পঞ্চম (৫ম) শ্রেণি বিপরীত শব্দ class 5 bangla opposite word

পঞ্চম (৫ম) শ্রেণি বিপরীত শব্দ


পঞ্চম (৫ম) শ্রেণি বিপরীত শব্দ


প্রদত্ত শব্দ  -  বিপরীত শব্দ

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসা বিপরীত শব্দ


ঠাণ্ডা    গরম     (সমাপনী ১৯)
দুর্বল     - সবল     (সমাপনী ১৯)
দুরন্ত    - শান্ত     (সমাপনী ১৯)
লোভী    - নির্লোভ     (সমাপনী ১৯)
অচল    - সচল     (সমাপনী ১৯)
উপকার    - অপকার     (সমাপনী ১৯)
কল্পনা    - বাস্তব     (সমাপনী ১৯)
ভিতর    - বাহির     (সমাপনী ১৯)
প্রাচীন    - অর্বাচীন     (সমাপনী ১৯)
জীবিত    - মৃত     (সমাপনী ১৯)
ধ্বংস    - নির্মাণ     (সমাপনী ১৯)
বড়    - ছোট     (সমাপনী ১৯)
অপূরণীয়    - পূরণীয়     (সমাপনী ১৯)
শুরু    - শেষ     (সমাপনী ১৯)
মান    - অপমান     (সমাপনী ১৯, ১৮)
উৎকৃষ্ট    - নিকৃষ্ট     (সমাপনী ১৯)
বাঙালি    - অবাঙালি     (সমাপনী ১৯,১৮)
হালকা    - ভারী     (সমাপনী ১৮)
সাহস    - ভয়     (সমাপনী ১৯, ১৮)
সরল    - বক্র/ কঠিন     (সমাপনী ১৮)
জীবন    - মরণ     (সমাপনী ১৮)
সভ্য    - অসভ্য     (সমাপনী ১৮)
যশ    - অপযশ     (সমাপনী ১৮)
উন্নত    - অবনত     (সমাপনী ১৯,১৮)
সার্থকতা    - ব্যর্থতা     (সমাপনী ১৮)
মুক্ত    - বদ্ধ     (সমাপনী ১৯, ১৮)
দিন    - রাত     (সমাপনী ১৯, ১৮)
স্বাধীন    - পরাধীন     (সমাপনী  ১৯, ১৮,১৬)
আদান     - প্রদান     (সমাপনী ১৮)
আসল    - নকল     (সমাপনী ১৯, ১৮)
অন্ধকার    - আলো     (সমাপনী ১৯, ১৭)
স্বপ্ন    - বাস্তব     (সমাপনী ১৭)
চঞ্চল    - শান্ত     (সমাপনী ১৭)
জটিল    - সরল     (সমাপনী ১৭)
বিষাদ    - আনন্দ      (সমাপনী ১৭,১৮,১৯)
নিষ্ঠুর    - সদয়     (সমাপনী ১৭)
তেতো    - মিষ্টি     (সমাপনী ১৭, ১৮)
সরব    - নীরব     (সমাপনী ১৭)
খসখসে    - মসৃণ     (সমাপনী ১৬)
ক্ষতি    - লাভ     (সমাপনী ১৬)
অখাদ্য    - খাদ্য     (সমাপনী ১৬)
শহর    - গ্রাম     (সমাপনী ১৬)
রাত্রি    - দিবা     (সমাপনী ১৬)
কৃতজ্ঞ    -অকৃতজ্ঞ     (সমাপনী ১৬)
আকাশ    - পাতাল     (সমাপনী ১৬,১৮)
দেশ    - বিদেশ     (সমাপনী ১৫,১৮,১৯)
দুর্বিনীত    - বিনীত     (সমাপনী ১৫)
বীর    - ভিতু/ কাপুরুষ     (সমাপনী ১৫)
দণ্ড    - বিনয়/ নিরহংকার     (সমাপনী ১৫)
গ্রহণ    - বর্জন     (সমাপনী ১৫)
সাধু    - ভণ্ড      (সমাপনী ১৫,১৯)
সন্ধ্যা    - সকাল     (সমাপনী ১৫)
কল্যাণ    - অকল্যাণ/ অমঙ্গল     (সমাপনী ১৫,১৮)
বুদ্ধিমান    - বোকা     (সমাপনী ১৫)
সুনাম     - দুর্নাম     (সমাপনী ১৫)
আঁধার    - আলো     (সমাপনী ১৫,১৯)
সকাল    - বিকাল     (সমাপনী ১৫,১৯)
বাস্তবে    - স্বপ্নে/ অবাস্তবে      (সমাপনী ১৫)
যুদ্ধ    - শান্তি     (সমাপনী ১৫,১৬, ১৪)
চেনা    - অচেনা     (সমাপনী ১৫,১৮)
বিশ্রাম    - শ্রম/মেহনত/খাটুনি/পরিশ্রম     (সমাপনী ১৫)
সুন্দর    - কুৎসিত/ অসুন্দর     (সমাপনী ১৫,১৯)
সংখ্যাগরিষ্ঠ    - সংখ্যালঘিষ্ঠ     (সমাপনী ১৫)
জয়    - পরাজয়/হার     (সমাপনী ১৫)
কালো    - সাদা      (সমাপনী ১৫,১৯)
আরম্ভ    - শেষ/ সমাপ্ত/ হতি    (সমাপনী ১৫)
জন্ম    - মৃত্যু/ মরা / মরণ     (সমাপনী ১৫)
নকল    - আসল/ প্রকৃত/ খাঁটি     (সমাপনী ১৫)
আলো    - আঁধার/ অন্ধকার     (সমাপনী ১৫)
শুকনো    - ভেজা     (সমাপনী ১৫, ১৭,১৯)
নির্দয়    - দয়ালু     (সমাপনী ১৫)
স্বাদ    - বিস্বাদ     (সমাপনী ১৫, ১৯)
অসুন্দর    - সুন্দর     (সমাপনী ১৫)
অসীম    - সসীম     (সমাপনী ১৫, ১৮)
দণ্ড    - সৌম্য/ বিনয়     (সমাপনী ১৫)
ব্যর্থ    - সাফল্য/ সার্থক/ সফল     (সমাপনী ১৫)
কান্না    - হাসি     (সমাপনী ১৫,১৯)
ঘুমন্ত    - জাগ্রত     (সমাপনী ১৪, ১৭, ১৮, ১৯)
নিরস্ত্র    - সশস্ত্র     (সমাপনী ১৪)
ভরা    - খালি     (সমাপনী ১৪)
নতুন    - পুরনো/ পুরাতন     (সমাপনী ১৪)

পঞ্চম শ্রেণি (৫ম)  সমাপনী পরীক্ষার জন্য বাছায়কৃত কিছু বিপরীত শব্দ


(বিপরীত শব্দ -অ)


অস্ত - অনন্ত
অস্তর্দেশীয় - বতির্দেশীয়
অন্তর্বাণিজ্য - বহির্বাণিজ্য
অন্তর্ভূত - বর্হিভূত
অন্তর্মুখী - বহির্মুখী
অপপ্রয়োগ - সুপ্রয়োগ
অপূরণীয় - পূরণীয়
অপযশ -যশ
অপুষ্পক - সপুষ্পক
অগ্র - পশ্চাৎ
অধম - উত্তম
অলস - পরিশ্রমী
অক্ষম - সক্ষম
অজ্ঞান - সজ্ঞান
অনুকুল - প্রতিকুল
অলীক - সত্য
অন্তর - বাহির
অন্তরঙ্গ - বহিরঙ্গ
অর্জন - বর্জন
অমৃত - গরল
অভিজ্ঞ - অনভিজ্ঞ
অগ্রিম - বকেয়া
অর্থ - অনর্থ
অপচয় - সঞ্চয়
অতিকায় - ক্ষুদ্রকায়
অতিবৃষ্টি - অনাবৃষ্টি
অতীত - অবিষ্যৎ
অনুরক্ত - বিরক্ত
অবতরণ - উত্তরণ
অবিরল - বিরল
অভিমান - নিরভিমান
অম্ল - মধুর
অণু - বৃহৎ
অকৃত্তিম - কৃত্তিম
অনাচার - আচার
অস্থায়ী - স্থায়ী
অনাদর - আদর

(বিপরীত শব্দ- আ)


আক্রমণ - অনাক্রমণ
আগে  - পরে
আগ্রহী - অনাগ্রহী
আটক - ছাড়/মুক্ত
আচ্ছাদিত - অনাচ্ছাদিত
আদর্শ - অনাদর্শ
আধা - পুরো
আধুনিক - অনাধুনক
আবাদি - অনাবাদি
আবশ্যক - অনাবশ্যক
আর্য  - অনার্য
আয় - ব্যয়
আদি - অন্ত
আস্তিক - নাস্তিক
আমদানি - রপ্তানি
আবিল - অনবিল
আরোহণ - অবরোহণ
আগমন - প্রত্যাগমন
আবদ্ধ - মুক্ত
আগ্রহ - অনাগ্রহ
আকার - নিরাকার
আচার - অনাচার
আবৃত - অনাবৃত
আশীর্বাদ - অভিশাপ

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ই,ঈ)


ইচ্ছা - অনিচ্ছা
ইতর - ভদ্র
ইতিবাচক - নেতিবাচক
ইহকাল - পরকাল
ইষ্ট - অনিষ্ট
ইহলোক - পরলোক
ইহলৌকিক - পরলৌলিক
ঈষৎ - অধিক
ঈর্ষা - প্রীতি

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - উ, ঊ,ঋ)


উৎকর্ষ - অপকর্ষ
উক্ত- অনুক্ত
উচু - নিচু
উদয় - অস্ত
উষ্ণ - শীতল
ঊষর - উর্বর
উজান - ভাটি
উন্নতি - অবনতি
উগ্র - সৌম্য
উচিত - অনুচিত
উদার - অনুদার
উত্তাপ - নিরুত্তাপ/ শৈত্য
উজ্জ্বল - অনুজ্জ্বল/ ম্লান
উত্থান - পতন
উপস্থিত - অনুপস্থিত
উপকারী - অপকারী
উর্বর - অনুর্বর
ঊর্ধ্ব - অধঃ
ঋজু - বক্র

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - এ, ঐ, ও, ঔ)


এলোমেলো - গোছালো
একাল - সেকাল
একক - যৌথ
ঐহিক - পারত্রিক
ঐতিহাসিক - অনৈতিহাসিক
ঐশ্বর্য - দারিদ্র্য
ঐক্য - অনৈক্য
ঐচ্ছিক - আবশ্যিক
ঔদার্য - কার্পণ্য

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ক)


কর্মী - নিস্কর্মী
কাজ - অকাজ
কার্পণ্য - বদান্যতা
কুখ্যাত - বিখ্যাত
কুমন্ত্রণা - সুমন্ত্রণা
কুমেরু - সুমেরু
কৃতকার্য - অকৃতকার্য
কৃত্তিম - অকৃত্তিম/ স্বাভাবিক
কৃপণ - দাতা
কৃষ্ণ - শুভ্র
কেলেঙ্কার - সুনাম
কথ্য - অকথ্য
কপটতা - সরলতা
কুৎসিত - সুন্দর
কুশ্রী - সুশ্রী
কাপুরুষ - বীরপুরুষ
কদাচার - সদাচার
কাঁদা - হাসা
ক্ষয় - বৃদ্ধি
ক্ষুদ্র - বৃহৎ
ক্ষয়িষ্ণু - বর্ধিষ্ণু
ক্ষীণ - দীর্ঘ

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - খ)


  • খাঁটি - ভেজাল
  • খ্যাতি - অখ্যাতি
  • খাতক - মহাজন
  • খুচরা - পাইকারি
  • খালি - ভরা/ভরাট

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - গ)


গদ্য - পদ্য
গোপনীয় - প্রকাশ্য
গুরু - শিষ্য
গৃহী - সন্ন্যাসী
গৌরব -  অগৌরব
গ্রাম্য - শহরে
গৌণ - মূখ্য
জ্ঞাত - অজ্ঞাত
জ্ঞানী - মূর্খ
গরিব - ধনী

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ঘ)


ঘন - তরল
ঘাটতি - বাড়তি
ঘাত - প্রতিঘাত
ঘৃণা - ভালোবাসা
ঘোলা - স্বচ্ছ

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - চ)


চতুর - বোকা
চরিত্রবান - চরিত্রহীন
চপল - গম্ভীর
চালাক - বোকা
চিরায়ত - সাময়িক
চড়াই - উৎরাই

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ছ)


ছাত্র - শিক্ষক
ছেলে - মেয়ে
ছোট - বড়
ছাড়া - ধরা

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - জ, ঝ)

  • জাগ্রত - ঘুমন্ত/সুপ্ত
  • জোয়ার - ভাটা
  • জীবন - মরণ
  • জটিল - সরল
  • জিত - হার
  • জ্বালা - নেভা

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ট, ঠ, ড)


টাটকা - বাসি
ঠুনকো - মজবুত
ডান - বাম
ডুবন্ত - ভাসন্ত
তিরস্কার - পুরস্কার
তির্যক - ঋজু/ সরল
তারুণ্য - বার্ধক্য
তিক্ত - মিষ্টি/মধুর
ত্যাগ - গ্রহণ/ ভোগ
তরল - কঠিক
তেজ - নিস্তেজ
তীব্র - লঘু
তীক্ষ্ণ - ভোঁতা
তারিফ - বদনাম
ত্যাজ্য - গ্রাহ্য

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - থ)


থামুন - চলুন
থামা - চলা

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - দ)


দয়ালু/ দরদি - নির্দয়
দ্বিতীয় - অদ্বিতীয়
দিবস - রজনী
দুৎশীল - সুশীল
দুর্জন - সুজন/সজ্জন
দুশমন - দোস্ত
দুষ্ট - শিষ্ট
দূরবর্তী - নিকটবর্তী
দৃঢ় - শিথিল
দোষী - নির্দোষ
দ্যূলোক - ভূলোক
দীর্ঘ - হ্রস্ব
দীর্ঘায়ু - স্বল্পায়ু
দৈন্য - প্রাচুর্য
দেনা - পাওনা
দিবা - নিশি
দুঃখ - সুখ
দোষ - গুণ
দুর্গম - সুগম
দাতা - গ্রহীতা
দ্রুত - মন্থর
দামি - সস্তা
দুর্লভ - সুলভ
দুর্ভাগ্য - সৌভাগ্য 
দোস্ত - দুশম

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ধ)


ধনী - দরিদ্র
ধার্মিক - অধার্মিক/ পাপিষ্ঠ
ধূর্ত - নির্বোধ
ধৃত - মুক্ত

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ন)


নন্দিত - নিন্দিত
নশ্বর - অবিরশ্বর
নির্দিষ্ট - অনির্দিষ্ট
নিন্দা - প্রশংসা
নির্মল - মলিন / পঙ্কিল
নিশ্চল -চলন্ত
নবীন - প্রবীণ
নিঃশ্বাস - প্রাশ্বাস
নগণ্য - গণ্য
নিরক্ষর - সাক্ষর
নীরব - সরব
নারী - পুরুষ

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - প)


পূর্ণিমা - অমাবস্যা
প্রকাশিত - অপ্রকাশিত
প্রকাশ্য - গোপনীয়
প্রখর - মৃদু
প্রচুর- অপ্রচুর
প্রভাত - সন্ধ্যা
প্রশংসনীয় - নিন্দনীয়
প্রসারণ - সংকোচন
পুণ্য - পাপ
পূর্ণ - শূন্য
প্রাচ্য - প্রতীচ্য
পরার্থ - স্বার্থ
প্রভূ - ভৃত্য
পথ - বিপথ
প্রফুল্ল - ম্লান
প্রবেশ - প্রস্থান
প্রকৃত - বিকৃত
পুরোনো - নতুন
পণ্ডিত - মূর্খ
পদস্থ - নিম্নস্থ
প্রীতি - ঈর্ষা
প্রবল - দুর্বল
প্রস্থান - আগমন
প্রকাশ - গোপন
পরিবর্তন - অপরিবর্তন
পুত্র - কন্যা

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ফ)


ফেল - পাস
ফল - নিষ্ফল
ফকির - আমির

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ব)


বক্তা - শ্রোতা
বন্ধুর - মসৃণ
বাঁচা - মরা
বিদ্বান - মূর্খ
বৃদ্ধি - হ্রাস
বিধি - নিষেধ
বন্য - পোষা
বিধবা - সধবা
বাচাল - স্বল্পভাষী
বিজ্ঞ - অজ্ঞ
বিরাগ - অনুরাগ
বন্ধন - মুক্তি
বিরহ - মিলন
বর - কনে
বন্ধু - শত্রু

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ভ)


ভীরু - নির্ভীক/ সাহসী
ভৃত্য - প্রভু
ভণ্ড - সাধু
ভুল - শুদ্ধ/ নির্ভুল
ভাসা - ডোবা
ভূত - ভবিষ্যৎ
ভালো - খারাপ/মন্দ

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - ম)


মিল - অমিল/ গরমিল
মৌলিক - যৌগিক
মনোযোগী - অমনোযোগী
মুখ্য - গৌণ
মূর্ত - বিমূর্ত
মূর্খ - জ্ঞানী
মৃত্য - জন্ম
মৌন - মুখর

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - য, র, ল)


যৌবন - বার্ধক্য
রাত - দিন
রিক্ত - পূর্ণ
রাগ - বিরাগ
রুদ্ধ - মুক্ত
লাভ - লোকসান /ক্ষতি
লঘু - গুরু
লম্বা - চওড়া/খাটো
লাজুক - নির্লজ্জ

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - শ)


শাস্তি - মুক্তি
শ্রদ্ধা - ঘৃণা/ অশ্রদ্ধা
শান্ত - উগ্র/দুরন্ত
বিষাদ/শোক - হর্ষ
শিক্ষক - ছাত্র
শুষ্ক - সিক্ত
শীর্ণ - স্থুল
শত্রু - মিত্র
শাসন - সোহাগ
শিষ্ট - অশিষ্ট/দুষ্ট

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - স)


সদৃশ - বিসদৃশ
সবিস্তার - সংক্ষিপ্ত
সম - অসম/ বিষম
সমতল - অসমতল
সমতা - অসমতা/ অসাম্য
সমস্যা - সমাধান
সমাদর - অনাদর
সমাপ্ত - অসামাপ্ত
সম্পন্ন - অসম্পন্ন
সম্বল - নিঃসম্বল
স্মৃতি - বিস্মৃতি
স্মরণ - বিস্মরণ
সরস - নীরস
সুশ্রী - বিশ্রী
সুলভ - দুর্লভ
সুষম - অসম
সুন্দর - অসুন্দর/ কুৎসিত
স্থাবর - অস্থাবর
সমষ্টি - ব্যষ্টি
সঞ্চয় - অপচয়
সরকারি - বেসরকারি
সহযোগী - প্রতিযোগী
স্পষ্ট - অস্পষ্ট
সজীব - নির্জিব
সংকোচন - প্রসারণ
সার - অসার
সাদৃশ্য - বৈসাদৃশ্য
সন্তুষ্ট - অসন্তুষ্ট
সুগম - দুর্গম
স্তুতি - নিন্দা
সূক্ষ - স্থুল
সংক্ষেপ - বাহুল্য
সাকার - নিরাকার
সুশৃঙ্খল - বিশৃঙ্খল
সুখী - অসুখী
সুবিধে - অসুবিধে
সম্ভব - অসম্ভব
সুখ - দুঃখ
সহিষ্ণুতা - অসহিষ্ণুতা
সুবুদ্ধি - কুবুদ্ধি
স্বাভাবিক - অস্বাভাবিক
স্বার্থ - পরার্থ
স্বাধীনতা - পরাধীনতা

(৫ম শ্রেণি বিপরীত শব্দ - হ)


হার - জিত
হাজির - গরহাজির
হ্রস্ব - দীর্ঘ


প্রাথমিক শিক্ষা সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য নিচের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।

পোস্টটি যে সম্পর্কেঃ 
পঞ্চম (৫ম) শ্রেণি বিপরীত শব্দ। সমাপনী বাংলা প্রস্তুতি। পঞ্চম শ্রেণি বাংলা প্রস্তুতি। সমাপনী বিপরীত শব্দ। class 5 opposite word suggestion pece bangla opposite word।

Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন