পঞ্চম শ্রেণি গণিত ১১ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন

 পঞ্চম শ্রেণি গণিত ১১ অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন

সমাপনী পরীক্ষার্থীদের জন্য গণিত ১১ অধ্যায়টি থেকে দুটি প্রশ্ন থাকবে যার একটির উত্তর দিতে হবে। এখানে দুটি অনুশীলনী আছে ১১(ক) ও ১১(খ)। দুটি অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নসমূহ নিয়ে এই পোস্টটি সাজানো। এই প্রশ্নগুলো অনুশীলন করলে ইন শাহ আল্লাহ ১০০% উত্তর করা সম্ভব হবে।

সমাপনী পরীক্ষায় আসা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন

১১(ক) অধ্যায়
১। ৪ কি.মি ৩২০ মি. + কত মি? (সমাপনী ২০১৯)
উ: ৪৩২০
২। ৭ লি. ২৫০ মিলিলিটার = ◻ মিলিলিটার। (সমাপনী ২০১৯)
উ: ৭২৫০
৩। ১০ কেজি ওজনের কয়টি ড্রামের ওজন ১ কুইন্টাল? (সমাপনী ২০১৯)
উ: ১০টি
৪। ৬০০০ মি. = ◻ কি.মি। (সমাপনী ২০১৯)
উ: ৬কিমি
৫। হিয়া ১ ঘণ্টায়  ৩ কি.মি হাঁটতে পারে। সে ২ ঘণ্টায় কত মিটার হাঁটাতে পারবে? (সমাপনী ২০১৮)
উ: ৬০০০ মি.
৬। ১০০ সেমি = কত মিমি? (সমাপনী ২০১৮)
উ: ১০০০ মিমি
৭। ২ কেজি = কত গ্রাম? (সমাপনী ২০১৮)
উ: ২০০০ গ্রাম
৮। এক কুইন্টাল চালের দাম ৫৬০০ টাকা হলে প্রতি কেজি চালের দাম কত? (সমাপনী ২০১৮)
উ: ৫৬ টাকা
৯। একটি বেঞ্চের দৈর্ঘ্য ১ মি.৫০ সেমি হরে অনুরুপ ২টি বেঞ্চের দৈর্ঘ্য কত? (সমাপনী ২০১৫)
উ: ৩মি
১০। ১৫০০ কেজিকে কুইন্টালে প্রকাশ করলে কত হবে? (সমাপনী ২০১৫)
উ: ১৫ কুইন্টাল
অধ্যায় ১১(ক) বোর্ডে আসা বাদে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
১১। তরল পদার্থ পরিমাপের একক কী?
উ: লিটার।
১২। এক টন চালের দাম ২৫৬৭৫ টাকা হলে ১ কেজি চালের দাম কত?
উ: ২৫.৬৭৫ টাকা।
১৩। ১ লিটার = কত ঘন সেন্টিমিটার।
উ: ১০০০
১৪। ১ ঘন মিটার = কত লিটার?
উ: ১০০০ লিটার
১৫। কত কিলোগ্রামে ৫.০৯ টন?
উ: ৫০৯০ কিলোগ্রাম
১৬। কিলোমিটার ডেসিমিটারের কত গুণ?
উ: ১০০০০ গুণ।
১৭। ৮.৫ ইঞ্চি = কত সেমি?
উ: ২১.৫৯ সেমি।
১৮। কত  এয়রে এক হেক্টর?
উ: ১০০ 
১৯। কত কুইন্টালে ১ মেট্রিক টন?
উ: ১০ কুইন্টালে।
২০। এক মাইল সমান ১.৬১ কিমি হলে ৪০ মাইরে কত কিমি হবে?
উ: ৬৪.৪০ কিমি
অধ্যায় ১১(খ) থেকে সমাপনী পরীক্ষায আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
২১। ২০মিটার দৈর্ঘ্য িএবং ১০ মি প্রস্থবিশিষ্ট আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?(সমাপনী ২০১৯)
উ: ২০০ বর্গ মি
২২। ১ বর্গ কিমি -= কত হেক্টর? (সমাপনী ২০১৯)
উ: ১০০ হেক্টর।
২৩। ১০০০০ বর্গ মিটারে কত হেক্টর? (সমাপনী ২০১৮)
উ: ১ হেক্টর।
২৪। বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ৪ সেমি হলে ক্ষেত্রফল কত? (সমাপনী ২০১৯)
উ: ১৬ বর্গ সেমি।
২৫। রিভার কক্ষটির ক্ষেত্রফল ৯ বর্গমিটার। কক্ষটির দৈর্ঘ্য ৩ মি হলে এর প্রস্থ কত? (সমাপনী ২০১৮)
উ: ৩মি
২৬। ১০০ মিটার বাহুবিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফল কত হেক্টর?(সমাপনী ২০১৮)
উ: ১ হেক্টর।
২৭। হেক্টর এয়রের কত গুণ? (সমাপনী ২০১৮)
উ: ১০০
২৮। একটি আয়তাকার কাগজের দৈর্ঘ্য ০.৩ সেমি এবং প্রস্থ ০.২ সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সে মি হবে। (সমাপনী ২০১৮)
উ: ০.০৬  

অধ্যায় ১১(খ) থেকে সমাপনী পরীক্ষায় না আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন
২৯। ত্রিভুজের ক্ষেত্রফল ১.২ বর্গ কিমি  এবং উচ্চতা ০.৬ কিমি হলে ভূমি কত?
উ: ৪ কিমি
৩০। বর্গক্ষেত্রের ১ বাহুর দৈর্ঘ্য ৪.৪ সেমি হলে  এর ক্ষেত্রফল কত হবে?
উ: ১৯.৩৬
৩১। ১৫ সেমি ভূমি এবং ৭ সেমি উচ্চতা বিশিষ্ট সামান্তরিকের ক্ষেত্রফল কত?
উ: ১০৫ বর্গ সেমি।
৩২। একটি বর্গের ক্ষেত্রফল ৪৯ বর্গ সেমি হলে এর এক বাহুর দৈর্ঘ্য কত?
উ: ৭
৩৩। বর্গের একটি কর্ণ ৫সেমি হলে অপর কর্ণটি কত?
উ: ৫সেমি
Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন