৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১


তোমরা যারা ৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ খুঁজছিলে তাদের জন্য সুখবর। নবম শ্রেণির ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১ এই পোস্টে তোমরা পেয়ে যাবে।

৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর ২০২১

৯ম সপ্তাহে ৯ম শ্রেণির কয়েকটি এসাইনমেন্ট রয়েছে। তবে সব বিষয়গুলো কিন্তু তোমাদের লিখতে হবে না। বিভাগ অনুযায়ী লিখতে হবে। যেমন এই পৌরনীতি ও নাগরিকতা বিষয়টি মানবিক বিভাগের জন্য, পদার্থ বিজ্ঞান হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য। এভাবে তোমাদের নিজেদের বিভাগ অনুযায়ী তোমরা এসাইনমেন্টগুলো লিখবে। 

{tocify} $title={Table of Contents}

৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ প্রশ্ন

৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১ প্রশ্ন

উপরের প্রশ্নটি পড়ে নিশ্চয় তোমরা বুঝে গেছ তোমাদের কি করতে হবে বা কিভাগে উত্তরটি লিখতে হবে। আর যদি না বুঝে থাকো তাহরে নিচের নমুনা উত্তর দেখে সেটা নিশ্চিত হয়ে নাও। নিচের ৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তরটি তোমাদের সাহায্য করবে সেটি লিখতে। 


৯ম শ্রেণির পৌরনীতি ৯ম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর

এসাইনমেন্ট শুরু

রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্র গঠনের উপাদান

সুচনাঃ সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হল রাষ্ট্র। সামাজিক ও রাজনৈতিক শৃঙ্খলা স্থাপন কাঙ্খিত।

রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে মতবাদঃ রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ রয়েছে। যেমনঃ

  • ১. বিধাতার সৃষ্টিমূলক মতবাদ
  • ২. পিতৃতান্ত্িক মতবাদ
  • ৩. মাতৃতান্ত্রিক মতবাদ
  • 8. বলপ্রয়োগ মতবাদ
  • ৫. বিবর্তনমূলক মতবাদ
  • ৬. সামাজিক চুক্তি মতবাদ

উপরে উল্লেখিত মতবাদগুলোর মাঝে আমার দৃষ্টিতে অধিক গ্রহণযোগ্য মতবাদ হল সামাজিক চুক্তি মতবাদ।

মতবাদটি গ্রহণযোগ্য হওয়ার যৌক্তিক কারণঃ এ মতবাদের মূল বক্তব্য হল, রাষ্ট্র নামক রাজনৈতিক প্রতিষ্ঠানটি জনগনের মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে। যেসকল কারণে সামাজিক চুক্তি মতবাদটি আমার দৃষ্টিতে অধিক গ্রহণযোগ্য মনে হয়েছে সেগুলো হলঃ

১। গণতন্ত্রের সহায়ক: এ মতবাদের মাধ্যমে মানুষের মধ্যে গণতান্ত্রিক ধ্যান, ধারণা ও আদর্শ সৃষ্টি হয়েছে। যেমন, জন লকের নিকট দায়ী করা হয়েছে। লকের এই বক্তব্য আধুনিক গণতান্ত্রিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ ।

২। রাজনৈতিক প্রত্যয়ের বিকাশ: সামাজিক চুক্তি মতবাদের বদৌলতে চিন্তার জগতে সাম্য, স্বাধীনতা, সার্বভৌমতৃ কিংবা রাষ্ট্রের ধারণায় অনেকগুলো নতুন উপাদান যুক্ত হয়েছে।

৩। ব্যক্তি মানুষের গুরুতৃ: লক ও রূশোর সামাজিক চুক্তি মতবাদে, রাষ্ট্রের উৎপত্তিতে ব্যক্তি মানুষের ভূমিকার উপরে গুরুত্বারোপ করা হয়েছে। এই দুই চিন্তাবিদ রাষ্ট্রের নিকট ব্যক্তির সকল অধিকার নিঃশর্তে দান করার বিপক্ষে মত দিয়েছেন।

আমার দৃষ্টিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানঃ রাষ্ট্রের চারটি উপাদান থাকে । যথা-

  • (১) জনসমষ্টি,
  • (২) ভূ-খন্ড,
  • (৩) সরকার ও
  • (8) সার্বভৌমত্ব

এই চারটি উপাদানের মধ্যে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্। সার্বভোমত্ব উপাদানটি গুরত্বপূর্ণ মনে হওয়ার যৌক্তিক ব্যাখ্যাঃ রাষ্ট্র গঠনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হল সার্বভৌমত্ব। এটি রাষ্ট্র চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। সার্বভৌমতৃ' ব্যতীত কোন দেশ রাষ্ট্র বলে পরিগণিত হতে পারে না। যেমন- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পূর্বে বাংলাদেশের অন্যান্য উপাদান থাকা সত্তেও সার্বভৌম ক্ষমতা না থাকায় বাংলাদেশ রাষ্ট্র বলে পরিগণিত হতে পারে নি। সার্বভৌমত্বের দু'টো দিক রয়েছে। যথা-

(ক) অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, যার ছারা রাষ্ট্র তার সীমানার মধ্যে যেকোন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর অবাধ ও সীমাহীন ক্ষমতার অধিকারী। এ ক্ষমতার মাধ্যমে রাষ্ট্র অভ্যন্তরীণ শান্তি-শৃভখলা বজায় রাখে।

খ) বাহ্যিক সার্বভৌমত্ব - এ ক্ষমতা বলে রাষ্ট্র বহি:শক্রর আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে।

এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

৯ম শ্রেণির ৯ম সপ্তাহের এসাইনমেন্ট ২০২১

তোমরা যারা উপরের এসাইনমেন্টটি লিখেছো তাদের অন্য এসাইনমেন্টের প্রয়োজান হলে আমাদের সাইটে পেয়ে যাবে। অতি দ্রুত এসাইনমেন্টগুলোর উত্তর পেতে নিচের ফেজবুক গ্রুপে জয়েন করো। অথবা আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখ।

ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন