বিদ্যালয় প্রতি ২ জন শিক্ষকের গণিত অলিম্পিয়াড কোর্সে অংশগ্রহন।

 গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: আনন্দে গণিত শিখি - প্রথম পাঠ' অনলাইন কোর্সে অংশগ্রহণ সংক্রান্ত নোটি


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক ও মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পিটিআই ইন্সট্রাক্টর এবং উপজেলা/থানা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও সহকারি ইন্সট্রাক্টরগণের জন্য আমাদের অনলাইন প্রশিক্ষণ কোর্সটি এটুআই (a2i) এর মুক্তপাঠ প্ল্যাটফর্মে ((www.muktopaath.gov.bd/course-detailsl272) চলমান রয়েছে। গত ২৮ জুলাই এই কোর্সের উদ্বোধন হয়েছিলো।

প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন করে গণিতের শিক্ষক এই অনলাইন কোর্সটি মুক্তপাঠ প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে আগামী ১ মাসের মধ্যে সম্পন্ন করবেন। শিক্ষক নির্বাচনের তালিকা তৈরির কাজটি উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে হবে এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার বিদ্যালয় প্রতি নির্বাচিত ২ জন শিক্ষকের অনলাইন কোর্সে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করবেন। পাশাপাশি, আগ্রহী উপজেলা শিক্ষা অফিসার ও সহকারি শিক্ষা অফিসারগণ, উপজেলা/থানা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ও সহকারি ইন্সট্রাক্টরগণ কোর্সটি সম্পন্ন করবেন।


Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন