পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন ও সমাধান

পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন ও সমাধান

সমাপনী পরীক্ষায় গণিতের অধ্যায় ৯ থেকে প্রতিবছর ২টি সমস্যা থাকে যার মধ্যে ১টি উত্তর দেওয়া লাগে যার মার্কস থাকে ৮। অধ্যায় ৯ শতকরা থেকে কয়েকটি ক্যাটাগরির সমস্যা সমাধান করলে এখান থেকে উত্তর করা খুব সহজ হয়।
পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) কাঠামোবদ্ধ প্রশ্ন

সমাপনী পরীক্ষার সাজেশন ২০২০

বিগত পরীক্ষায় আসা কিছু কাঠামোবদ্ধ প্রশ্ন
১। ২০১৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন জিপিএ-৫ পেয়েছে। (সমাপনী ২০১৯)
ক) ঐ বিদ্যালয়ে শতকরা কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে?
খ) ঐ বিদ্যালয়ে ৬০% শিক্ষার্থী জিপিএ-৫ পেলে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কত হতো?

২। রাইমা ব্যাংক থেকে ৭% মুনাফায় ৪ বছরের জন্য ১৪০০০ টাকা ঋণ দেন। (সমাপনী ২০১৯)
ক) ১৪০০০ টাকার বার্ষিক মুনাফায় পরিমাণ কত?
খ) ৪ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে।

অধ্যায় ৯ শতকরার সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দেখতে ক্লিক করুন এখানে

৩। কাশেম সাহেব ব্যাংক থেকে ৩০০০০ টাকা ঋণ নিয়ে ৫ বছর পর আসলসহ মোট ৪০৫০০ টাকা পরিশোধ করলেন। (সমাপনী ২০১৯)
ক) কাশেম সাহেব ৫ বছরে মোট কত টাকা মুনাফা দিলেন?
খ) ৩০০০০ টাকার ১ বছরের মুনাফা কত টাকা ছিল?
গ) বার্ষিক মুনাফার হার কত ছিল?

৪। ৫০ টাকা দরে ২৫টি খাতা কিনে ৮% লাভে বিক্রয় করা হলো।  (সমাপনী ২০১৯)
ক) ২৫টি খাতার বিক্রয়মূল্য কত?
খ) যদি ৬% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে ২৫ টি খাতার বিক্রয়মূল্য কত হতো?

৫। একজন বিক্রেতা একটি মোবাইল ফোন ২০% লাভে ৫১৬০ টাকায় বিক্রয় করলেন। (সমাপনী ২০১৯)
ক) মোবাইল ফোনটির ক্রয়মূল্য কত?
খ) মোবাইল ফোনটি ১৫% লাভে বিক্রয় করা হলে বিক্রয়মূল্য কত হবে?

৬। শ্যামপুর গ্রামের ১৮০০ জন লোকের মধ্যে ৫২% মহিলা। (সমাপনী ২০১৯)
ক) ঐ গ্রামে মহিলার সংখ্যা কত জন?
খ) যদি ঐ গ্রামের মহিলার সংখ্যা ১২৬ জন বেশি হতো তাবে পুরুষের সংখ্যা শতকরা কত হতো?

৭। একটি দোকানে ২৫০০ টাকার একটি পণ্য ২৫% কমে বিক্রয় করা হলো। (সমাপনী ২০১৯)
ক) পণ্যটির বিক্রয়মূল্য কত?
খ) যদি পণ্যটি ১০% লাভে বিক্রয় করা হতো তাহলে বিক্রয়মূল্য কত হতো?

৮। কোনো বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ৪০০ জন স্কুুল ব্যাংকিং একাউন্ট করেছে। (সমাপনী ২০১৯)
ক) মোট শিক্ষার্থীর শতকরা কতজন স্কুল ব্যাংকিং একাউন্ট করেছে?
খ) স্কুল ব্যাংকিং একাউন্টধারী ৪৫% ছাত্রী হলে, একাউন্টধারী ছাত্রীর সংখ্যা কত?

৯। বার্ষিক ২০% মুনাফায় ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ২০০ টাকা মুনাফা দিলে। (সমাপনী ২০১৮)

ক) আসল কত টাকা ছিল?

খ) মুনাফা ও আসল একত্রে কত ছিল?

গ) বার্ষিক মুনাফা ১৫% হলে কত টাকার মুনাফা দিতে হতো?

১০। সিরাতুল ব্যাংক থেকে ৩০০ টাকা ঋণ নেন। এক বছর পর তিনি ৩৩০০ টাকা পরিশোধ করেন। (সমাপনী ২০১৮)

ক) ঐ ব্যাংকের মুনাফার হার কত?

খ) ১০০০০ টাকা ঋণ করলে তাকে ২ বছর পর কত টাকা পরিশোধ করতে হতো?

১১। একজন বিক্রেতা এক ঝুড়ি আম ১২০০ টাকায় ক্রয় করে ১০৫ লাভে বিক্রয় করলেন। (সমাপনী ২০১৮)

ক) আমের বিক্রয় মূল্য কত?

খ) আমগুলো আর কত টাকা বেশিতে বিক্রয় করলে ১৫% লাভ হতো?


উপরের সমস্যাগুলো সমাধান করলেই যথেষ্ট কারণ প্রতিবছর এরকম সমস্যাই এসে থাকে তবে অনুশীলনের জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ সমস্যা দেওয়া হলো।

১। একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে ১৫% লাভে মেশিনটি ৫৫২০০ টাকায় বিক্রয় করলেন।
ক) মেশিনটির ক্রয়মূল্য ২০০ টাকা হলে কাঙ্খিত লাভ পেতে কত টাকায় বিক্রয় করতে হবে।
খ) মেশিনটির ক্রয়মূল্য কত?
গ) ২৫% লাভ করতে চাইলে বিক্রেতাকে মেশিনটি কত টাকায় বিক্রয় করতে হবে?

২। একজন বিক্রেতা একটি কলম ২০ টাকায় ক্রয় করে ২৫ টাকায় বিক্রয় করেন।
ক) সে শতকরা কত টাকা লাভ করলো?
খ) ১০% লাভে কলমটির বিক্রয়মূল্য কত টাকা?

অধ্যায় ৯ শতকরার সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন দেখতে ক্লিক করুন এখানে
৩। একজন বিক্রেতা ১টি ফ্যান ক্রয়মূল্যের চেয়ে ২০% কমে ১২৮০ টাকায় বিক্রয় করল।
ক) ফ্যানটির ক্রয়মূল্য কত?
খ) ফ্যানটি ১৫২০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো?

৪। যোহা সাহেবের মাসিক আয় ৫০০০০ টাকা, মাসিক ব্যয় ৪০০০০ টাকা এবং অবশিষ্ট টাকা সঞ্চয় করেন।
ক) যোহা সাহেবের মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত অংশ?
খ) তিনি তার মাসিক সঞ্চয়কৃত টাকা ৯% মুনাফায় বিনিয়োগ করলে ৫ বছরে কত টাকা মুনাফা পাবেন?

৫। হোসেনের মাসিক আয় ২৫০০ টাকা এবং তার মধ্যে থেকে তিনি ১৭৫০ টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামিমের মাসিক আয় ১৮০০ টাকা এবং তিনি খাবার কেনায় ১৪৪০ টাকা ব্যয করেন।
ক) হোসেনের মাসিক ব্যয় তার আয়ের শতকরা কত?
খ) শামিমের মাসিক ব্যয় তার আয়ের শতকরা কত?
গ) কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি টাকা ব্যয় করেন?

৬। একজন ব্যক্তি ৮টি আপেল ১৬০ টাকায় কিনে ৪টি আপেল ১৬০ টাকা দরে বিক্রি করে।

ক) ২ ডজন আপেলের ক্রয়মূল্য কত?

খ) শতকরা লাভের পরিমাণ কত?

গ) ২০% লাভ করতে হলে ২৪০ টাকায় কয়টি আপেল বিক্রয় করতে হবে?

৭। একজন বিক্রেতা ক্রয়মূল্যের চেয়ে ১২% কমে ৭০৪০ টাকায়  একটি টেবিল বিক্রয় করল।

ক) টেবিলের ক্রয়মূল্য কত ছিল?

খ) টেবিলের ক্রয়মূল্য দিয়ে ৪টি চেয়ার কেনা হলো যেগুলোর প্রত্যেকটির বিক্রয়মূল্য ২২১৫ টাকা। চেয়ার প্রতি লাভ কত?

৮। ব্যাংক থেকে আসলের ওপর বার্ষিক ৮% মুনাফায় ১৫ বছরের জন্য ১৫০০০ টাকা ঋণ নেওয়া হলো।

ক) প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে?

খ) ১৫ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে?

গ) কত বছরে ৪৮০০ টাকা মুনাফা দিতে হবে?



পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে নিচের ডাউনলোডে ক্লিক করুন।


tag
সমাপনী পরীক্ষার সাজেশন ২০২০। সমাপনী গণিত সাজেশন ২০২০। পঞ্চম শ্রেণি গণিত অধ্যায় ৯ (শতকরা) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন ও সমাধান।

11 মন্তব্যসমূহ

  1. ভাই সমাধান না দিলে, কেমনে কি

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. ৮ নম্বার প্রশ্নের উত্তরটি লাগবে স্যার

      মুছুন
  3. উত্তরগুলি
    1. এগুলো করতে শিক্ষার্থীরা সমস্যায় পড়লে তাদের শিক্ষকদের সাহায্য নেবে। অন্যথায় কোন নির্দিষ্ট সমস্যার জন্য আমাদের পেজে মেসেজ করতে হবে।

      মুছুন
  4. উত্তর গুলো কোথায়??

    উত্তরমুছুন
  5. ছবি তুলে উত্তর পাঠালে হবে?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন