প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য অনেক ভোগান্তিতে পড়তে হয়ে। সাথে ঘুষ বাণিজ্য তো আছেই। অনেকেই তার কাঙ্খিত বিদ্যায়ের বদলির যোগ্য হলেও ঘুষ বাণিজ্যের কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। শিক্ষক সহ কর্মকর্তাদের অনেকেই হয়তো এই বাণিজ্যের কারণে লাভবান হলেও সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনেক দিনের দাবি অনলাইন বদলি।
অনেকের ধারণা প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন শিক্ষক বদলি চালু হলে দুর্নিতি কমে আসবে। এবং এটা নিয়ে অনেকদিন ধরেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করে আসছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন মিটিংয়ে এই ভোগান্তির কথা উল্লেখ করার কারণে শেষমেষ তা উপর মহলের নজরে আসে।
কর্মকর্তাদের সুদৃষ্টি ও পদক্ষেপের মাধ্যেমে ,
”অনলাইনে আবেদন, অনলাইনেই নিষ্পত্তি
থাকবে না আর বদলি ভোগান্তি”
শ্লোগানকে সামনে রেখে চালু হতে যাচ্ছে প্রাথমিক অনলাইন শিক্ষক বদলি।
শিক্ষকদের সুবিধার্তে বদলি আবেদনের লিংক সহ বদলি আবেদনের নিয়নাবলি ও কৌশল নিচে ভিডিও সহ দেওয়া হলো।
প্রাথমিক অনলাইন শিক্ষক বদলি আবেদন লিংক
http://180.211.137.57:8888/login
অনলাইনে শিক্ষক বদলি আবেদন যেভাবে করবেনঃ
ধাপ-১
৪). এরপর স্বাক্ষর আপলোড দিন। (আগে থেকে একটি কাগজে স্বাক্ষর করে ছবি তুলে রাখুন)
৫).বদলীর ধরন নির্বাচন করুনঃ
- একই উপজেলা/থানা,
- আন্তঃ উপজেলা/থানায় বদলর আবেদন
- আন্তঃ জেলা বদলীর আবেদন
- আন্তঃ বিভাগ বদলীর আবেদন
- সিটি কর্পোরেশন বদলির আবেদন