সপ্তম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২, ৪র্থ সপ্তাহ class 7 science assignment 2, 4th week

সপ্তম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২, ৪র্থ সপ্তাহ class 7 science assignment 2, 4th week

সপ্তম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২, ৪র্থ সপ্তাহ class 7 science assignment 2, 4th week

শিরোনামঃ পদার্থের গঠন, পরমাণু, অনুর সংকেত এবং পানি একটি সার্বজনীন দ্রাবক।


অ্যাসাইনমেন্ট শুরু


১ নং প্রশ্নের উত্তর

ক) মৌলিক পদার্থঃ যে সকল পদার্থকে ভাংলে অন্য কোন পদার্থ পাওয়া যায় না অর্থাৎ যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে গঠিত তাদেরেকে মৌলিক পদার্থ বেল। যেমন: H, Na, K, Mg ইত্যাদি

খ) অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো

ক্রমিক

অনু

পরমাণু

যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো অনু।

মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো পরমাণু।

অনু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না।

পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে।

অনু স্বাধীনভাবে থাকতে পারে।

পরমাণু স্বাধীনভাবে থাকতে পারে না।


গ) উদ্দিপকে উল্লেখিত পদার্থেগুলো প্রতিক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক ও যৌগিক পদার্থ আলাদা করা হলো। 

পদার্থ

প্রতীক/ সংকেত

মৌলিক/ যৌগিক

লিথিয়াম

Li

মৌলিক

পানি

H2O

যৌগিক

খাবার লবণ

NaCl

যৌগিক

চক

CaCO3

যৌগিক

কার্বন

C

মৌলিক

চুন

CaO

যৌগিক

নাইট্রোজেন

N

মৌলিক

পটাশিয়াম

K

মৌলিক

অক্সিজেন

O

মৌলিক

আয়োডাইড

I-

মৌলিক

লোহা

Fe

মৌলিক

ক্লোরিন

Cl

মৌলিক


ঘ) উল্লেখিত পদার্থগুলোর মধ্যে সার্বজনীন দ্রাবক হলো পানি (H2O)। পানি সার্বজনীন দ্রাবক হওয়ার কারণ নিম্নে বিশ্লেষণ করা হলো:

আমরা জানি যে সকল পদার্থ অন্য কোনো পদার্থকে দ্রবীভূত করে অর্থাৎ যে তরলের মধ্যে অন্য পদার্থকে দ্রবীভত করা যায় তাকে দ্রাবক বলে। উল্লেখিত পদার্থগুলোর মধ্যে লিখিয়াম, খাবার লবণ, চক, চুন, পটাশিয়াম, লোহা হচ্ছে কঠিক পদার্থ আবার নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন, আয়োডাইড, ক্লোরিন  হচ্ছে গ্যাস। তাহলে দ্রাবক হওয়ার মত একটি পদার্থই আছে তা হলো পানি। সার্বজনীন দ্রাবক তাকেই বলা হবে যে সকল পদার্থকে দ্রবীভূত করতে পারবে। বাস্তবে এমন দ্রাবক পাওয়া দুরুহ। কিন্তু পানি এমন একটি দ্রাবক যা অধিকাংশ দ্রবকে দ্রবীভূত করতে পারে। পানি অজৈব যৌগ যেমন: ধাতব কার্বনেট, ধাতব লবণ, ইত্যাদি এবং জৈব যৌগ যেমন: বিভিন্ন জৈব  এসিড, এস্টার, অ্যালকোহল ইত্যাদিকে দ্রবীভূত করতে পারে যা অন্য কোন দ্রাবক পারেনা তাই পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়।


সংক্ষিপ্ত প্রশ্ন।

১। আমরা জানি যে সকল পদার্থকে ভাংলে দুই বা ততোধিক পদার্থ পাওয়া যায় তাদেরকে যৌগিক পদার্থ বলে। চিনির সংকেত হলো। চিনির সংকেত হলো C12H22O11। থেকে আমরা দেখতে পাচ্ছি চিনিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন বিদ্যামান। অর্থাৎ চিনিকে ভাংলে যেহেতু অনেকগুলো পদার্থ  পাওয়া যায় তাই বলা যায় চিনি একটি যৌগিক পদার্থ।


আরো দেখুনঃ 



সপ্তম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২, ৪র্থ সপ্তাহ class 7 science assignment 2, 4th week



Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন