প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন।

প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বছর স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন হয়ে থাকে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্রের চর্চার জন্য সেই সাথে আরো কিছু গুণাবলী অর্জনের জন্য ২০১০ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল চালু করা হয়। আজকের পোস্টে প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্টস কাউন্সিল সম্পর্কে আদ্যপান্ত আলোচনা করা হবে।

আরো পড়ুনঃ
primary school student council (ওয়ার্ড ফাইলে সকল ছক ডাউনলোড করুন)

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল কী?


প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের গণতন্ত্রের চর্চার সাথে আরো কিছু গুণাবলী অর্জনের জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন ই হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল।

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের উদ্দেশ্যঃ


প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠনের কতগলো উদ্যেশ্য রয়েছে যা নিম্নরুপ।

  1. শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া।
  2. অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন।
  3. বিদ্যালয়ের শিখন শেখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা।
  4. বিদ্যালয়ে ১০০% ছাত্রছাত্রী ভর্তি ও ঝরেপড়া রোধে সহযোগিতা করা।
  5. শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা।
  6. বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন প্রক্রিয়াঃ

প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল কিভাবে করতে হবে তার বিস্তারিত জানার জন্য ২০২২ সালের পরিপত্রটি পর্যালোচনা করলেই পাওয়া যাবে। নিম্নে তা দেওয়া হলো:-

কর্মপরিকল্পনাঃ
১। সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রধান শিক্ষক ও এসএমসি'র সভাপতিগণকে অবহিতকরণঃ  ১৪-১৬ মে ২০২২
২। বিদ্যালয় পর্যায়ে এসএমসি, শিক্ষক, অভিভাবক ও ছাত্র ছাত্রী সমন্বয়ে অবহিতকরণ সভা ঃ ১৭-২১ মে ২০২২
৩। নির্বাচন কমিশনার নিয়োগঃ  ২২ মে ২০২২
৪1 ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচনের তফসিল ঘোষণাঃ  ২৩ মে ২০২২

নির্বাচন তফসিলঃ 
১। মনোনয়ন আহবানঃ ২৪ মে ২০২২
২।  মনোনয়ন জমাঃ ২৮ মে২০২২
৩। মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশঃ ২৯ মে ২০২২
৪। মনোনয়নপত্র প্রত্যাহ্যর এবং চূড়ান্ত তালিকা প্রকাশঃ ৩০ মে২০২২
৫। ভোট গ্রহণ (সকাল ৯.০০ টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত) ও ফলাফল প্রকাশ : ০২মে ২০২২ .
৬। নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন অধিদপ্তরে প্রেরণের সর্বশেষ তারিখঃ ০৫ জুস ২০২২

স্টুডেন্টস কাউন্সিলে নির্বাচিত শিক্ষার্থীদের দায়ীত্ব ও কর্তব্যঃ

বিদ্যালয়ের প্রধান ৭টি কার্যক্রমের দায়িত্বে ছাত্র-ছাত্রীদের সরাসরি ভোটে নির্বাচিত ৭ জন প্রতিনিধি থাকবে৷ দায়িত্বের ক্ষেত্র/কার্যক্রম নিম্নরূপ :

পরিবেশ সংরক্ষণ (বিদ্যালয়, আঙ্গিনা ও টয়লেট পরিস্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা);

  • পুস্তক এবং শিখন সামগ্রী;
  •  স্বাস্থ্য;
  • ক্রীড়া ও সংস্কৃতি;
  • পানি সম্পদ;
  • বৃক্ষ রোপন, বাগান তৈরি ইত্যাদি;
  • অভ্যর্থনা ও আপ্যায়ন৷

স্টুডেন্টস কাউন্সিলের সভাঃ

স্টুডেন্টস কাউন্সিল প্রতিমাসে কমপক্ষে একবার সভা করবে৷ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষকগণ কোনরূপভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না৷ তারা শুধুমাত্র সহায়কের ভূমিকা পালন করবেন৷ নির্বাচনের পর প্রথম সভায় কর্মবণ্টন, সহযোগী সদস্য মনোনয়ন, বাত্সরিক কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবে৷ প্রতি ৬ মাস পর বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্টুডেন্টস কাউন্সিল এর সাধারণ সভা অনুষ্ঠিত হবে৷ সাধারণ সভায় ছাত্রছাত্রীগণ নির্বাচিত প্রতিনিধদের কর্মকান্ড সম্পর্কে মতামত দেবে, দায়িত্ব পালনে ব্যর্থ/অপারগকারী নির্বাচিত সদস্যগণ পদত্যাগ করবে এবং শূন্যপদে অধিক ভোটপ্রাপ্ত পরবর্তী প্রার্থীকে স্টুডেন্টস কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে৷

শিক্ষকের দায়িত্বঃ

স্টুডেন্টস কাউন্সিল গঠন, নির্বাচন এবং এতদসংক্রান্ত কার্যক্রমে সকল শিক্ষক প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন৷ এক্ষেত্রে প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষককে সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিতে পারেন৷

সার কথাঃ

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন একটি যুগান্তকারি পদক্ষেপ। এর মধ্যেদিয়ে শিক্ষার্থীরা গণতন্ত্রের চর্চা করতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন।
প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল গঠন ও নির্বাচন।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন