৮)
১৬। ১.৮ মিটার লোহার পাইপের ওজন ৯ কেজি। ১মিটার লোহার পাইপের ওজন কত? (সমাপনী ২০১৮)
১৭। রেজা ৫.৫০ টাকায় ১টি কলম ও ১০.৫০ টাকায় ১টি খাতা কিনলো। সে মোট কত টাকার জিনিস কিনল। (সমাপনী ২০১৮)
১৮। ৩০ কেজি ওজনে কত জন শিক্ষার্থী ১.৫ টনের ১টি গাড়ির সমান ওজন? (সমাপনী ২০১৯)


পরীক্ষায় আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন

১। রাকিব ৫ মিনিটে ১০০ মিটার হাটতে পারে। তার গতিবেগ ঘণ্টায় কত?
২। ০.০১ কে ০.০০০১ দ্বারা গুণ করলে কত হয়?
৩। একটি কলার দাম ৪.৭৫ টাকা হলে, এক ডজন কলার দাম কত?
৪। বাংলাদেশ ক্রিকেট টিমের একটি ব্যাচ জেতার জন্য শেষ ৮ ওভারে ৫৫ রান দরকার। জিততে হলে প্রতি ওভারে গড়ে কত রান তুলতে হবে?
৫। ০.৫´০.০৫´১০০০ = কত?
সমাপনী গণিত বিষয়ের সকল সাজেশন দেখতে ক্লিক করুন এখানে

৬। ১.০৫´০.০২´১.২ = কত?
৭। কতগুলো ০.০০১ দ্বারা ২৩.৪৫৬ হয়?
৮। একটি গড়ির গতিবেগ ৩৬ কি.মি/ঘণ্টা। মিটার/সেকেন্ডে গাড়িটির গতিবেগ নির্ণয় করো।
৯। ০.০০১ এর ২৫৯ একক সমান কত?
১০। দশমিক ভগ্নাংশের ১০০ কী করলে দশমিক বিন্দু ২ ধর বামে সরবে?
১১। দুইটি সংখ্যার গুণফল ০.৪০০৫ এবং একটি সংখ্যা০.৪৫ হলে অপর সংখ্যা কত?
১২। দুইটি সংখ্যার বড়টি ছোটটির ৬.৫ গুণ। বড় সংখ্যাটি ৩৯৩৯ হলে ছোট সংখ্যাটি কত?
১৩। ৪২.১৯৫ সংখ্যাটিতে ৯ এর স্থানীয় মান কত?
১৪। কতটি ০.০০১ দ্বারা ০.১৯ গঠন করা যায়?
১৫। ১ ইঞ্চি =কত সেমি?
১৬। দশমিক ভগ্নাংশ দ্বারা ভাগ করতে কোনটিকে দশমিক বিহীন করা হয়?
১৭। পূর্ণ সংখ্যাকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগের ক্ষেত্রে ভাজকের দশমিক বিন্দু ডানে দুই ঘর সরালে ভাজ্যের ডানে কয়টি শূণ্য বসবে?
১৮। মোবাইল ফোন থেকে ৩ মিনিটে কথা বলায় ৩.৩৩ টাকা খরচ হলো। ঐ ফোন থেকে প্রতি মিনিটে কথা বলার খরচ কত টাকা?
১৯। ১.৮ হলো ০.১ এর ---- একক।
২০। দশমিক ভগ্নাংশকে এক অঙ্ক বিশিষ্ট পূর্ণ সংখ্যা দিয়ে গুণের ক্ষেত্রে গুণ্যে দশমিকের ডানে দুই অঙ্ক থাকলে গুণফলে দশমিকের ডানে কয় অঙ্ক থাকবে?
২১। দশমিক ভগ্নাংশের কোন অঙ্কের ডানে কোন অঙ্ক বসালে মানের কোন পরিবর্তন হয় না?
২২। গুণকের দশমিকের ডানে ২ টি অঙ্ক এবং গুণ্যের দশমিকের ডানে ৩টি অঙ্ক থাকলে গুণফলের দশমিকের ডানে কয়টি অঙ্ক থাকবে?
২৩। দশমিক ভগ্নাংশে দশমিক চিহ্নের বামে কোনো অঙ্ক না থাকলে ঐ স্থানে কোন সংখ্যাটি বসালে সংখ্যার মানের কোনো পরিবর্তন হবেনা?


বিগত সমাপনী পরীক্ষায় আসা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর
১। : ১মিটার
২। উ: ০.২৫
৩। উ: ১০.১৬ সে.মি।
৪। উ: ৭০০
৫। উ: ২৫ টাকা
৬। উ: ৬কেজি।
৭। উ: ০.১
৮। উ: ১
৯। উ: ৪৩৫
১০। ‍উ: ২ ঘণ্টা।
১১। উ: ০.৬
১২। উ: ০.০৮
১৩। উ: ০.০২
১৪। উ: ০.০০০১
১৫। উ: ৪
১৬। উ: ৫ কেজি।
১৭। উ: ১৬.০০ টাকার
১৮। উ: ৫০ জন।

পরীক্ষায় আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর

১। উ: ১.২ কিমি/ ঘণ্টা।
২। উ: ০.০০০০০১
৩। ‍উ: ৫৭ টাকা।
৪। উ: ৬.৮৭৫
৫। উ: ২৫
৬। উ: ০.০২৫২
৭। উ: ২৩৪৫৬ টি
৮। উ: ১০মি/সে
৯। ০.২৫৯
১০। উ: ভাগ
১১। উ: ০.৮৯
১২। ৬০.৬
১৩। উ: ৯ শতাংশ = ০.০৯
১৪। ‍উ: ১৯০
১৫। ২.৫৪ সেমি
১৬। উ: ভাগক কে
১৭। উ: দুইটি
সামপনী সকল বিষয়ের সাজেশন দেখতে ক্লিক করুন এখানে

১৮। ১.১১ টাকা
১৯। উ: ১৮।
২০। উ: দুই অঙ্ক/ কোন পরিবর্তন হবে না।
২১। উ: শূণ্য
২২। ‍উ: ৫টি
২৩। উ: শূন্য

গণিত অধ্যায়ে কাঠামো বদ্ধ প্রশ্নে সাজেশন পেতে নিচের ফেজবুক গ্রুপে জয়েন করুন।

উপরের প্রশ্নগুলো পিপিএফ ফাইলে পেতে নিচের ডাউনলোড এ ক্লিক করুন।

download
পোস্টটি যে সম্পর্কে
সমাপনী গণিত ৭অধ্যায় দশমিক ভগ্নাংশ সাজেশন। পঞ্চম শ্রেণির পড়ালেখা, গণিত অধ্যায় ৭(ক,খ) সংক্ষিপ্ত। সমাপনী গণিত সাজেশন ২০২০। সমাপনী গণিত। psc গনিত সৃজনশীল প্রশ্ন।
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন