এম.এড কোর্স নিয়ে প্রাথমিক শিক্ষকদের যত প্রশ্ন

এম.এড কোর্স নিয়ে প্রাথমিক শিক্ষকদের যত প্রশ্ন

প্রশ্ন: ডিপিএড করে কি এম.এড করা যাবে?
উ: হ্যা করা যাবে।
প্রশ্ন: বি.এড না করে কি এম.এড করা যায়?
উ: বিএড/ডিপ-ইন-এড/বিএজিএড/বেল্ট/বিপিএড/ডিপিএড অথবা সমমানের ডিগ্রিসহ নূন্যতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রশ্ন: ক্লাস করা লাগবে? লাগলে কিভাবে করবো? 
উ: আপনার ইচ্ছা ক্লাস করতে ও পারেন না ও করতে পারেন। প্রতি শুক্রবার ক্লাস হয়।
প্রশ্ন: মোট কত টাকা খরচ হবে?
উ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বই পরীক্ষার ফিস ও অন্যান্য খরচ বাবদ একবারই ভর্তির সময় টাকা নিয়ে নিবে।  প্রতি সেমিনারে ৫০০০ টাকা বা তার একটু বেশি লাগতে পারে।
প্রশ্ন: এম.এড করতে কত সময় লাগবে?
উ: মোট ৩ সেমিস্টার, ৬ মাস করে সেমিস্টার। তবে ৩ সেমিস্টার শেষ করতে ৩ বছর লাগে।
প্রশ্ন: এম.এড করলে কী বেতন বাড়বে?
উ: কোনো আর্থিক সুবিধা নেই।
প্রশ্ন: এম.এড করলে কী প্রসাশনিক কোন সুবিধা পাওয়া যাবে?
উ: না।
প্রশ্ন: এম এড কোথায় করা যাবে?
উ: বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, টিটিসি ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে করা যাবে?
প্রশ্ন: ভর্তি হতে কি কি লাগবে?
উ: অনলাইন ফর্ম পূরণ করতে হবে।
প্রশ্ন: বিভাগিও অনুমতি লাগবে কী?
উ: হ্যা লাগবে।
প্রশ্ন: সি-ইন-এড, করা থাকলে কী ভর্তি হওয়া যাবে?
উ: না
প্রশ্ন: আবেদন করতে কত টাকা লাগবে?
উ: ২৫০ টাকা
এম এড ভর্তি বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
এমএড ভর্তি আবেদন করতে এখানে ক্লিক করুন।


এম.এড কোর্স নিয়ে প্রাথমিক শিক্ষকদের যত প্রশ্ন

এম.এড কোর্স নিয়ে প্রাথমিক শিক্ষকদের যত প্রশ্ন

এম.এড কোর্স নিয়ে প্রাথমিক শিক্ষকদের যত প্রশ্ন


Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

5 মন্তব্যসমূহ

  1. ডিপার্টমেন্টের অনুমতি লাগবে এর জিও দিলে ভালো হতো


    উত্তরমুছুন
  2. বিএড শেষ করার কতদিন পর এম এড করা যায়

    উত্তরমুছুন
  3. ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীরা কি এই সেশনে এম এড করতে পারবে ? এতে ডিপার্টমেন্টের কোন বাধা আছে কি ?

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন