স্লিপের অর্থ কোন কোন খাতে খরচ করা যাবে ও কোন কোন খাতে যাবেনা

বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন-পরিকল্পনা (School Level Improvement Plan -SLIP) সংক্ষেপে স্লিপ নামে পরিচিত। স্লিপ বিদ্যালয় পর্যায়ে প্রণীত  একটি উন্নয়ন-পরিকল্পনা। বিদ্যালয় পর্যায়ে গ্রতীত এ পরিকল্পনায় স্থানীয় জনগণের শিক্ষা সম্পর্কিত আশা-আকাঙ্কার প্রতিফলন ঘটে। এটি প্রাথমিক শিক্ষার উন্নয়নের প্রারম্ভিক দলিল হিসেবে বিবেচিত এবং বিদ্যালয় পর্যায়ে উন্নয়নের  একটি অন্যতম  হাতিয়ার। মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় বিদ্যালয়ের শিখন-শিখানো ও শিক্ষার পরিবেশ উন্নয়নের মধ্যমে শিক্ষার সামগ্রিক মানোন্নয়নের জন্য তিন বছরের একটি আবর্তক পরিকল্পনা হিসেবে প্রণয়ন করা হয়। উক্ত মধ্যমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতি অর্থবছরে একটি বার্ষিক কর্ম পরিকল্পনা  প্রণয়ন করতে হয়। সেই পরিকল্পনার অর্থ কিছু খাতে নির্দিষ্ট খাতে খরচ করার অনুমতি থাকে। আমরা আজ এই পোস্টের মাধ্যেমে জেনে নেবো কোন কোন খাতে এই স্লিপের টাকা খরচ করা যাবে এবং কোন কোন খাতে এই টাকা খরচ করা যাবেনা।
স্লিপের অর্থ কোন কোন খাতে খরচ করা যাবে ও  কোন কোন খাতে যাবেনা

যে যে খাতে এই টাকা খরচ করা যাবে তার তালিকা

প্রাক-প্রাথমিক শিক্ষা:

  • প্রাক-প্রাথমিক শিক্ষা উপকরণ
  • খেলাধুলার উপকরণ
  • শ্রেণিকক্ষ সজ্জিতকরণ


শিখন-শেখানো কার্যক্রম:

  • প্রত্যেক শ্রেণির জন্য শিখন-শেখানো সমাগ্রী
  • শিক্ষা সহায়তা সামগ্রী
  • শ্রেণিকক্ষ সজ্জিতকরণ
  • পোর্টেবল স্পীকার
  • বুক কর্ণার
  • মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে প্রতিটি শিশুকে আগামীর উন্নত বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিটি বিদ্যালয়ে উপযোগী বই সংগ্রহের/ক্রয়ের মাধ্যমে বুক কর্ণার গড়ে তোলা
  • গরিব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান
  • হাতের লেখা প্রতিযোগীতায় পুরষ্কার
  • চারু ও কারু উপকরণ ক্রয়
  • বিতর্ক প্রতিযোগীতা আয়োজন
  • বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারীগণের বায়োমেট্রিক হাজিরা গ্রহণ
  • ডিসপ্লে বোর্ড ক্রয় বা মেরামত
  • চকবোর্ড বা মনিটরিং বোর্ড ক্রয়


খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড:

  • খেলাধুলা সামগ্রী যেমন: ফুটবল, ক্রিকেট সেট, লুডু, দাবা, কেরাম বোর্ড ইত্যাদি ক্রয়
  • জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালন


স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি এবং নিরাপদ পরিবেশ:

  • নিরাপদ পানীয় জলের জন্য টিউবওয়েল মেরামত
  • জগ, মগ, গ্লাস, পানির ফিল্টার ক্রয়
  • টয়লেট পরিষ্কারের ব্রাশ, বালতি ক্রয়
  • ফার্স্ট এইডবক্র ক্রয়
  • বিন ক্রয়
  • আসবাবপত্র মেরামত
  • বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত
  • বিদ্যালয় প্রাঙ্গন ও ছাদ পরিষ্কার করা
  • বিদ্যালয় ভবন এবং ওয়াশব্লক রক্ষণাবেক্ষণের জন্য স্লিপ গ্রান্টের বাহিরে অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে (যা শর্তসাপেক্ষ গ্রান্ট হিসেবে বিবেচিত হবে)


সুশাসন, জনসম্পৃক্ততা ও সচেতনতা:

  • পরিকল্পনা প্রণয়ন(সর্ব্বোচ্চ ৩ হাজার টাকা)
  • শিক্ষক
  • এসএমসি ও পিটিএ সদস্যদের ওরিয়েন্টেশন সভা
  • মা ও অভিভাবক সমাবেশ
  • অনিয়মিত ও শিখন-শিখানো কার্যক্রমে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের অভিভাবক সমাবেশ ইত্যাদি

কোনো বিদ্যালয় রুটিন মেইনটেন্যন্স এর বরাদ্দ পেলে উপরের মেরামত গুলো রুটিন মেইনটেন্যন্স এর মধ্যে অর্ন্তভূক্ত করবেন।

যে যে খাতে খরচ করা যাবেনা তার তলিকা

স্লিপ গ্রান্ট বরাদ্দের ব্যয়যোগ্য খাত ছাড়াও অন্যান্য বড় ধরনের উন্নয়নমূলক কার্যাবলি স্লিপ এ অন্তর্ভুক্ত করতে হবে। তবে স্লিপ গ্রান্টের অর্থ হতে এ খরচ করা যাবে না। উক্ত উন্নয়নমূলক কার্যাবলির ব্যয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে পৃথক বরাদ্দ বা ইউপেপ বা স্থানীয় অনুদান হতে মিটানোর ব্যবস্থা করা যাবে। উদাহরণ হিসেবে নিম্নে কয়েকটি বিষয় দেওয়া হল:

বিদ্যালয় ভবর:

  • বাউন্ডারি ওয়াল,
  • শ্রণেকিক্ষ,
  • ড্রনে প্রবশেপথ নর্মিাণ,
  • গইেট,
  • বড় ধরনরে মরোমত,
  • বশিষে চাহদিাসম্পন্ন শশিুদরে জন্য ্যাম্প তৈরি ইত্যাদি
  • স্লিপএর র্অথে মাটি ভরাট করা যাবে না।


Wash facilities:
  • নরিাপদ পানীয়জলরে জন্য টউিবওয়লে স্থাপন,
  • বালক বালকিাদরে টয়লটে বা ওয়াশ-ব্লক নর্মিাণ,
  • বশিষে চাহদিাসম্পন্ন শশিুদরে ব্যবহার উপযোগী টয়লটে বা ওয়াশ-ব্লক নর্মিাণ ইত্যাদি


আসবাবপত্র:
  • অফসিরে যন্ত্রপাতি
  • শশিুদরে বসার জন্য উঁচু নচিু বঞ্চে ক্রয়,
  • কম্পউিটার,
  • শক্ষিকদরে জন্য টবেলি চযে়ার, আলমারি ক্রয় ইত্যাদ।
  • মিাল্টিমিডিয়া
  • প্রন্টিার,
  • লাউডস্পকিার ক্রয় ইত্যাদি


র্দুযোগকালীন শক্ষিা অব্যাহত এবং র্দুযোগ ব্যবস্থাপনা নরিাপদ পরবিশে:
  • অস্থায়ী বদ্যিালয় স্থাপন,
  • সইেফটি ইকুইপমন্টে,
  • র্দুযোগে ক্ষতগ্রিস্ত বদ্যিালয় পুর্নবাসন ইত্যাদি
তথ্যসূত্র: স্লিপ গাইডলাইন ২০১৯
স্লিপ গাইডলাইনটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে

এরকম আরো পোস্ট পেতে এই সাইটের পেজে লাইক দিয়ে রাখুন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন