primary school student council (ওয়ার্ড ফাইলে সকল ছক ডাউনলোড করুন)

primary school student council (ওয়ার্ড ফাইলে সকল ছক ডাউনলোড করুন)

প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন ২০২০
কর্মপরিকল্পনা
১। উপজেলা/থানা শিক্ষা কর্মতর্তা কর্তৃত প্রধান শিক্ষক ও এসএমসির সভাপতিগণকে অবহিতকরণ: ০৫-০৮ফেব্রুয়ারি ২০২০
২। বিদ্যালয় পর্যায়ে এসএমসি, শিক্ষক,  অভিভাবক ও ছাত্র ছাত্রী সমন্ময়: ০৯-১০ ফেব্রুয়ারি ২০২০
৩। নির্বাচন কমিশনার নিয়োগ: ১১ফেব্রুয়ারি ২০২০
৪। ভোটার তালিকা প্রকাশ ও বির্বাচনের তফসিল ঘোষণা: ১২ফেব্রুয়ারি ২০২০
নির্বাচন তফসিল:
>
১। মনোনয়ন আহবান: ১৩ফেব্রুয়ারি ২০২০
২। মনোনযন জমা: ১৬ ফেব্রুয়ারি ২০২০
৩। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০
৪। মনোনয়নপত্র প্রত্যাহার এবং চুড়ান্ত তালিকা প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০
৫। ভোট গ্রহণ( সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত) ও ফলাফল প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০
৬। নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণের সর্বশেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২০।

নির্বাচনের উদ্দেশ্য

উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে, নিম্নলিখিত উদ্দেশ্যকে সামনে রেখে ২০১০ সনে সারাদেশে ১৯টি জেলার ২০ টি উপজেলার ১০০ টি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যেমে স্টুডেন্টস কাউন্নিল গঠন করা হয়।
১। শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
২। অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন।
৩। বিদ্যালয়ের শিখন শিখানো কার্যক্রমে শিক্ষকমণ্ডলীকে সহায়তা করা।
৪। বিদ্যালয়ে ১০০% ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা।
৫। শিখন শোখনো কর্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা।
৬। বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

  • স্টুডেন্টস কাউন্সিলের কার্যক্রম স্থানীয় জনসাধারণ, ছাত্রছাত্রী  এবং শিক্ষকের মাঝে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে। স্টুডেন্টস কাউন্সিলের কার্যকম ২০১০ সনের সাফল্যের ধারাবহিকতায় ২০১১ সনে পূর্ববর্তী বছরের ১০০ টি বিদ্যালয়ের সকল মডেল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের নির্দেশনা প্রদান করা হলে সারাদেশে ৭৪১টি বিদ্যালয়ে সরাসরি নির্বচনের মাধ্যেমে স্টুডেন্টস কাউন্সিল গঠিত হয়  এবং ২০১২ সনে সারাদেশে সর্বমোট ১৩,৫৮৩টি বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।
  • স্টুডেন্টস কাউন্সিল িএর কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে ২০১৩ সন থেকে সারাদেশে সকল উপজেলা/থানার সকল প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের সিদ্ধান্ত গ্রহীত হয়েছে।
  • এমতাবস্থায় তার জেলার সকল উপজেলা/থানার সকল প্রথিমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
  • এতদসঙক্রান্ত কর্মপরিকল্পনা  ও নির্বাচন তফসিল( সংলগ্নি-১) এবং স্টুডেন্টস কাউন্সিল ম্যানুয়াল এতদসংকগে প্রেরণ করা হলো এবং সকল প্রতিবেদন ও তথ্য নির্ধারিত তারিখে ছক মোতাবেক ইমেইল ddestabdpe@gmail.com এ প্রেরণের জন্য অনুরোধ করা হলো। (সংযুক্ত বর্ণনামতে ১৬ পাতা)
মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে সকল ছকের ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।


আরো পড়ুনঃ

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন। 


স্টুডেন্টস কাউন্সিল গঠনের সকল ছক একসাথে

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন