পঞ্চম শ্রেণির পড়ালেখা গণিত অধ্যায় ৭ কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন।

বিগত সালে আসা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন ৭(ক)
১। একটি পাত্রে ০.৭২৫ লিটার দুধ আছে। পাত্রের দুধ ৫টি কাপে সমানভাবে ঢালা হলো (সমাপনী ২০১৯)
ক) প্রত্যেক কাপে কত লিটার দুধ  থাকবে?        ৪
খ) যদি প্রতিটি কাপে ০.০৯৫ লিটার দুধ ঢালা হয়, তাহলে কত লিটার দুধ পাত্রে অবশিষ্ট থাকবে?   ৪

২। ৮ প্যাকেট খেজুরের ওজন ১৬.৪ কেজি।  (সমাপনী ২০১৯)
ক) ১ প্যাকেট খেজুরের ওজন কত?   ২
খ) ২০.৫ কেজি খেজুর এরুপ কতটি প্যাকেট রাখা যাবে?   ২
গ) প্রতি কেজি ১৮০ টাকা দরে ৩ প্যাকেট খেজুরের দাম কত?    ৪
সমাপনী গণিতের সম্পূর্ণ সাজেশন দেখতে ক্লিক করুন এখানে

৩। ৩টি প্যাকেটের প্রতিটিতে ০.৫ লিটার করে দুধ আছে। (সমাপনী ২০১৮)
ক) ৩টি প্যাকেটে মোট কত লিটার দুধ আছে?  ২
খ) এরুপ প্যাকেটের সংখ্যা আরও ১টি বেশি হলে মোট দুধের পরিমাণ কত হবে?  ৩
গ) প্রতিটি প্যাকেটে যদি ০.২৫ লিটার করে দুধ থাকত তবে ৩টি প্যাকেটে মোট কত লিটার দুধ হতো?  ৩
 ৪। ৫.৪মিটার ফিতা ৬ জন ছাত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো (সমাপনী ২০১৮)
ক) একজন ছাত্য কত মিটার ফিতা পেল?  ৩
খ) ৩ জন ছাত্রী মোট কত মিটার ফিতা পেল?  ৩
গ) যদি ছাত্রীর সংখ্যা ১০ জন হয়, তবে প্রত্যেকে কত মিটার করে ফিতা পাবে?

৫। শিহাব বাজার থেকে ৪০ টাকা দরে ৭.৫ কেজি চাল, ১১৫ টাকা দরে ০.৫ কেজি ডাল এবং ৩০ টাকা দরে ২.৫ কেজি সবজি কিনল। (সমাপনী ২০০১৮)
ক) সে কত টাকার চাল কিনল?  ২
খ) সে কত টাকার সবজি কিনল?  ২
গ) সে মোট কত টাকার বাজার করল?  ৪

বিগত সালে আসা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন ৭(খ)

৬। ৫.৪ মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড যার এক মিটারের ওজন ২.৩ কেজি। (সমাপনী ২০১৯)
ক) দন্ডটির ওজন কত কেজি হবে?   ৪
খ) দন্ডটির দৈর্ঘ্য কত মিটার হলে ওজন ৩০.৫৯ কেজি হবে?  ৪

৭। ৪.৫ মিটার ফিতা শিলা ও মিলা দুইজনে ভাগ করে নিল। শিলার চেয়ে মিলা ১.৩ মিটার ফিতা বেশি নিল। (সমাপনী ২০১৯)
ক) শিলা কত মিটার ফিতা পেল? ৩
খ) মিলা কত মিটার ফিতা পেল? ২
গ) যদি শিলা, মিলা  ও রিপা তিনজনে ফিতাটি সমানভাবে ভাগ করে নিত, তাহলে প্রত্যেকে কত মিটার করে পেত?   ৩
সমাপনী সকল বিষয়ের সাজেশন দেখতে ক্লিক করুন এখানে
৮। একটি খুটির ০.৩ অংশ মাটিতে, ০.৫ অংশ পানিতে, এবং বাকি অংশ পানির উপরে আছে। (সমাপনী ২০১৯)
ক) মাটি ও পানিতে খুটিটির মোট কত অংশ আছে?  ২
খ) পানির উপরে খুটিটির কত অংশ আছে?  ২
গ) পানির উপরের অংশের দৈর্ঘ্য ২.৬ মিটার হলে সম্পুর্ণ খুটিটির দৈর্ঘ্য কত মিটার?  ৪

৯।  একটি ট্রেনঘন্টায় ১২০.৫ কি.মি যায়। (সমাপনী ২০১৯)
ক) ৫.৫ ঘন্টায় ট্রেনটি কত কি.মি যাবে?  ৪
খ) ৩৬১.৫ কি.মি যেতে ট্রেনটির কত ঘন্টা লাগবে?  ৪

১০। দুটি সংখ্যার যোগফল ৭০.২। বড় সংখ্যাটি ছোট সংখ্যা অপেক্ষা ৪.৪ বেশি। (সমাপনী ২০১৯)
ক) ছোট সংখ্যাটি কত?
খ) বড় সংখ্যাটি কত?

১১। একটি বাঁশের ০.২৫ অংশ কাদায়, ০.৫৬ অংশ পনিতে আছে। বাঁশটির পানির অংশের দৈর্ঘ্য ৭ মিটার। (সমাপনী ২০১৮)
ক) বাঁশটির কত মিটার পানির উপরে আছে?  ৪
খ) বাঁশটির কত মিটার কাঁদায় আছে?  ৪

১২। একটি শ্রেণিকক্ষের দৈর্ঘ্য  ১০.৫ মিটার ৈএবং প্রস্থ  ৭.৫ মিটার। (সমাপনী ২০১৮)
ক) কক্ষটির ক্ষেত্রফল কত বর্গমিটার?  ৪
খ) যদি কক্ষটির দৈর্ঘ্য ৯.৫ মিটার হয়, তবে ক্ষেত্রফল কত বর্গমিটার হবে?  ৪

১৩। ফাহিমের ওজন ৩২.৫ কেজি। তার মায়ের ওজন তার ওজনের ১.৮ গুণ।
ক) ফাহিমের মায়ের ওজন কত কেজি?  ৪
খ) ফাহিমের ওজন তার মায়ের চেয়ে কত কেজি কম?  ২
গ) ফাহিম ও তার মায়ের মোট ওজন কত কেজি?  ২

১৪। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ২৫৩ বর্গমিটার এবং  প্রস্থ ১১.৫ মিটার। (সমাপনী ২০১৮)
ক) মাঠটির দৈর্ঘ্য কত মিটার?
খ) যদি মাঠটির দৈর্ঘ্য ১.৫ মিটার  বেশি হতো, তবে মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার হতো?

বিগত সমাপনী পরীক্ষায় না আসা কিছু গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্ন

১৫। ৪ প্যাকেট দুধকে ৫টি কাপে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি এবং প্রতিটি প্যাকেটি ০.২ লিটার দুধ আছে।
ক) সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে?
খ) কাপ গুলোর মোট ওজন কত?
গ) এক লিটার দুধের দাম ৬৫ টাকা হলে প্রত্যেক কাপে কত টাকার দুধ আছে?

১৬। ২.৪ মিটার দৈর্ঘে্যর েএকটি তারের প্রতি মিটারে ওজন ৪০০ গ্রাম। তারটির সমান দৈর্ঘ্যের ৈএকটি লোহার দন্ডের ওজন তারের প্রতি মিটারের ওজনের ১৩.৮ গুণ।
ক) লোহার দন্ডের ওজন কত?
খ) সম্পূর্ণ তারটির ওজন কত?
গ) লোহার দন্ডের প্রতি মিটারের ওজন কত?

উপরের প্রশ্নগুলো একসাথে পিডিএফ আকারে ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন।

download


সমপনী গণিত সাজেশন ২০২০ অধ্যায় ৭ কাঠামোবদ্ধ প্রশ্ন

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন