সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং ব্যবহারের নির্দেশিকা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং ব্যবহারের নির্দেশিকা


সরকারি প্রথমিক বিদ্যালয় গুলো দেখলে একেক বিদ্যালয় এক এক রকম লাগে। মূলত একই রকম সরকারি সকল স্থাপনা একই রকম হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে একই রকম রং এর ব্যবহার দেখা যায়না। তাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকল প্রাথমিক বিদ্যালয়কে একই রং কোড ব্যবহারের নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করে। পরিপত্রটি নিচে দেখুন।

সকল প্রাথমিক বিদ্যালয়ের বাইরের রং, ভিতরের রং, সকল জানালা ও দরজার রং, শ্রেণি কক্ষের রং সহ সকল কিছুর রংয়ের আলাদ আলাদা রং কোড প্রদান করা হয়। কোড গুলো এলজিডি কর্তৃক নির্ধারিত এবং তাদের নিজস্ব সাইটে প্রকাশিত আছে। নিচে এই রং কোডগুলি সহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং এর বিস্তারিত নির্দেশান দেওয়া হলো যা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক দেওয়া নির্দেশনা থেকে নেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ প্রাথমিক সহকারী শিক্ষকদের গ্রেডেশন সম্পর্কিত তথ্য। গ্রেডেশন তালিকার জন্য কী কী লাগবে?


বিদ্যালয়ের ভিতরের দেয়ালে রংকরণঃ

  • প্লাস্টার ভালভাবে শুকাতে হবে। উল্লেখ্য, আদ্রতা মাপার যন্ত্র দ্বার আর্দ্রতা পরিমাপ করা যেতে পারে। আদ্রতা পরিমাপ যন্ত্রে রিডিং ৫ থেকে ১৫ হলে প্লাস্টার রং করার উপযোগী হয়্
  • এর পর পাথর এবং ১২০ নং শিরিষ কাগজ দিয়ে ঘসে প্লাস্টার এর উপরে আগলা বালু ও সিমেন্টের সুচালো অংশ ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে মুছে ফেলে মসৃন করতে হবে।
  •  এবার ১ ভাগ অনুমোদিত ব্র্যান্ডের ওয়াটার বেজড রেডি মেইড ইনটেরিয়াল সিলার এর সাথে ১ ভাগ বা কোম্পানী ভেদে প্রযোজনীয় খাবার উপযোগী পানি মিশিয়ে ১ কোট রোলার/ব্রাশ দিয়ে লাগিয়ে কমপক্ষে ৬-৮ ঘন্টা অপেক্ষা করতে হবে।
  • এরপর প্লাস্টার এর উচু নিচু সমান করার জন্য অনুমোদিত ব্র্যান্ডের রেডি মেড ওয়াল পট্রি ২ কোট লাগাতে হবে। এক কোট থেকে অপর কোটের সময় ব্যবধান বা বিরতি হবে ৬-৮ ঘন্টা। ২ য় কোটের পূর্বে ঘষার প্রয়োজন নেই।
  • ২য় কোট পট্রি লাগানোর পর কমপক্ষে ২৪ ঘন্টা পর বা ভালোমত শুকানো রপর শিরিষ কাগজ দিয়ে ঘষে মসৃন করতে হবে।
  • এবার অনুমোদিত ব্র্যান্ডের এক্রিলিক প্লাস্টিক ইমালশন ৩ ভাগ পানি মিশিয়ে রোলার দিয়ে ২ কোট দিতে হবে। ১ম কোট দেয়ার পর ৬-৮ ঘন্টার বিরতি দিয়ে ২য় কোট দিতে হবে।

বিদ্যালয়ের বাহিরের দেয়ালে রংকরণঃ

  • প্লাস্টার শেষ হওয়ার পর ভালভাবে আদ্রতা মাপক যন্ত্র দ্বারা আর্দ্রতা পরিমাপ করতে হবে। আদ্রতা পরিমাপ যন্ত্রে রিডিং ৫ থেকে ১৫ হরে প্লাস্টার রয় করার উপযোগী হয়।
  • এর পর পাথর এবং ১২০ নং শিরিষ কাগজ দিয়ে ঘসে প্লাস্টার এর উপরে আগলা বালু ও সিমেন্টের সুচালো অংশ ফুল ঝাড়ু দিয়ে ঝেড়ে মুছে ফেলে মসৃন করতে হবে।
  • এবার ১ ভাগ রেডি মেইড এক্সটিরিয়ার সিলার েএর সাথে ১ ভাগ বা কোম্পানী ভেদে প্রয়োজনীয় খাবার উপযোগী পানি মিশিয়ে সিলার বা প্রাইমার হিসাবে ১ কোট রোলার/ব্রাশ দিয়ে লাগিয়ে কমপক্ষে ৬-৮ ঘন্টা অপেক্ষা করতে হবে।
  • এবার অনুমোদিত ব্রান্ডের কোট ৩ ভাগ এর সাথে ১ ভাগ কোম্পানী ভেদে প্রয়োজনীয় পানি মিশিয়ে রোলার দিয়ে ২ কোট দিতে হবে। ১ম কোট দেওয়ার পর ৬-৮ ঘন্টার বিরতি দিয়ে ৩য় কোট দিতে হবে।

বিদ্যালয়ের কাঠ ও ধাতব রংকরণঃ

  • প্রথমে ব্রাশ দ্বারা ভালভাবে পরিষ্কার করতে হবে।
  • ভালভাবে পরিষ্কার করার পর অনুমোদিত ব্রান্ডের এন্টি করেসিত প্রিমিয়ার রেড অক্সাইড দ্বারা প্রাইমিং করতে হবে।
  • প্রাইমার লাগানোর ২৪ ঘন্টা বিরতি দিয়ে ২ কোট এনামেল পেইন্ট লাগাতে হবে।

প্রাথমিক বিদ্যালয় রংকরণে সাধারণ সতর্কীকরণঃ

  • বর্ণিত পরিমাণ বা ভাগের বেশি পানি কোনক্রমেই ব্যবহার করা যাবে না। খাওয়ার উপযোগী পানি মিশাতে হবে।
  • যে কোম্পানির রং ব্যবহার হবে সেই কোম্পানীর দেয়া নির্দেশনা মোতাবেক পরিমানমত পানি মেশানো বা রং করতে হবে।
  • কোন ক্রমেই ভিতরের দেয়ালের জন্য অনুমোদিত ব্যান্ডের ইনটিরিয়র/এক্সটিরিয়র ওয়াটার বেজড রেডি মেড সিলার ছাড়া অন্য কোন দ্রবন যেমন সিমেন্ট পেইন্ট বা অন্য কিছু ব্যবহার করা যাবে না।
  • কোনক্রমেই চক পাউডার বা অন্যকিছু রংয়ের সাথে মেশানো যাবে না। চক পাউডার ব্যবহার অত্যন্ত ক্ষতিকর।
  • প্রাইমার পট্টি এবং রং এক কোট দেয়ার পর সীটে বর্ণিত ৬/২৪/৮ ঘন্টা সময় বিরতি বা সংশিষ্ট কোট শুকানো পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে।
  • সর্বনিম্ন ১০⁰ সেলসিয়াস তাপমাত্রার নীচে রং প্রয়োগ করা যাবে না।
  • সঠিক প্লাস্টারকরণ, সঠিক রং ব্যবহার, সঠিক মিশ্রন ও সঠিক রং প্রয়োগের মাধ্যক টেকসই রং পাওয়া সম্ভব।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং ব্যবহারের নির্দেশিকা PDF ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং ব্যবহারের নির্দেশিকা পরিপত্র
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং ব্যবহারের নির্দেশিকা পরিপত্র

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং এর নির্দেশিকা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং এর নির্দেশিকা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং এর নির্দেশিকা। ১



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং এর কোড
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে রং এর কোড




সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিভিন্ন অংশের রং এর চিত্র
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের বিভিন্ন অংশের রং এর চিত্র

আরো পড়ুনঃ প্রাথমিক সহকারী শিক্ষকদের গ্রেডেশন সম্পর্কিত তথ্য। গ্রেডেশন তালিকার জন্য কী কী লাগবে?

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন