(পঞ্চম) ৫ম শ্রেণি গণিত ৮ম অধ্যায় (গড়) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন

প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী অথাব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকদের ৫ম শ্রেণি গণিতের প্রশ্নগুলো কেমন হয়। এবং কোনগুলো পরীক্ষার আসে সেটা জানা প্রয়োজন। তাই আজকের পোস্টে (পঞ্চম) ৫ম শ্রেণি গণিত ৮ম অধ্যায় (গড়) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন নিয়ে একটা পোস্ট করা হবে। এত শিক্ষার্থী ও শিক্ষাকরা উপকৃত হবে বলে আশা করা যায়।

৫ম শ্রেণি গণিত ৮ম অধ্যায় (গড়) কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন

সমাপনী পরীক্ষায় গণিতে অধিক নম্বর পাওয়ার জন্য শিক্ষার্থীদের ৮ম অধ্যায় অর্থ্যাৎ গড় অধ্যায়টি ভালো করে আয়ত্ব করা প্রয়োজন। কারণ এই অধ্যায়ের সমস্যাগুলো অন্যান্য অধ্যায়ের তুলনায় সহজ। তাই  এই অধ্যায়ের সমস্যাগুলো সমাধান করে সহজেই নম্বর পাওয়া সম্ভব। এই অধ্যায় থেকে ২টি প্রশ্ন থাকবে তার মধ্যে ১টি উত্তর দিতে হবে। 

{tocify} $title={Table of Contents}

শিক্ষার্থীদের গড় অধ্যায়টি অনুশীলন কালে নিচের প্রশ্নগুলো অনুশীলন করলেই যথেষ্ট হবে বলে আশা করা যায়। তবে মনে রাখতে হবে সমাপনী পরীক্ষার ৫ম শ্রেণির এই ৮ম অধ্যায়ের প্রশ্ন হুবুহু নাও হতে পারে। শিক্ষার্থীদের বুঝে নিতে হবে প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হব।

৫ম শ্রেণি গণিত ৮ম অধ্যায় গড় যোগ্যতাভিত্তিক প্রশ্ন

বিগত সমাপনী পরীক্ষায় আসা গণিত ৮ অধ্যায় গড়ের কাঠামোবদ্ধ প্রশ্নগুলো

১। একটি বক্সের ৩৬টি আপেলের মধ্যে ৩টির ওজন যথাক্রমে ১১৫ গ্রাম, ১২১ গ্রাম এবং ১১৮ গ্র্রাম। (সমাপনী ২০১৯)
ক) আপেল ৩টির গড় ওজন কত গ্রাম?
খ) গড় ওজনের ভিত্তিতে ৩৬টি আপেলের মোট ওজন কত গ্রাম?
২। জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি ৪৪ বছর। শাপলা ও মনিরের বয়সের সমষ্টি ৩৮ বছর। জাহিদের বয়স ২১ বছর। (সমাপনী ২০১৯)
ক) জাহিদ ও মনিরের বয়সের গড় কত?
খ) শাপলা ও মনিরের বয়সের গড় কত?
গ) জাহিদ ও শাপলার বয়সের গড় কত?

সমাপনী পরীক্ষার সকল সাজেশন দেখতে ক্লিক করুন এখানে
$ads={1}
৩। সাদিয়া, মুন্নি, সুমি, আরমান এবং আনিকার ওজন ৪৫ কেজি, ৩৭ কেজি ৪৩ কেজি, ৩৮ কেজি ও ৪০ কেজি। (সমাপনী ২০১৯)
ক) তাদের গড় ওজন কত?
খ) যদি সাদিয়া ও সুমির ওজন ৫কেজি করে কত হত তাহলে তাদের ৫ জনের গড় ওজন কত হত?
৪। সাবিহা ও দিবার গড় বয়স ১০ বছর। দিবা ও সোহার গড় বয়স ১২ বছর। সাবিহার বয়স ৯ বছর। (সমাপনী ২০১৯)
ক) দিবার বয়স কত?
খ) সোহার বয়স কত?
গ) ৩ জনের গড় বয়স কত?

৫। একটি ক্রিকেট ম্যাচে ৪ জন ক্রিকেটারের রান সংখ্যা নিচের ছকে দেওয়া হলো: (সমাপনী ২০১৯)

নাম

তুহিন

রানা

শফিক

রেহান

 

রান

১৫

২০

২৮

 

ক) চরজনের গড় রান কত?
খ) শফিকের রান কত বেশি হলে তাদের গড় রান ২০ হত?

৬। নিচের ছকে জুলাই মাসের ৬ দিনের তাপমাত্রা দেয়া হলো: (সমাপনী ২০১৯)

তারিখ

১০

১৩

১৭

১৯

২১

২৪

তাপমাত্রা (ডিগ্রি)

৩২

৩৫

৩৩

৩৬

৪২

৩৮

ক) ৬দিনের মোট তাপমাত্রা কত?
খ) ১০, ১৩ ও ২৪ তারিখের গড় তাপমাত্রা কত?
গ) যদি ১০ তারিখের তাপমাত্রা আরো ৬ ডিগ্রি বেশি হতো তাহলে ৬দিনের গড় তাপমাত্রা কত হতো?

৭। সালমার বয়স ১১ বছর। আরিফ সালমার চেয়ে ২ বছরের বড়। তুহিন আরিফের চেয়ে ২ বছরের বড়। (সমাপনী ২০১৮)

ক) সালমা ও আরিফের বয়সের গড় কত?
খ) সালমা, আরিফ এবং তুহিনের বয়সের গড় কত?
গ) সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত?

৮। পিতা ও ৩ পুত্র্রের বয়সের গড় ১৭ বছর। পিতার বয়স ৩৮ বছর। (সমাপনী ২০১৮)

ক) পিতা ও ৩ পুত্রের বয়সের সমষ্টি কত?
খ) ৩ পূত্রের মোট বয়স কত?
গ) মাতা ও ঐ পুত্রের বয়সের গড় ১৫ বছর হলে মাতার বয়স কত?

সমাপনী গণিত সকল অধ্যায়ের সাজেশন দেখুন এখানে
$ads={2}
৯। একটি গাভি গত সপ্তাহে কী পরিমাণ দুধ দিয়েছিল তার তালিকা নিচের ছকে দেওয়া হলো: (সমাপনী ২০১৮)

বার

শনি

রবি

সোম

মঙ্গল

বুধ

বৃহস্পতি

শুক্র

দুধ (লিটার)

১৬

১৮

১৭

১৩

১৭

১৪

১৬

ক) গাভীটি প্রথম ৩দিনে গড়ে কী পরিমাণ দুধ দিয়েছিল?

খ) শেষ ৪ দিনে গড়ে কী পরিমাণ দুধ দিয়েছিল?
গ) প্রথম ৩দিন ও শেষ ৪ দিনের দুধের গড় পরিমাণের পর্থক্য কত?

সমাপনী পরীক্ষায় আসা বাদে গণিত ৮ অধ্যায় গড়ের কিছু গুরুত্বপূর্ণ কাঠামোবদ্ধ প্রশ্ন

১০। মা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর। মায়ের বয়স পুত্রের বয়সের ৩গুণ। 

ক) মা এবং পুত্রের বয়সের সমষ্টি পূত্রের বয়সের কত গুণ?
খ) পুত্রের বর্তমান বয়স কত?
গ) মায়ের বর্তমান বয়স কত?
ঘ) ১০ বছর পর তাদের বয়সের সমষ্টি কত?

১১। পিতা ও তিন সন্তানের বয়সের গড় ১৪ বছর। মাতা ও ঐ তিন সন্তানের বয়সের গড় ১২ বছর। ঐ তিন সন্তানের বয়সের গড় ৫ বছর।

ক) তিন সন্তানের বয়সের যোগফল কত?
খ) মাতার বয়স কত?
গ) পিতা ও মাতার বয়সের গড় কত?

১২। ৭টি খেলনা গাড়ির মোট মূল্য ৪০৬ টাকা। প্রথম ৩টি গাড়ির গড় মুল্য ৫৮ টাকা এবং শেষ ৩টি গাড়ির গড় মূল্য ৫৫ টাকা।

ক) গাড়িগুলোর গড় মূল্য কত?
খ) প্রথম ৩টি গাড়ির মোট মূল্য কত?
গ) ৪র্থ গাড়ির মূল্য কত?

১৩। একটি বক্সের ৩০টি পেয়ারাম মধ্যে ৫টির ওজন যথাক্রমে ৪৭০ গ্রাম, ৩৬১ গ্রাম, ৩৯০ গ্রাম, ৪২০ গ্রাম এবং ৪৪৯ গ্রাম।

ক) ৫টি পেয়ারার গড় ওজন নির্ণয় কর।
খ) গড় ওজনের ভিত্তিতে ৩০ টি পেয়ারার মোট ওজন কত?
গ) ওজনকৃত সর্বোচ্চ ওজনের পেয়ারা হতে গড় ওজনের পর্থক্য কত?

উপরের প্রশ্নগুলোর পিডিএফ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লি করুন

Download File
বাংলাদেশ প্রাথমিক সম্পর্কিত সকল পোস্ট পেতে এই সাইটের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখুন।

ট্যাগ

পঞ্চম শ্রেণি গণিত ৮ অধ্যায় কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশণ। সমাপনী গণিত সাজেশন। পঞ্চম শ্রেণি গণিত সাজেশণ। গণিত কাঠামোবদ্ধ প্রশ্ন। অধ্যায় গড়। পঞ্চম শ্রেণি গড় অধ্যায়।

3 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন