নবম (৯ম) শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১

নবম (৯ম) শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১

নবম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১ পোস্ট করা হলো এখানে। তোমরা যারা নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা ২য় সপ্তাহ খুজছিলে তাদের জন্য এটি উপকারী হবে। ৯ম শ্রেনির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্টটি শুধুমাত্র মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য।

তোমরা যারা ৯ম শ্রেনির মানবিক শাখায় পড় তাদের এর অ্যাসাইনমেন্টটি লিখতে হবে। অ্যাসাইনমেন্টটি লেখার জন্য তোমরা ৯ম শ্রেণির পৌরনীতি বই টি ব্যবহার করতে পার। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট পৌরনীতি লেখার সময় তোমাদের যে যে দিকে লক্ষ দিতে হবে তা হলো।

তোমাদের প্রথমেক ৯ম শ্রেণির পৌরনীতি বই থেকে ১ম অধ্যায় পৌরনীতি ও নাগরিকতাটি ভালো করে পড়ে নিতে হবে। তারপর নাগরিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, ও আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে পোস্টার তৈরি করতে হবে।

আরো পড়ুনঃ

নবম শ্রেণি পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ লেখার সময় তোমরা বিভিন্ন সোর্চ ব্যবহার করতে পারো। যেমন: পাঠ্য বইয়ের বাইরের বই সমূহ, ইন্টারনেট, অন্য শিক্ষকের সহযোগীতা।

পোস্টর তৈরির সময় তোমরা শুধু খাতা ব্যবহার কর। কিন্তু আসলে পোস্টর তৈরি করতে বড় পোস্টার পেপার ব্যবহার করলে ভালো হয়। তবে তোমাদের হাতের কাছে পোস্টার পেপার না থাকলে তোমাদের বাসায় যদি পুরাতন ক্যালেন্ডার থাকে তবে তার পিছনে তোমরা নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা ২য় সপ্তাহ  ২০২১ উত্তরটি লিখতে পারো।

আরো পড়ুনঃ

৯ম শ্রেণির পৌরনীতি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম শ্রেণির ২য় সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট ২০২১


শ্রেণিঃ ৯ম
বিষয়ঃ পৌরনীতি ও নাগরিকতা
অ্যাসাইনমেন্ট ক্রমঃ এ্যাসাইনমেন্ট নং-০১

অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম: অধ্যায়ঃ পৌরনীতি ও নাগরিকতা

পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু:
  • পৌরনীতি ও নাগরিকতা।
  • পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরিসর বা বিষয়বস্তু
  • পরিবার,পরিবারের শ্রেণিবিভাগ
  • পরিবারের কার্যাবলী
  • সমাজ
  • রাষ্ট্র
  • রাষ্ট্রের উৎপত্তি
  • সরকারের ধারণা
  • রাষ্ট্র ও সরকারের সম্পর্ক
এ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ

পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ-শেষে তােমার অর্জনসমূহের তালিকা সম্বন্বিত একটি পােস্টার তৈরি কর।

সংকেত-(নিচের বিষয়বস্তু সম্পর্কে তুমি যা জেনেছ)
  • ১। নাগরিকতা;
  • ২। পরিবার;
  • ৩। সমাজ
  • ৪। রাষ্ট্র
  • ৫। আন্তর্জাতিক সংস্থা

নিদের্শনাঃ
  • ১। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্য বই এর সহায়তা নেয়া যেতে পারে;
  • ২। পত্র-পত্রিকা থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে;
  • ৩। পােস্টার পেপার/ক্যালেন্ডারে র উলটা পৃষ্ঠা/খাতার পৃষ্ঠা জোড়া দিয়ে পােস্টার তৈরি করা যেতে পারে;
মূল্যায়ন নির্দেশনা/রুব্রিক্সঃ

অতি উত্তমঃ
  • ১। বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিক
  • ২। সঠিক তথ্য উপস্থাপন
  • ৩। উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান
উত্তমঃ
  • ১। অধিকাংশ ক্ষেত্রে বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিক
  • ২। অধিকাংশ সঠিক তথ্য উপস্থাপন
  • ৩। উপস্থাপনায় আংশিক ক্ষেত্রে নিজস্বতা ও সৃজনশীলতা বিদ্যমান
ভালঃ
  • ১। বিষয়বস্তুর যথার্থতা ও ধারাবাহিকতার অভাব
  • ২। আংশিক সঠিক তথ্য উপস্থাপন
  • ৩। উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতার অভাব
অগ্রগতির প্রয়ােজনঃ
  • ১। বিষয়বস্তু যথার্থ ও ধারাবাহিক ভাবে বিন্যস্ত নয়;
  • ২। তথ্য উপস্থাপনায় সঠিকতার অভাব;
  • ৩। উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতার অনুপস্থিতি
৯ম শ্রেণির ২য় সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট ২০২১
৯ম শ্রেণির ২য় সপ্তাহের পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট ২০২১

নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা ২য় সপ্তাহ লেখার আগে অবশ্যই তোমাদের প্রশ্নগুলো পড়ে নিতে হবে। কারণ প্রশ্নে অনেকগুরুত্বপূর্ণ তথ্য দেওয়া থাকে যা পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট লেখার জন্য সহায়ক ভূমিকা পালন করবে।

৯ম শ্রেণির পৌরনীতি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১


অ্যাসাইনমেন্ট শুরু

পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি পাঠ-শেষে আমার অর্জনসমূহের তালিকা নিম্নরুপ।

নাগরিকতা

 

* রাষ্ট্রের সেবা করা

* কর প্রদান করা

* ভোট প্রদান করা

পরিবার

 

* সন্তান-লালন পালন করা

* মৌলিক চাহিদা পূরণ করা

* সুনাগরিক করে গড়ে তোলা

সমাজ

 

* নির্ভরশীলতা

* ঐক্য পারম্পারিক সহযোগীতা

* সামাজিক মূল্যবোধের বিকাশ

আন্তর্জাতিক সংস্থা

 

 

* বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা

* সামাজিক অর্থনৈতিক সহযোগিতা করা

* আন্তর্জাতিক পর্যায়ে স্বাস্থ্য সুরক্ষা প্রধান করা

রাষ্ট্র

 

* জনসমষ্টি

* নিদিষ্ট ভূখন্ড

* সরকার

* সার্বোভৌমত্ত


নবম (৯ম) শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১.pdf_page_1

নবম (৯ম) শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১.pdf_page_2

নবম (৯ম) শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১.pdf_page_3
অ্যাসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতা ২য় সপ্তাহ ২০২১

নবম শ্রেণির এসাইনমেন্ট পৌরনীতি ও নাগরিকতাটি যারা লিখলে তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের তো এখন ৩ মাস অ্যাসাইনমেন্ট উত্তর লিখতে হবে। তাই তোমাদের প্রতি সপ্তাহে এভাবে খুজে খুজে অ্যাসাইনমেন্ট লেকা ঝামেলার। তাই যাতে তোমরা সহজেই প্রতিটা অ্যাসাইনমেন্ট উত্তর পেয়ে যাও সেজন্য আমাদের ফেজবুক পেজে বা গ্রুপে জয়েন করতে বলবো। তাহলে তোমাদের আর নবম (৯ম) শ্রেণির পৌরনীতি ও নাগরিকতা অ্যাসাইনমেন্ট উত্তর ২য় সপ্তাহ ২০২১ এর মত অ্যাসাইনমেন্ট উত্তর খুজে বেড়ানো লাগবেনা।

নিচে আমাদের ফেজবুক পেজ,  গ্রুপ ও ইউটিউব চ্যনেল লিংক দেওয়া হলো।

আমাদের ইউটিউব লিংক

ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)

assignment all class (6-9)📝📝

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন