প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাগণের বিদ্যালয়সমূহের সার্বিক অবস্থা সম্পর্কে মতামত ও সুপারিশসমূহ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাগণের বিদ্যালয়সমূহের সার্বিক অবস্থা সম্পর্কে মতামত ও সুপারিশসমূহ


উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানালো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এর লিখিত পরীক্ষা চলাকালে এ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের নির্দেশে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তর/সংস্থা সমূহের কর্মকর্তাগণ বিভিন্ন জেলার বেশ কিছু সংখাক সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উক্ত কর্মকর্তাগণ তাদের পরিদর্শন প্রতিবেদনে পরিদর্শনকৃত বিদ্যালয়সমূহের সার্বিক অবস্থা সম্পর্কে মন্তব্য/ মতামত/সুপারিশ তুলে ধরেছেন। যা নিচে দেওয়া হলো।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাগণের মতামত ও সুপারিশসমূহ

  • ১) ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছার কম-উপস্থিতির হার বৃদ্ধি নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহন করা প্রয়োজন ।এর জন্য জেলা ভিপিইও,ইউইও ও এইউওদের তদারকি জোরদার করতে হবে;
  • ২) এসএমসি এবং পিটিএ কমিটির সভায় উপস্থিতি হার বৃদ্ধিসহ শিক্ষক ঘাটতি নিয়ে আলোচনা করতে হবে:
  • ৩) যে, সকল বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী কম কিন্তু শিক্ষক বেশি সেখান থেকে যে সকল কুলে ছাত্র-ছাত্রী সংখ্যা বেশি সেখানে সমন্বয় বদলী করতে হবে;
  • ৪) শিশু জরিপের তথ্য ব্যবহার করে ছাত্র ভর্তির কৌশল নির্ধারণ করতে হবে;
  • 8) শিক্ষকদের যাতে ফলপ্রসু হোস ভিজিট করে তা নিশ্চিত করতে হবে;
  • ৬) বিদালগুলোতে এক শিফট চালু করার বিষয়াটি পর্যালোচনা করে বাবস্থা নিতে হবে;
  • ৭) বিদ্যালয় পর্যায়ে বরাদ্দকৃত স্লিপ ফান্ড, ওয়াশ ব্লক, প্রাক-প্রাথমিক, ক্ষুদ্র মেরামতসহ অন্যান্য বরাদ্দকৃত অর্থ জুন মাসের পূর্কে ব্যায় হয় না। জুনের জন্য অপেক্ষা করলে এ জর্থ সঠিকভাবে ব্যবহার না হওয়ার সম্ভবন রয়েছে। জুন পর্যন্ত অপেক্ষা না করে সাযরা বছর ধরে ব্যয় করার ব্যবস্থা করতে হবে।
  • ৮) যে, সকল স্কুলে শিক্ষাথী সংখ্যা কম সে সকল স্কুল অচিরেই পাশ্ববর্তী কোন স্কুলের সাথে একীভূত করতে হবে;
  • ৯) ডিজিটাল কনটেন্ট/ডিভাইস বাবহাযর করা জরুরী।
  • ১০) পরিদর্শনের বিষয়টি জবাৰ দিহিতা না থাকায় মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হচ্ছে না পরিদর্শনের বিষয়টি জবানদিতিহার আওতায় নিয়ে আনতে হবে;
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাগণের বিদ্যালয়সমূহের সার্বিক অবস্থা সম্পর্কে মতামত ও সুপারিশসমূহ









একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন