স্কুল reopen সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনা অনযায়ী ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রতিবেদন

প্রাথমিক বিদ্যালয়ের স্কুল reopen সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনা অনযায়ী ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রতিবেদন দেওয়ার কথা বরা হয়েছে ৮/০৯/২০২১ তারিখের মধ্যে।

স্কুল reopen সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনাঃ


# প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দীর্ঘ দেড় বছর স্কুল বন্ধ থাকার পর আগামী ১২/০৯/২১ থেকে কর্তৃপক্ষ স্কুলগুলো reopen করার সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন। 
স্কুলগুলো পূনরায় চালুর পূর্বপ্রস্ততি গ্রহণের জন‍্য নিম্নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হলো:

১। আগামী তিনদিনের মধ‍্যে আবশ‍্যিকভাবে স্কুলের আঙিনা, শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, টয়লেট/ওয়াশব্লক পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করতে হবে।
২। ভবনের ছাদ, টিনের চালা পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখতে হবে। স্কুলের কোথাও পানি জমে থাকলে তা দ্রুত নিষ্কাশনের ব‍্যবস্থা করতে হবে। 
৩। সুষ্ঠুভাবে শ্রেণি কার্যক্রম পরিচালনার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ সম্পন্ন করতে হবে।
৪। টিউবওয়েল/পানির লাইনে সমস‍্যা থাকলে তা অতি দ্রুত মেরামত করতে হবে।
৫। হাত ধোয়ার পর্যাপ্ত ব‍্যবস্থা নিশ্চিত করতে হবে।
৬। প্রয়োজনীয় স্বাস্থ‍্য সুরক্ষা সামগ্রী (হ‍্যান্ড স‍্যানিটাইজার, হ‍্যান্ডওয়াশ, সাবান, স‍্যাভলন/ডেটল, ব্লিচিং পাউডার ইত‍্যাদি) পর্যাপ্ত পরিমানে স্কুলে মজুদ রাখতে হবে।
৭। প্রত‍্যেক শিক্ষার্থীর জন‍্য দুইটি করে তিন স্তর বিশিষ্ট/কাপড়ের তৈরি মাস্ক (ধুয়ে পূনরায় ব‍্যবহারযোগ‍্য) প্রস্তুত রাখতে হবে।
৮। Infrared থার্মোমিটার কার্যকর আছে কিনা তা নিশ্চিত হতে হবে। সমস‍্যা থাকলে ঠিক করতে হবে/নতুন কিনতে হবে।
৯। স্কুলের ল‍্যাপটপ, প্রিন্টার, প্রজেক্টর, স্ক্রিন, সাউন্ড সিস্টেম ইত‍্যাদি সচল রাখতে হবে।
১০। প্রতিটি স্কুলের শতভাগ শিক্ষক/কর্মচারীর COVID-19 ভ‍্যাকসিন গ্রহণ নিশ্চিত করতে হবে। গুরুতর অসুস্থ, গর্ভবতী ও সন্তানকে স্তন‍্যদানকারী মায়েদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভ‍্যাকসিন গ্রহণের ব‍্যবস্থা নিতে হবে।
১১। স্কুল reopen সংক্রান্ত আপডেট তথ‍্য/নির্দেশনা সম্পর্কে সর্বদা জ্ঞাত থাকতে হবে এবং তদনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণ করতে হবে।
১২। স্কুলে অবস্থানকালীন প্রত‍্যেকটি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর যথাযথ স্বাস্থ‍্যবিধি অনুসরণ নিশ্চিত করতে হবে।
১৩। প্রদত্ত নির্দেশনাসমূহ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশার প্রতি মমত্ববোধ সৃষ্টির মাধ‍্যমে বাস্তবায়ন করতে হবে। নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরণের অবহেলা/শৈথিল‍্য পরিলক্ষিত হলে তজ্জন‍্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষক ব‍্যক্তিগতভাবে দায়ী থাকবেন। 

বিশেষ দ্রষ্টব‍্য: আগামী ০৮/০৯/২১ তারিখের মধ‍্যে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কার্যকর ব‍্যবস্থা গ্রহণপূর্বক আমার messenger এ প্রতিবেদন পাঠানোর জন‍্য বিশেষভাবে বলা হলো।

(সূত্র: ০৪/০৯/২১ তারিখে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় DG স‍্যারের প্রদত্ত নির্দেশনা)


স্কুল reopen সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনা অনযায়ী ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রতিবেদন

স্কুল reopen সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনা অনযায়ী ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রতিবেদন



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন