চাকুরি কালীন অর্জিত সনদ সার্ভিসবুকে সংযুক্ত করবেন যেভাবে।

চাকুরি কালীন অর্জিত সনদ সার্ভিসবুকে সংযুক্ত করবেন যেভাবে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকুরিকালীন কোনো সার্টিফিকেট অর্জন করতে হলে কর্তৃপক্ষের অনুমতি নেওয়া লাগতো। কিন্তু ২৭ অক্টোবর ২০২০ সালের একটি পরিপত্র জারি করা হয়, যেখানে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত অর্জিত সার্টিফিকেট সমূহ সার্ভিসবুকে অর্ন্তভুক্ত করণ করা হবে। তবে পরবর্তিতে শিক্ষাগত যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অনুমতি নিতে হবে।  পরিপত্রটি দেখুন এখানে

চাকুরি কালীন অর্জিত সনদ সার্ভিসবুকে সংযুক্ত করতে যা যা লাগবেঃ

১। উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি আবেদন (আবেদনের নমুনা কপি নিচে দেওয়া হলো)

২। অর্জিত শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

৩। অর্জিত শিক্ষাগত যোগ্যতার মূলকপি। (দেখিয়ে ফেরত নিতে হবে)

৪। চাকুরির নিয়োগপত্র ও যোগদান পত্রের কপি।


আবেদন পত্রের নমুনা কপি

তারিখ: ০৩/১১/২০২০ ইং

বরাবর

উপজেলা শিক্ষা অফিসার

মেহেরপুর সদর, মেহেরপুর

 

মাধ্যমঃ যথাযথ কর্তৃপক্ষ।

বিষয়ঃ চাকুরিকালীন অর্জিত এম.এস.সি সনদ সার্ভিস বুকে অর্ন্তুভুক্তির জন্য আবেদন।

 

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি ......................, ................... সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেহেরপুর সদর, মেহেরপুর, এ একজন সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি জাতীয় বিশ^বিদ্যালয় এর অধীনে ২০১৩ সালে এম.এস.সি পরীক্ষায় প্রথম বিভাগ নিয়ে উত্তীর্ণ হই। এমতাবস্থায় আমার এম.এস.সি সার্টিফিকেট সার্ভিস বুকে অর্ন্তভুক্তি করার জন্য আবেদন করছি।

অতএব জনাবের নিকট আকুল আবেদন আমার এম.এস.সি সার্টিফিকেট সার্ভিস বুকে অর্ন্তভুক্তি করতে জনাবের সদয় মর্জি হয়।

 

বিনীত নিবেদক

 

...................

সহকারী শিক্ষক

.......................... স.প্র.বি

মেহেরপুর সদর, মেহেরপুর

 

সংযুক্তিঃ

১। এম.এস.সি সনদের ফটোকপি

আরো পড়ুনঃ সরকারি চাকুরির সকল প্রকার ছুটির বিধানাবলী

Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন