করোনকালীন বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়নরত কিছু কাজের তালিকা দিয়ে একটি পরিপত্র জারি করা হয়। সেখানে
প্রাথমিক বিদ্যালয়ের দেয়ায়ে ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কক্ষে দুটি বানী লেখার জন্য বলা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে যে বানী দুটি লিখতে হবে।
”আমরা লেখাপড়া করি ভালো মানুষ হওয়ার জন্য”
”আমরা লেখাপড়া করায় যোগ্য, শিক্ষিত এবং ভালো মানুষ গড়ার জন্য”
প্রথম বানীটি শিক্ষার্থীদের জন্য, তাই এটি বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ স্থানে লিখতে হবে। এবং দ্বিতীয় বানীটি শিক্ষক কক্ষে লিখতে হবে।