সকল বিষয়ের শিখন শেখানো পদ্ধতি ও কৌশল

‘জাতীয় প্রাথমিক শিক্ষাক্রম ২০২১’ অনুসারে শিক্ষার্থীদের সক্রিয় শিখনের কথা উল্লেখ করা হয়েছে। এই সক্রিয় শিখন নিশ্চিত করণে শিক্ষকের ভূমিকা হবে একজন সহায়তাকারী বা মেন্টর হিসেবে। তাই সকল বিষয়ের পাঠদানের জন্য সকল শিক্ষককে শিখন শেখানো কৌশলগুলি জানা প্রয়োজন।

প্রাথমিক শিক্ষার সকল বিষয়ের শিখন শেখানো কৌশল

এছাড়াও শিখনকে কার্যকর ও আনন্দময় করতে সক্রিয় ও অভিজ্ঞতাভিত্তিক শিখনের উপর জোর দেয়া হয়েছে, যার মাধ্যমে একই শিখন- কার্যক্রমের মধ্য দিয়ে একাধিক বিষয়ের যোগ্যতা অর্জন করা সম্ভব। বর্তমান বিষয়ভিত্তিক বিস্তৃত শিক্ষাক্রমে "শিখন শেখানো কার্যক্রম অংশে বেশকিছু ও পরিকল্পিত কাজ উল্লেখ করা হয়েছে।

শিখন শেখানো কৌশল কাকে বলে?

শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানের জন্য যে সকল পদ্ধতি বা কৌশল ব্যবাহার করে থাকেন যা শিক্ষার্থীদের শিখনের জন্য যথপোযুক্ত সেই কৌশলগুলোকেই শিখন শেখানো পদ্ধতি বা কৌশল বলে।

এক নজরে শিখন শেখানো পদ্ধতি বা কৌশলের বিষয়ভিত্তিক তালিকা দেখে নেওয়া যাক।


বাংলা বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ

  • ছবির পাঠ
  • কথোপকথন
  • ভূমিকাাভিনয়
  • শোনা বলার খেলা
  • বর্ণধাধা
  • বৃন্দ আবৃত্তি
  • জিগ শ পাজল
বাংলা বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


ইংরেজি বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


  • Chain Drill
  • Choral Drill
  • Total Physical Response (TPR)
  • Writing Mechanics
  • Mind Mapping
  • Phonics
  • Snowball
  • Guessing Game (Two Truths and lie)
  • Mime

প্রাথমিক গণিত বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


  • গাণিতিক খেলা
  • পাজল
  • অনুমান করে বলা
  • চিত্রলেখা
  • Think Break/Brain Break
  • Concept Sort
  • Figure me out
  • Think-Pair-Share

প্রাথমিক বিজ্ঞান বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


  • ছবি/চিত্র বিশ্লেষণ
  • মার্কেট প্লেস এক্টিভিটি
  • পরীক্ষণ
  • প্রকৃতি পর্যবেক্ষণ
  • POE (Predict Observe Explain)
  • Who am I?
  • Back to Back
বিজ্ঞান বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


  • এ্যাসাইনমেন্ট
  • ব্রেইন স্ট্রমিং
  • মাইন্ড ম্যাপিং
  • পর্যবেক্ষণ
  • কার্টুন পাঠ
  • কেইস স্টাডি
  • তালিকাকরণ
  • শ্রেণিকরণ
  • ফিশ বোন
  • Think-Pair-Share (1,2 , and all)
সামাজিক বিজ্ঞান বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


  • ভূমিকাভিনয়
  • বক্তৃতা
  • প্রদর্শণ
  • প্রকল্প
  • চিত্রাঙ্কন


শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


  • ধারণা চিত্র
  • সাঁতারের ল্যান্ড ড্রিল
  • উপস্থাপন
  • এ্যাসাইনমেন্ট
  • অংশগ্রহণ

শারীরিক শিক্ষা বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ

শিল্পকলা (নাট্যকলা) বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ


  • পরিবেশনা
  • পর্যবেক্ষণ
  • অনুশীলন
শিল্পকলা (নাট্যকলা) বিষয়ের শিখন শেখানো পদ্ধতি বা কৌশল সমূহ



আরো পড়ুনঃ


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন