সমাপনী বিজ্ঞান প্রশ্ন সমাধান




সমাপনী বিজ্ঞান প্রশ্ন সমাধান

আজ অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক শিক্ষা সমাপনী প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। এই পরীক্ষায় বিজ্ঞান প্রশ্ন বরাবরের মতই অনেকটা সহজ হয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে যে ভীতি আছে সেই ভীতি কাটিয়ে তারা পরীক্ষা ভালোই দিয়েছে। পরীক্ষার প্রশ্ন পেয়েই শিক্ষার্থীরা আনন্দিত হয়ে যায়। আমার কাছে যে প্রশ্নটি পৌছেছে সেটার সেট কোড অনুযায়ী উত্তর করা হল। আপনাদের অন্য কোন সেট কোডের উত্তর লাগলে সেই সেট কোডের একটি ছবি তুলে কমেন্ট করলে আমি তার উত্তর করে দিব

আগামীকাল অনুষ্ঠিত হবে সমাপনী ধর্ম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষার সাজেশন দেখতে নিচের লিংক এ প্রবেশ করুন
সমাপনী ইসলাম সাজেশন ২০১৯

সেট কোড: ৪৪৫
১। ক) অনেকগুলো খাদ্য শৃঙ্খল মিলে খাদ্যজাল তৈরি হয়। পরিবেশে এটাই খাদ্যজাল নামে পরিচিত।
খ) সবুজ ঘাস-->ঘাসফাড়িং--> ব্যাঙ--> সাপ
গ) কাজ শেষে বৈদুৎতিক বাতি নিভিয়ে রেখে বিদুৎ অপচয় রোধ করে পরিবেশ সংরক্ষণ করতে পারি।
ঘ) ১. ফিটকিরি ২. ব্লিচিং পাউডার
ঙ) ১. জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাবো। ২. গাড়ি ব্যবহারের পরিবর্তে হাটবো বা সাইকেল ব্যবহার করবো।
চ) খালি চোখে দেখা যায় না এমন সুক্ষ কণাই পরমাণু।
ছ) ১. সহজেই রোগে আক্রান্ত হবে। ২. স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্থ হবে।
জ) পর্যাপ্ত বিশ্রাম সহ পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে।
ঝ) ২৩ ঘণ্টা ৫৬ মিনিট।
ঞ) জলীয় বাষ্পের ক্ষমতা ব্যবহার সম্প র্কিত জ্ঞান হলো বিজ্ঞান এবং জাহাজ হলো প্রযুক্তি।
ট) ১. সমুদ্র উপকুলের অনেক মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে। ২. মাছ ধরার ট্রলার ও জাহাজগুলো নিরাপদ থাকবে।
ঠ) স্থলভাগ অন্ত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয়।
ড) সমুদ্রের পানির উষ্ণতা ও উচ্চতা বৃদ্ধি পাবে।
ঢ) অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ একবার নিঃশেষ হযে গেলে হাজার হাজার বছরেও তা ফিরে পাওয়া সম্ভব নয়।
ণ) জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বাড়বে।

২। ক) শক্তি
খ) শিল্পায়ন
গ) পরিপাকে
ঘ) মলমূত্র
ঙ) বিদুৎ
চ) সুষম
ছ) স্বরের
জ) আলোকিত
ঝ) জৈব প্রযুক্তি
ঞ) সংগ্রহ
ট) হালকা
ঠ) গড়
ড) সীমিত
ঢ) সমস্যা

৩। ক---২(সার্চ ইন্জিন
খ---- ১ ( তথ্য সংরক্ষণ প্রযুক্তি
গ---- ৪ ( ফেসবুক টুইটার)
ঘ---- ৩ ( অপরিসীম)
ঙ---- ৬ (খুদেবার্তা)

৪। ক) বেঁচে থাকার জন্য মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর নাম হল মাটি, পানি, বায়ু। জীব কীভবে জড়ের উপর নির্ভরশীল তা নিচে তিনটি বাক্যে দেওয়া হল।

  • জীব বসবাস ও চলাফেরার জন্য মাটির উপর নির্ভরশীল।
  • জীব তাঁর জীবন বাঁচানোর জন্য পানির উপর নির্ভরশীল।
  • জীব বায়ূ ব্যবহার করে তার শ্বাস প্রশ্বাস চালিয়ে থাকে।


খ) উচ্চ শব্দ ও কলকারখানার যন্ত্রপাতির উচ্চ স্বরের কারণে  যে দূষণ হয় তাকে শব্দ দূষণ বলে। শব্দ দূষণের চারটি ক্ষতিকর প্রভাব নিচে দেওয়া হল

  • শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে।
  • মেজাজ খিটখিটে হতে পারে।
  • ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
  • কর্মক্ষমতা হ্রাস পেতে পারে।


গ) পানি দূষণের চারটি ক্ষতিকর প্রভাব হলো

  • চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে
  • থালাবাসন ধোয়ার সমস্যা হয়।
  • পানিবাহিত রোগ কলেরা, আমাশয়, ডায়রিয়া হতে পারে।
  • গোসল করতে সমস্যা হতে পারে।

কৃষি কাজে ব্যবহৃত বস্তু হতে সৃষ্ট পানি দূষণ রোধে দুটি করণীয়

  • কৃষি জামিতে কীটনাশকের ব্যবহার কমাতে হবে।
  • কৃষি জমিতে সারের ব্যবহার বন্ধ করতে হবে।


ঘ)  বায়ু প্রবাহের চারটি ব্যবহার নিচে দেওয়া হল

  • চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদুৎ উৎপাদন করা হয়।
  • শরীর ঠাণ্ডা রাখতে বায়ু ব্যবাহর করা হয়।
  • পাল তোলা নৌকায় বায়ু প্রবাহের ব্যবহার হয়।
  • ভেজা বস্তু দ্রুত শোকাতে বায়ু প্রবাহের ব্যবহর হয়।

দূষিত বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ সম্পর্কে দুটি বাক্য নিচে দেওয়া হল।

  • মানুষের ফুসফুসের ক্যান্সার হতে পারে।
  • মানুষের শ্বাসজনিত রোগ, হৃদরোগ হতে পারে।


ঙ) শক্তির দুটি উৎসের নাম হলো কয়লা, তেল।
শক্তি অপচয় কিভাবে রোধ করবো তা নিচে চারটি বাক্যে দেওয়া হল।

  • ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং যন্ত্রপাতিসমূহ বন্ধ রাখবো।
  • প্রয়োজনের অতিরিক্ত সময় ধরে ফ্রিজের দরজা খোলা রাখবো না।
  • বাড়িতে ছায়ার ব্যবস্থা করার জন্য গাছ লাগাবো।
  • বাতি না জ্বালিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করবো।


চ)  বয়স ও কাজ অনুযায়ী পরিমিত খাদ্য গ্রহণের তিনটি গুরুত্ব হলো

  • পরিমিত পুষ্টি গ্রহণ না করলে শরীর দুর্বল হয়ে পড়ে।
  • পরিমিত খাদ্য না গ্রহণ করলে সহজেই শরীর রোগে আক্রান্ত হয়ে যায়।
  • শরীরের কর্মদক্ষতা হ্রাস পায়।

প্রয়োজনের তুলনায় কম খাওয়ার তিনটি ক্ষতিকর দিক হলো।

  • শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।
  • শিশুর স্বাভাকি বিকাশ ব্যহত হতে পারে। 
  • ওজন কমে যেতে পারে।


ছ। দুটি সংক্রামক রোগের নাম হলো- ডায়রিয়া, কলেরা। কৌটা, পরিত্যক্ত টায়ার ও ফুলের টব পরিষ্কার রাখা প্রয়োজন কারণ- জমে থাকা পানিতে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগের বাহক মশা ডিম পাড়ে। এবং সংক্রামক রোগের জীবাণুর বিস্তার করে। সংক্রামক রোগ পতিরোধে আমার দুটি করণীয় নিচে দেওয়া হলো

  • পর্যাপ্ত বিশ্রাম নিবো
  • পুষ্টিকর খাবার খাবো।


জ) পৃথিবীর গতির ধরনগুলো হলো- আহ্নিক গতি, বার্ষিক গতি। ঋতু পরিবর্ততের দুটি কারণ:

  • পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণনের কারণে ঋতু পরিবর্তন হয়।
  • পৃথিবী সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়।


ঝ) দ্রুত যোগাযোগের জন্য ব্যবহৃত দুটি প্রযুক্তির নাম হলো- গাড়ি, মোবাইল। অতিরিক্ত টেলিভিশন দেখার চারটি ক্ষতিকর প্রভাব নিচে দেওয়া হলো:

  • চোখের ক্ষতি হতে  পারে।
  • নিয়মিত খেলাধুলায় বাধা সৃষ্টি করে।
  • ব্যায়াম করা থেকে আমাদের বিরত রাখে। 
  • মুক্তচিন্তার পথে বাধার সৃষ্টি করে।


ঞ) দুটি নবায়নযোগ্য সম্পদের নাম হলো: সূর্যের আলো, বায়ুপ্রবাহ। প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ব্যবহারে আমাদের চারটি করণীয় হলো:

  • শক্তির ব্যবহার কমাতে হবে। 
  • বস্তুর পুরর্ব্যবহার করতে হবে।
  • রিসাইকেল করে ব্যবহার করতে হবে।
  • নবায়নযোগ্য সম্পদের ব্যবহার বেশি করতে হবে।

সমাপনী বিজ্ঞান প্রশ্ন সমাধান

সমাপনী বিজ্ঞান প্রশ্ন সমাধান

আগামীকাল অনুষ্ঠিত হবে সমাপনী ধর্ম ও নৈতিক শিক্ষা। ইসলাম ও নৈতিক শিক্ষার সাজেশন দেখতে নিচের লিংক এ প্রবেশ করুন
সমাপনী ইসলাম সাজেশন ২০১৯

সমাপনীর সকল সাজেশন পেতে এই সাইটের সাথেই থাকুন।
আপনার আমাদের ফেসবুজ পেজে

BD Primary লাইক  শেয়ার দিয়ে সাথে থাকুন।
কোন কিছু সাজেস্ট করতে চাইলে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন