পিইসিই বাংলা সাজেশন ২০১৯ (pece bangla suggestion 2019)


পিইসিই বাংলা সাজেশন ২০১৯


প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই থেকে) পড়ে ১ থেকে ২ ক্রমিক পর্যন্ত উত্তর
 ১। জগদীশচন্দ্র এক বছর ডাক্তারি------ ডিএসসি ডিগ্রি প্রদান করে।
২। একুশে ফেব্রুয়ারি ভাষা শহিদদের ---- ঋন শোধ করা সম্ভব হবে।
৩। আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে---এটাই বাংলাদেশের গৌরব।
৪। একই দেশ অথচ কত বৈচিত্র্য ---- গড়ে তুললে এই দেশ।
৫। গ্রামের নাম আনন্দপুর ---- যে কোনো জিনিসই তো সুন্দর।

প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই বহির্ভূত) পড়ে ৩ থেকে ৪ ক্রমিক পর্যন্ত উত্তর
১। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের --- আমাদের মাঝে প্রেরণা যোগায়।
২। কুসূমপুর গ্রাম ঐ গ্রামে বাস --- বাব মা খুবই আনন্দিত হলেন।
৩। যানজট বর্তমানে ঢাকা বাসীর জীবনে --- অনেকটা সুরাহা করা সম্ভব হবে।
৪। নিঝুমবনে থাকতো এক সাদা হাতি--- তার কৃতকর্মের সাজা পেল।
৫। দুই বন্ধুর গলায় গলায় ভাব --- সাথে বেড়াতে বেরিও না।

ক্রিয়াপদের চলিতরুপ টেস্টপেপারস থেকে পড়তে হবে।

যুক্ত বর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ
 ক্ষ, ত্ম, স্ব, ঞ্চ, ষ্ঠ,  ঞ্জ, গ্ধ, স্থ, ন্ত, দ্ধ, জ্ঞ, স্ত, ঙ্গ, স্ক, ল্প, শ্ব, ঙ্ক, ম্ব, দ্ম, হ্ম, হ্ন, ণ্ড, ষ্ণ,

বিরাম চিহ্ন
১। মামাকে জিজ্ঞেস করলাম এটা কিসের হাঁড়ি মামা বললেন এটা শখের হাঁড়ি শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি
২। সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কী সুন্দর সবুজ বন ঝোপঝাড় আ দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকত লোকলয়ে আর পশুরা জঙ্গলে
৩। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তার বুঝতে পারে  যে তাদের পরাজয় অবধারিত তখন তারা এদেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয় তারা জানে এদেশের মানস্বী চিন্তাবিদ শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে েএ দেশের অপূরণীয় ক্ষতি হবে
৪। তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিয়ো না একেবারে অপদার্থের েএকশেষ

এককথায় প্রকাশ
নিজের লোক, তীব্র ইচ্ছা, দু ফাঁক করে, নিজে অনেক বড় কেউ-এরকম মনে করা, খারাপ মেজাজ,
বসবাসের জায়গা, মাটির তৈরি শিল্প, নিজের জীবণ উৎসর্গ করেন যিনি, অহংকার নেই যার, বিচর বিবেচনা ছাড়া যা, কোনো ভাবেই পূরণ করা যায় না এমন, দুই উচু স্থানের মাঝে সমভুমি, যাঁরা ইতিহাস লেখেন,
বিপরীত শব্দ
বাঙালি, সার্থকতা, অহংকার, ধ্বনি, বীর, ঘুমন্ত, মায়া, ভরা, পরান্ত, যশ, বিষাদ, খসখসে, কৃতজ্ঞ, দুর্বিনীত, দণ্ড,
সামর্থক শব্দ
সংকল্প, সিন্ধু, প্রদীপ, সার্থক, বরণ, শঙ্কিত, ফরমাস, তেষ্টা, মাটি, জল, বাতাস, পৃথিবী, রাত্রি, ফসল, উষ্ণ
১১ নং এ কবিতাংশ থেকে প্রশ্নের উত্তর
১। মাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ।
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে।
দেখে দেখে একটি ছেলের সারাটি দিন কাটে।
২। মনের মাধ্যে যখন খুশি
এই ছবিটি আকি,
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি-
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা।
৩। শুনব আমি , ইঙ্গিত কোন
মঙ্গল হতে আসছে উড়ে
পাতাল ফেড়ে নামব নিচে।
উঠব আবার আকাশ ফুড়ে
বিশ্ব জগৎ দেখব আমি
আপন হাতের মুঠোয় পুরে।
১৩ নং দরখাস্ত /চিঠি
১। মনে করো, তোমার নাম রুবিনা/রুবেল তুমি পদ্মাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। দ্বিতীয় পিরিয়ডের পর অসুস্থতার জন্য ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখ।
২। মনে করো, তুমি নুহা,নিহাদ। তুমি চন্দ্রাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী সরবরাহের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন লেখো।
৩। মনে কর তোমার নাম সাকিলা/সাকিল। তোমর বন্ধুর নাম সুমনা/শামীম। তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বর্ণনা ‍দিয়ে তোমার বন্ধুর কাছে চিঠি লেখ।
১৪ রচনা
১। শীতের সকাল
২। বৃক্ষরোপন
৩। আমাদের জাতীয় পতাকা

৪। বৈশাখী মেলা


আরো পড়তে পারেন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, পিইসিই নাকি পিএসসি? PECE OR PSC?



1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন