অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম

অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম
অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম


বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা অনেকেই অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে জানেন না। কিন্তু সবার জানা উচিত কিভাবে জিপিএফ হিসাব করা হয়। অধিকাংশ সরকারি চাকরিজীবীরা তাদের ব্যক্তিগত জিপিএফ তথ্য জানার জন্য জেলা সিজিএ অফিসে যোগাযোগ করেন। সেখানে অনেক ভোগান্তির শিকার হন। 

জিপিএফ ব্যালেন্স চেক

জেলা সিজিএ অসিফগুলোতে কথা শোনার লোক পাওয়া যায়না তারা টাকা ছাড়া কথা বলতে চাননা। তাই অনেকে সেখানে যেতেও ভয় পান।

কিন্তু সবার জানা উচিত যে খুব সহজে অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করা যায়। আমরা আজ শুধু জিপিএফ স্লিপ বের করার নিয়ম ই দেখবো না বরং জিপিএফ সম্পর্কিত বিস্তারিত জানবো।

অনলাইনে জিপিএফ হিসাব দেখার নিয়ম

অনলাইন জি পি এফ হিসাব দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

ধাপ-১: প্রথমে http://www.cafopfm.gov.bd/ সাইটে প্রবেশ করুন।

ধাপ-২: কম্পিউটারে নিচের চিত্রে মত দেখবোন। মোবাইলেও একটু নিচে নামালে নিচের চিত্রের মত দেখবেন। এখানে থেকে gpf information অংশের Click Here বাটনে ক্লিক করুন।

জিপিএফ ব্যালেন্স চেক

ধাপ-৩: এরপর একটি ফর্ম পাবেন যেখানে NID, Phone number, ও Fiscal year দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত


ধাপ-৪: এরপর আপনার আইবাস ++ জিপিএফ এ দেওয়া মোবাইল নম্বরে একটি OTP যাবে। যেটা নিচের চিত্রের মত ঘরে বসান।

জিপিএফ তথ্য

ধাপ-৫: OTP দিয়ে সাবমিট দেওয়ার পর আপনার জিপিএফ ইনফর্মেশন দেখাবে। আপনি ইচ্ছা করলে সেটা প্রিন্ট করতে পারবেন।

gpf balance check bd 2022

উপরের নিয়মগুলো অনুসরণ করে আপনারা আপনাদের ibas ++ জিপিএফ এ থাকা তথ্যগুলো দেখতে পাবেন।

এভাবে অনলাইনে জিপিএফ ব্যালেন্স চেক করার সাথে সাথে আপনারা প্রতি বছর এটি প্রিন্ট করে রেখে দিতে পারেন যা আপনাদের ibas ++ জিপিএফ স্লিপ হিসেবে কাজে লাগবে। এটি রেখে দেওয়া গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় কর্মচারীদের জিপিএফ স্লিপ চাওয়া হয় বিভিন্ন কাজে। কখন আপনার এই জিপিএফ একাউন্ট স্লিপ কাজে লাগবে।

আবার আপনাদের মনে রাখতে হবে অনেকে এটাকে জিপিএফ স্টেটমেন্ট বা জিপিএফ বিবৃতি হিসেবে জানে।

জিপিএফ সম্পর্কিত আরো কিছু জানতে নিচের পোস্টগুলো পড়তে পারেন।

  • জিপিএফ ক্যালকুলেটর
  • জিপিএফ এর সুবিধা
  • জিপিএফ হিসাব বের করার নিয়ম
  • জিপিএফ হিসাব খোলার আবেদন ফরম
  • জিপিএফ ও সিপিএফ এর পার্থক্য
  • জিপিএফ চুড়ান্ত উত্তোলন ফরম ৬৬৩
  • জিপিএফ এর টাকা কি হালাল
  • জিপিএফ লোনের হিসাব
  • জিপিএফ এর সুদ নির্ণয়
  • জিপিএফ কর্তনের হার
  • জিপিএফ এর নমিনি পরিবর্তন
  • জিপিএফ অগ্রিম উত্তোলন আবেদন
  • জিপিএফ বিধিমালা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন