সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির বয়স, নীতিমালা, কাগজপত্রাদী ও বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদী ও বয়স হিসাব


অনেক অভিভাববক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের শিশুদের ভর্তি করাতে চান, কিন্তু কি কি কাগজপত্রাদী প্রয়োজন তা জানেন না। অথবা বিদ্যালয়ে ভর্তি করাতে গিয়ে কাগজপত্রাদী নিয়ে হয়রান হন তাদের সুবিধার্তে আমাদের আজকের আয়োজন। অনেকে প্রাথমিক বিদ্যালয়ে ভার্তির জন্য শিশুর বয়স নিয়ে চিন্তায় থাকেন। শিক্ষার্থীর বয়স কত হলে কোন শ্রেণিতে ভর্তি হতে সেটা জানতে নিচে লক্ষ করুন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদী

  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি (০১ কপি)।
  • শিক্ষার্থীর স্ট্যম্প সাইজের ছবি (০১ কপি)।
  • শিক্ষার্থীর জন্ম সনদের ফটোকপি (০১ টি )।
  • পিতা ও মাতার NID কার্ডের ফটোকপি (০১ সেট।
  • মায়ের অথবা বাবার নামে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর (০১টি)।
  • বাবা, মায়ের মোবইল না থাকলে অভিভাবকের NID ও এনআইডিতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল নম্বর (১টি)
  • মোবাইলে বিকাশ/নগদ অথবা যে কোনো মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলা থাকতে হবে।
  • অন্য বিদ্যালয় থেকে আসলে ছাড়পত্রের কপি।

আরো কিছু তখ্যের প্রয়োজন যা মুখে বলতে হবে

  • রক্তের গ্রুপ
  • ধর্ম
  • প্রাক-প্রাথমিক থেকে আগত কি না ?
  • পিতার ফোন নম্বর
  • পিতার শি: যোগ্যতা
  • পিতার পেশা
  • পিতার বার্ষিক আয়
  • মাতার শি: যোগ্যতা 
  • মাতার পেশা
  • মাতার বার্ষিক আয়
  • অন্য ক্যাচমেন্ট থেকে আগত কিনা? হলে এরিয়ার নাম, ক্যাচমেন্ট বিদ্যালয়, ক্যাচমেন্ট বিদ্যালয় কোড
  • পূর্বে অন্য কোন বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল কিনা? থাকলে বিদ্যালয়ের নাম, বিদ্যালয় কোড, শ্রেণী, রোল
  • বর্তমান ঠিকানাঃ ডাকঘর, পোস্টাল কোড, বিভাগ, জেলা, উপজেলা/ থানা, ইউনিয়ন/ ওয়ার্ড
  • স্থায়ী ঠিকানা
  • পরিবারের তথ্যঃ পরিবারের ধরন, পরিবারের বার্ষিক আয়, সদস্য সংখ্যা, ভাই/বোন সংখ্যা, পরিবারের জমির পরিমান ( শতাংশে )
  • অন্যান্য তথ্যঃ 
  • ভৌগলিক অবস্থান, সহপাঠ্যক্রমিক পারদর্শিতা, শিশু শ্রমের সাথে জড়িত কিনা, কেউ পড়ালেখায় সহায়তা করে কিনা , আর্থিক সহায়তা পায় কি?, কোন প্রতিবন্ধকতা আছে কিনা।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় বয়স হিসাব

  • প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য (৫+) ঃ যেমন ২০২৩ সালের জন্য সর্বশেষ জন্ম তারিখ ৩০/১২/২০১৭
  • ১ম শ্রেণির জন্য (৬+) ঃ যেমন ২০২৩ সালের জন্য সর্বশেষ জন্ম তারিখ ৩০/১২/২০১৬
  • ২য় শ্রেণির জন্য (৭+)ঃ যেমন ২০২৩ সালের জন্য সর্বশেষ জন্ম তারিখ ৩০/১২/২০১৫
  • ৩য় শ্রেণির জন্য (৮+) ঃ যেমন ২০২৩ সালের জন্য সর্বশেষ জন্ম তারিখ ৩০/১২/২০১৪
  • ৪র্থ শ্রেণির জন্য (৯+) ঃ যেমন ২০২৩ সালের জন্য সর্বশেষ জন্ম তারিখ ৩০/১২/২০১৩
  • ৫ম শ্রেণির জন্য (১০+) ঃ যেমন ২০২৩ সালের জন্য সর্বশেষ জন্ম তারিখ ৩০/১২/২০১২

বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন


প্রশ্নঃ বাংলাদেশের প্রাক প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত

উত্তরঃ ২০২৩ সালে ৩১২৮ টি বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণি ২ বছর মেয়াদের। অর্থাৎ ৪+ বয়স। অন্য বিদ্যালয় গুলো প্রাক প্রাথমিক শ্রেণি ১ বছর মেয়াদি। অর্থাৎ এই বিদ্যালয়গুলোতে ৫+ বয়সি শিক্ষার্থী ভর্তি করা হবে।

২ বছর মেয়াদি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের তালিকাঃ দেখুন 

3 মন্তব্যসমূহ

  1. ভাই ২০ বছর বয়সে কি ক্লাস থ্রিতে ভর্তি হওয়া যায় জানে আমাকে একটু জানাবেন

    উত্তরমুছুন
  2. অনলাইন জন্ম নিবন্ধন সনদ এর অনলাইন সার্টিফাই কপি দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা যাবে কি না প্রাক প্রাথমিক শ্রেণীতে 01791228580

    উত্তরমুছুন
  3. বয়স ১০ বছর।প্রাথমিক বিদ্যালয়ে ১ ম শ্রেণিতে কি ভর্তি হওয়া যাবে?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন