পঞ্চম শ্রেণি গণিত ১৩ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ।

 পঞ্চম শ্রেণি গণিত ১৩ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ।

পঞ্চম শ্রেণি গণিত ১৩ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ।

পঞ্চম শ্রেণির খুব গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আজকের সাজেশনটি সাজানো হয়েছে। এই অধ্যায় থেকে প্রতিবছর প্রায় ২/১ টি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে। 

সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন


১। মল্লিকপুর গ্রামের জনসংখ্যা ৩৬০ জন এবং আয়তন ৩ বর্গ কিলোমিটার হলে ঘনত্ব কত? (সমাপনী ২০১৯)
২। একটি মহল্লার জনসংখ্যা ৩০০ জন এবং জনসংখ্যার ঘনত্ব ১৫০ জন/বর্গ কি.মি। ঐ মহল্লার আয়তন কত? (সমাপনী ২০১৮)
৩। লেখচিত্র বলতে কী বোঝ? (সমাপনী ২০১৫)
৪। কোন গ্রামের জনসংখ্যার ঘনত্ব ১১০ জন/বর্গ কি.মি। আয়তন ৫ বর্গ কি.মি হলে ঐ গ্রামের জনসংখ্যা কত? (সমাপনী ২০১৮)৫। বাংলাদেশের মোট এরিয়া কত? (সমাপনী ২০১৫)
৬। জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটি লেখ। (সমাপনী ২০১৭)
৭। উপাত্ত কত প্রকার ও কী কী? (সমাপনী ২০১৫)
৮। শ্রেণি ব্যবধান বলতে কী বোঝায়? (সমাপনী ২০১৩, ১৫)
৯। কত বছর পর পর আদমশুমারী হয়ে থাকে? (সমাপনী ২০১৪)
১০। এরিয়ার দিক দিয়ে বাংলাদেশ প্রথিবীর কততম স্থানে রয়েছে? (সমাপনী ২০১৪)
১১। জনসংখ্যার ঘনত্ব কী?
১২। |||| | কে সংখ্যায় প্রকাশ করো (সমাপনী ২০১৯)
১৩। ৯ কে ট্যালি চিহ্নে প্রকাশ করো (সমাপনী ২০১৯)

সমাপনী পরীক্ষায় আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন।

১৪। লেখচিত্রের কয়টি অক্ষ আছে?
১৫। নিলয় কোনটির জন্য স্তম্ভলেখ ভিন্ন পাবে? 
১৬। ২৫-২৯ শ্রেণিতে শ্রেণি ব্যবধান কত?
১৭।  বিন্যস্ত উপাত্ত কাকে বলে?
১৮। অবিন্যস্ত উপাত্ত কাকে বলে?
১৯। আয়তক্ষেত্রের প্রস্থ বরাবর কী থাকে?
২০। আয়তক্ষেত্রের উচ্চতা বরাবর কী থাকে?
২১। আয়তলেখে আয়তক্ষেত্রগুলোর মাঝের আকৃতি কিরুপ?
২২। ১৫, ১৩, ১৯, ১৭, ৮, ৫, ১২ উপাত্তগুলোর সর্ব্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করো।
২৩। ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০ উপাত্তগুলো ৪ শ্রেণি ব্যবধানে বিন্যস্ত করলে সারণিতে কয়টি শ্রেণি পাওয়া যায়।
২৪। সুবিন্যস্ত ব্যবধানে সাজানো সংখ্যাকে কী বলে?
২৫। ৪৬-৫০, ৫১-৫৫ উপাত্তটি কোন ধরণের?
২৬। ৭১, ৭৫, ৭৪, ৮৭, ৮২, ৯৫, ৭৪, ৭৬ উপাত্তে কোন সংখ্যাটি একাধিক বার আছে?
২৭। ট্যালি চিহ্ন কাকে বলে?
২৭। উ: প্রাপ্ত উপাত্তসমূহকে সংখ্যার পরিবর্তে বিশেষ এক চিহ্নের ‘|’ মাধ্যমে লেখা হয়। এ চিহ্নকেই ট্যালি চিহ্ন বলে।
২৮। ১২, ১৮, ১০, ২৫, ১৪, ২০, ১৩, ১৪, ২২, ১৭; এখানে ১০-১৪ ব্যবধানে কয়টি ট্যালি চিহ্ন হবে?
২৯। সংগ্রহীত উপাত্ত সহজে বোঝার ও দৃশ্যমান করার জন্য কার্যকারী মাধ্যম কী?
৩০। একটি ট্যালি চিহ্ন দ্বারা ৫ বস্তা চাল বুঝালে “|||| ||||" দ্বারা কত বস্তা চাল বুঝায়?

সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর

১। উ: ১২০ জন/বর্গ  কি.মি
২। উ: ২বর্গ কি.মি
৩। উ: চাক্ষুষ প্রদর্শনের জন্য রেখার সাহায্যে আঁকা চিত্র হলো লেখচিত্র। 
৪। উ: ৫৫০ জন।
৫। উ: ১,৪৭,৫৭০ বর্গ কি.মি
৬। উ: জনংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৭। উ: ২ প্রকার। অবিন্যস্ত উপাত্ত ও বিন্যস্ত উপাত্ত।
৮। উ: প্রত্যেক শ্রেণির সর্ব্বোচ্চ ও সর্বনিম্ন মানের মধ্যে পার্থক্য বা ব্যবধানই হলো শ্রেণি ব্যবধান।
৯। উ: ১০ বছর।
১০। উ: নব্বইতম।
১১। উ: কোনো এলাকায় গড়ে প্রতে বর্গ কিলোমিটারে যত লোক বাস করে সেই সংখ্যা হলো ঐ এলাকার জনসংখ্যার ঘনত্ব।
১২। উ: ৬১৩। উ: |||| ||||

সমাপনী পরীক্ষায় আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন।

১৪। উ: ২টি
১৫। ‍উ: শ্রেণিব্যবধান
১৬। উ: শ্রেণি ব্যবধান ৫।
১৭। উ: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে, সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে।
১৮। উ: যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না, সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে।
১৯। উ: শ্রেণি ব্যবধান
২০। উ: গণসংখ্যা
২১। উ: ফাঁকা থাকে না।
২২। উ: ১৯ ও ৫
২৩। উ: ৩টি
২৪। উ: বিন্যস্ত উপাত্ত।
২৫। উ: বিন্যস্ত
২৬। উ: ৭৪
২৮। উ: ৫টি
২৯। উ: সারণি এবং লেখচিত্র
৩০। উ: ৪৫ বস্তা
পঞ্চম শ্রেণি গণিত ১৩ অধ্যায় উপাত্ত বিন্যস্তকরণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করতে নিচের ডাউনলোড লেখায় ক্লিক করুন।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন