৫ম শ্রেণির ইসলাম শিক্ষা কাঠামোবদ্ধ প্রশ্ন ২০২১ (সমাপনী ইসলাম সাজেশন)

৫ম শ্রেণির ইসলাম শিক্ষা কাঠামোবদ্ধ প্রশ্ন ২০২১ (সমাপনী ইসলাম সাজেশন)


তোমরা যারা ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা কাঠামোবদ্ধ প্রশ্ন ২০২১ খুজছিলে তাদের জন্য নিয়ে আসা হল  সমাপনী ইসলাম সাজেশন ২০২১। আপনারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার সকল সাজেশন এই সাইটে পয়েছেন। এবং আলহামদুলিল্লাহ সকল পরীক্ষার সাজেশন ৮০% কমন  এসেছে। আশা করছি সমাপনী ইসলাম সাজেশন ও এরকম কমন আসবে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য কোন নির্দিষ্ট এলাকার জন্য কোন নির্দিষ্ট বোর্ড না থাকায় বিভিন্ন সেট কোডে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাপনী ইসলাম সাজেশন সকল বোর্ড বা  সেট কোডের জন্য একটি সমন্মিত সাজেশন তৈরি করা হয়েছে। নিচে সাজেশন টি দেওয়া হল।

{tocify} $title={Table of Contents}

৫ম শ্রেণির ইসলাম শিক্ষা বই সম্পূর্ণ পড়ার পর তোমরা এই প্রশ্নগুলো অনশীলন করতে পারো। ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা প্রশ্ন গুলোর উত্তর তোমরা ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা গাইড থেকে পেয়ে যাবে। তবে তোমরা যদি কিছু প্রশ্নের উত্তর না পাও তবে আমাদের কমেন্ট করে জানাবে। আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো।

৫ম শ্রেণির ইসলাম শিক্ষা কাঠামোবদ্ধ প্রশ্ন ২০২১


৫ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ১ম অধ্যায় সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্নগুলো নিচে দেওয়া হলো। পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা সকল অধ্যায় কাঠামোবদ্ধ প্রশ্ন নিম্নে দেওয়া হলে।

৫ম শ্রেণি ইসলাম অধ্যায় ১ আকাইদি- বিশ্বাস

ক. মুমিন কাকে বলে? ইমানের ফল ৪টি বাক্যে লেখ।
খ. আখিরাত জীবনের ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় লেখ।
গ. সারা বিশ্বের পালনকর্তা কে? তার লালন-পালনের সম্পর্কে ৫টি বাক্য লেখ। (সমাপনী ২০১৮)
ঘ. আল্লাহ ক্ষমাশীল তা ৬টি বাক্যে লেখ।
ঙ. রিসালাত কী? নবি-রাসুলগণের শিক্ষা অনুসরণে তুমি কর এমন চারটি কাজ লেখ। (সমাপনী ২০১৮)
চ. একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত এ সম্পর্কে ৬টি বাক্য লেখ।
ছ. আখিরাত কী? আখিরাতের যে বিষয়গুলোর ওপর ইমান আনা জরুরি সে সম্পর্কে চারটি বাক্য লেখ। (সমাপনী ২০১৯)
$ads={1}
জ. আমলনামা লিপিবদ্ধকারীর নাম কী? আমরা আখিরাতে বিশ্বাস স্থাপন করবকেন সে সম্পর্কে চারটি বাক্য লেখ। (সমাপনী ২০১৮)
ঝ. কার কোনো শরিক নেই? আল্লাহ তায়ালার চারটি গুণবাচক নাম অর্থসহ বাংলায় লেখ।
ঞ. আল্লাহ গাফুরুন অর্থ কী? আল্লাহ  তায়ালার পরিচয় সম্পর্কে চারটি বাক্য লেখ। (সমাপনী ২০১৮)
ট. পানির অপর নাম কী? আল্লাহ  তায়ালার সৃষ্টি সম্পর্কে চারটি বাক্য লেখ। (সমাপনী ২০১৮)
ঠ. নবি-রাসুল কারা? নবি-রাসুলগণের শিক্ষর মূল  কথা গুলো কী কী?  (সমাপনী ২০১৯)
ড. কিয়ামতের ভয়াবহতা জেনে তুমি কোন কাজগুলো থেকে বিরত থাকবে? ৫টি বাক্যে লেখ। (সমাপনী ২০১৭)
ঢ. ইমান কাকে বলে? ইমানের জন্য কী প্রয়োজন? আল্লাহর অস্তিত্বের চারটি নিদর্শন লেখ। (সমাপনী ২০১৯)
ণ. মুমিন কাকে বলে? একজন মুমিনের চরিত্র কেমন হওয়া উচিত? এ সম্পর্কে চারটি বাক্য লেখ।
ত. আল্লাহর গুণবাচক নামমসূকে কী বলে? আল্লাহ তায়ালার নিদর্শন সম্পর্কে চারটি বাক্য লিখ। (সমাপনী ২০১৯)
থ. কাদিরুন শব্দের অর্থ কী? আল্লাহ কাদিরুন- এ সম্পর্কে চারটি বাক্য লেখ। (সমাপনী ২০১৯)
দ. আখিরাত কাকে বলে?  ইহার ওপরে ইমান আনা জরুরি কেন তার একটি কারণ লেখ। আখিরাতে শান্তি পেতে তোমার করণীয় চারটি বাক্য লেখ।


৫ম শ্রেণি ইসলাম অধ্যায় ২ ইবাদত

ক. মসজিদ কার ঘর? তুমি মসজিদ থাকা অবস্থায় যে সকল আদব মেনে চল সে সম্পর্কে চারটি বাক্য লেখ।
খ. সালাতের ৬টি গুরুত্ব লেখ।
গ. পাঁচ ওয়াক্ত সালাতের নাম লেখ।  যে কোনো দুই ওয়াক্ত সালাতের সময় বর্ননা কর।
ঘ. সাওমের গুরুত্ব ও তাৎপর্য ৬ টি বাক্যে লেখ।
ঙ. সমজিদ শব্দের অর্থ কী? সারা বিশ্বের মুসলমানদের কাছে সম্মানিত দুটি সমজিদের নাম ও অবস্থান লেখ।
চ. সালাতের আরকান কী? তুমি সালাত আদায় কর এমন ৪টি আরকান লেখ।
ছ. সাহু সিজদাহ কী? সাহু সিজদাহ কেন করবে? সাহু সিজদাহ করার নিয়ম দুটি  বাক্যে লেখ।
জ. পরিচ্ছন্নতা কাকে বলে? তুমি প্রতিদিন কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাক এ সম্পর্কে চারটি বাক্য লেখ।
ঝ. যাকাত কীভাবে ধনী গরিবের মধ্যে সেতুব্ন্ধন সৃষ্টি করে? ৫টি বাক্যে লেখ।
ঞ. রোজা রাখলে কী উপকার হয় ৬টি বাক্যে লেখ।
ট. ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার গুরুত্ব ৬টি বাক্যে লেখ।
ঠ. বিভিন্ন ধর্ম ও ধর্মাবল্বীদের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম যে নীতিমালা আছে তার একটি সংক্ষিপাত তালিকা তৈরি কর।
$ads={1}
ড. যাকাতের তাৎপর্য ও শিক্ষা ৬ টি বাক্যে লেখ।
ঢ. যাকাতের মাসারিফ কয়টি ও কী কী বর্ণনা কর?
ণ. কুরবনি অর্থ কী? তাদের জন্য কুরবানি করা ওয়াজিব? কুরবানির চারটি শিক্ষা লেখ।
ত. তুমি অন্য ধর্মাবম্বীদের সাথে কীরুপ আচরণ কর তা ৬টি বাক্যে লেখ।
থ. সালাতের ফজিলত ও শিক্ষা বর্ণনা কর।
দ. যাকাত অর্থ কী? যাকাত আদায়ের উপকারিতা সম্পর্কে ৪টি বাক্য লেখ।
ধ. কোন নবীর মাধ্যমে কুরবানির প্রচলন হয়? তাঁর সম্পর্কে ৫টি বাক্য লেখ।

৫ম শ্রেণি ইসলাম অধ্যায় ৩ আখলাক ও চরিত্র ও নৈতিক মূল্যবোধ

ক. আখলাক কী? আখলাক ভালো করতে তুমি কার এমন চারটি কাজ লেখ।
খ. সৃষ্টির সেবা কী? সৃষ্টির সেবার চারটি উপকারিতা লেখ।
গ. প্রতিবেশীর সাথে তুমি কেমন আচরণ করবে? তাদের সাথে কর এমন চারটি ভালো কাজ লেখ।
ঘ. ক্ষমাশীল ব্যক্তি কে? ক্ষমার গুরুত্ব সম্পর্কে চারটি বাক্য লেখ।
ঙ. মন্দ কাজ কী? তুমি মন্দ কাজ থেকে কীভাবে বিরত থাকবে সে সম্পর্কে চারটি বাক্য লেখ।
চ. তোমার পিতামাতার সহিত সস্ব্যবহার কর- কথাটি কে বলেছেন? তুমি কীভাবে পিতামাতা র খেদমত কর এ সম্পর্কে ৫টি বাক্য লেখ।
$ads={2}
ছ. কীভাবে মহানবি (স) শ্রমের মর্যাদা দিতেন ? ৬টি বাক্যে লেখ।
জ.কোন উপার্জন উত্তম? তুমি বাসায় কর এমন পাঁচটি কাজ লেখ।
ঝ. পরিবেশ সংরক্ষণে তোমর  একটি দায়িত্ব লেখ। বন্যার সময় তোমর করণীয় সম্পর্কে চারটি বাক্য লেখ।
ঞ. কী কী উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায়।
ট. সদাচর কী? সকলের ঘৃণা হতে রক্ষা পেতে তুমি কী কর চারটি বাক্যে লেখ।
ঠ. সহপাঠীদের মধ্যে ভেদাভেদ করা উচিত নয় কেন? সহপাঠীদের সাথে কেমন আচরণ করবে সে সম্পর্কে ৪টি বাক্য লেখ।
ড. সৃষ্টির সেবা কী? সৃষ্টির সেবা করার ৪টি উপায় লেখ।
ঢ. আমরা পিতামাতার খেদমত করবো কেন ৬টি বাক্যে লেখ।
ণ. প্রাকৃতিক দুরযোগের হাত থেকে বাঁচার জন্য আমরা কী কী অবলম্বণ করব? ৬টি বাক্যে লেখ।
ত. মহানবী (স) চাকরদের সম্পর্কে কী বলেছেন?
থ. তুমি তোমার বিদ্যালয়ে কীভাবে সহনশীলতা প্রদর্শন করবে? ৬টি বাক্যে লেখ।



৫ম শ্রেণি ইসলাম অধ্যায় ৪ কুরআন মজিদ শিক্ষা

ক. সর্বশেষ আসমানি কিতাবের নাম কী?  এ কিতাব তিলাওয়াত করলে কী কী জানতে পাবে ৫টি বাক্যে লেখ।
খ. তাজবিদ কী? মাখরাজের চারটি ব্যবহার লেখ।
গ. মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যে কোনো দুটি মাখরোজের নাম লেখ।
ঘ. সূরা কাফিরুন  এর অর্থ লেখ।
ঙ. ওয়াকফ কাকে বলে? এর উদ্দেশ্য কী? সর্বপ্রথম কে  এই চিহ্নগুলো ব্যবহার করেন?
চ. সূরা ফীল এর অর্থ লেখ।
ছ. সূরা কুরাইশের বাংলা অর্থ লেখ।   

৫ম শ্রেণি ইসলাম অধ্যায় ৫ মহানবি (স) এর জীবনাদর্শ ও অন্যান্য  নবিগণের পরিচয়

ক. হযরত ঈসা (আ) কে আল্লাহ আসমানে তুলে নিলেন কেন? তার তিনটি অলৌকিক ক্ষমতা লেখ।
খ. শান্তি সংঘ কে প্রতিষ্ঠা করেন? শান্তি সংঘের ৫টি উদ্দেশ্য লেখ।
গ. আজাজিল জিন কেমন ছিলেন? হযরত আদম (আ) এর জীবনাদর্শ থেকে তুমি কি শিক্ষা গ্রহণ করবে ৫টি বাক্যে লেখ।
ঘ. হযারত সুলায়মান (আ) এর সুবিচারের কাহিনী ৬টি বাক্যে লেখ।
ঙ. হযরত দাউদ (আ) এর ন্যায়পরায়ণতা ও সুশাসন সম্পর্কে ৬টি বাক্য লেখ।
চ. মদিনা সনদ কী? মদিনা সনদের ৫টি ধারা লেখ।
$ads={2}
ছ. মহানবী (স) জন্মের সময় আরবের অব্স্থা কেমন ছিল ৬টি বাক্যে লেখ।
জ. হযরত মুহাম্মদ (স) হিলফূল ফুযুল গঠন করেছিলেন কেন? এ সংঘ প্রতিষ্ঠর চারটি উদ্দেশ্য লেখ।
ঝ. খলিলুল্লাহ কার উপাধি? হযরত ইবরাহিম (আ) সম্পর্কে ৪টি বাক্য লেখ।
ঞ. মানবজাতির আদর্শ কে? তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে তোমার করণীয় চারটি কাজ লেখ।
ট. বদর যুদ্ধের ৬টি ফলাফল উল্লেখ কর।
ঠ. কুরআন মাজিদে উল্লিখিত ৬ জন নবির নাম লেখ।
ড. কোন নবীর মাধ্যমে কুরবাণির প্রচলন হয়? তাঁর সম্পর্কে ৪টি বাক্য লেখ।
ঢ. কোন যুগকে আইয়ামে জাহিলিয়া বলা হয়? ঐ যুগের ৪টি মন্দ কাজ উল্লেখ কর।
ণ. বিদায় হজে মহানবি (স) যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লেখ।
ত. হযরত নূহ (আ) কত দিন আল্লাহর দীনের দাওয়াত দেন? তাঁ সময় আল্লাহর গজবের ৪টি কারণ লেখ।
থ. হযরত ইবরাহিম (আ) এর জন্মস্থান কোথায়? তাঁর আদর্শ অনুসরণে তুমি যা কর ৪টি বাক্যে লেখ।
দ. হযরত ঈসা (আ) এর মোজেযা ৬টি বাক্যে লেখ।

আরো পড়ুনঃ 
  • ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা শূন্যস্থান পূরণ।
  • ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত প্রশ্ন।
  • ৫ম শ্রেণির ইসলাম শিক্ষা মিলকরণ প্রশ্ন।

সমাপনী ইসলাম সাজেশন ২০১৯ থেকে ১০০% কমন আসবে ইন শাহ আল্লাহ।
গণিতের সর্বশেষ সাজেশন পেতে এই সাইটে রোখ রাখুন ফেজবুক পেজে লাইক দিয়ে।
আমাদের ফেজবুক পেজের ঠিকানা হলো

BD Primary

অথবা, সাইটের মধ্যেই ফেজবুক পেজের লিংক আছে ওখানে শুধু লাইক দিলেই হবে।
আরো পোস্ট পড়তে নিচের লিংকগুলোর দিকে লক্ষ করুন।

আপনার দিনটি ভালো যাক

4 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন