প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভার জন্য যে কাগজপত্র লাগবে

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভার জন্য যে কাগজপত্র লাগবে
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভার জন্য যে কাগজপত্র লাগবে


প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভার জন্য যারা ডাক পেয়েছেন এবং পাবেন তাদের জন্য আজকের পোস্টে আমরা জানাবো ভাইভার জন্য কী কী কাজগপত্র নিয়ে যেতে হবে। প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২২ সালে তিনটি ধাপে।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ১ম ধাপ, ২য় ধাপ ও ৩য় ধাপে পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছেন তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। পরীক্ষার্থীদের অনেকেই এবার হয়তো জীবনে ১ম ভাইভায় ডাক পেয়েছেন। তারা হয়তো জানেন না মৌখিক পরীক্ষার জন্য কী কী কাগজপত্র নিয়ে যেতে। চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভার জন্য যে কাগজপত্র লাগবে।

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ ভাইভার জন্য কাগজপত্র


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্রের তথ্য অনুযায়ী যে যে কাজগপত্রগুলো নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে সেগুলো হলো:-

  • আবেদনপত্রে আপলোডকৃত ছবি(২/৩কপি+সত্যায়িত)
  • এপ্লিকেন্ট কপি(অব্যশই পেইড লেখা থাকতে হবে)
  • লিখিত পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি(২টি সত্যায়িত)
  • নাগরিকত্ব সনদ ফটোকপি(২ কপি সত্যায়িত)
  • স্থায়ী বাসিন্দা স্বপক্ষে প্রত্যয়নপত্র(নাগরিকত্ব সনদের মতোই কিন্তু এটা ইউনিয়ন অফিস থেকে বিনামূল্য সংগ্রহ করবেন । ওরা কম্পিউটার থেকে বের দিবে। এতে আপনার নাম ও বাবার নাম থাকবে। চেয়ারম্যানের স্বাক্ষর থাকতে হবে)
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি(২ কপি সত্যায়িত)
  • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ফটোকপি(২ কপি করে সত্যায়িত )
  • শিক্ষা অফিস থেকে দেওয়া তারিখের মধ্যেই জমা দিতে হবে কিন্তু আপনি চেষ্ট করবেন ৪-৫দিন আগে জমা দিতে কারণ শেষ সময়ে ভিড়ের চাপে জ্ঞান হারাতে পারেন। আর জমা দেওয়ার সময় ছোট স্ট্যাপলার সাথে নিতে পারেন কারণ ওখানে নয়তো স্ট্যাপলার খোঁজতে হবে)
  • পোষ্য সনদ( যাদের জন্য প্রযোজ্য তাদের লাগবেই)
  • জেলা প্রাথমিক অফিস থেকে ২টি ফর্ম নিতে হবে। অনেকেই ২টি ফর্ম ১০৳ করে বিক্রি করে। সহজেই পেয়ে যাবেন।যদিও বিনামূল্যে দেওয়ার কথা।
  • নিজে জমা দিতে হবে কারণ আপনার স্বাক্ষর লাগবে এবং আপনাকে এক কপি প্রাপ্তিস্বীকারপত্র দিবে। আপনি কত নম্বরে জমা দিলেন ওখানে সিরিয়ালে থাকবে। 
  • কাগজপত্রদানের সময় মূল সনদপত্র না নিলেও সমস্যা নেই। আমরা নিয়েছি ঠিকই কিন্তু দেখেনি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষার সময় যে কাগজপত্র সাথে নিবেন

  • সকল সনদপত্র (মুল কপি)
  • প্রাপ্তি স্বীকারপত্র
  • অন্যান্য কাগজপত্রের মূল কপি
আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন