১৮ সপ্তাহের ৭ম শ্রেণির শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

১৮ সপ্তাহের ৭ম শ্রেণির শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১


প্রিয় ৭ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দরা তোমরা নিশ্চয় তোমাদের ১৮ সপ্তাহের ৭ম শ্রেণির শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ খুজছো। আজ তোমাদের সেই কাঙ্খত অ্যাসাইনমেন্টটি নিয়ে হাজির হলাম। তোমরা নির্ভয়ে এই উত্তরটি লিখতে পারো। কারণ এটি শতভাগ নির্ভূল।

{tocify} $title={Table of Contents}

সপ্তম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেক সাইটে দেখবে ভূল উত্তর দেওয়া আছে। এবং আমাদের উত্তরগুলো প্রশ্নের সাথে মিলিয়ে দেখবে। উত্তরগুলো সঠিক না হলে তোমরা তা লিখবেনা। আমাদের প্রত্যেকটা উত্তরই সম্পূর্ণ সঠিক।

তোমরা হয়তো অনেকে প্রশ্ন না দেখেই উত্তর লিখা শুরু করে দাও। এজন্য তোমরা বুঝতে পারোনা যে সঠিক উত্তর লিখছো কিনা। তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা উত্তরগুলো প্রশ্নে সাথে আগে মিলিয়ে নিবা তারপর নমুনা উত্তরটি ভলো করে পড়ে তারপর নিজের মত করে লেখা শুরু করবা।

১৮ সপ্তাহের ৭ম শ্রেণির শারীরিক ও স্বাস্থ্য শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

৭ম শ্রেণির শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো সঠিক উত্তরের জন্য প্রশ্নটা পড়া কতোটা জুরুরী। তাহলো চলো বন্ধুরা আমরা আগে ৭ম শ্রেণির ১৮ সপ্তাহের শারীরিক শিক্ষা প্রশ্নগুলো দেখে নিই।

৭ম শ্রেণির শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট ১৮ সপ্তাহ প্রশ্ন



তোমরা প্রশ্নগুলো পড়েছো এবার নিচের নমুনা উত্তর পড়ে নিজের মত করে উত্তর লিখ।

১৮ সপ্তাহের শারীরিক শিক্ষা ৭ম শ্রেণির অ্যাসাইনমেন্ট উত্তর

এসাইনমেন্ট শুরু

আমি যে কারণে জ্ঞাউটিং কাযর্তিমে আঙংশএহণ করতে চাই
'ভূমিকা : স্কাউটিং একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। বিশ্বব্যাপী এর পরিচিতি রয়েছে। বালকদের স্কাউট এবং 'বালিকাদের গাইড বলা হয়। রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড 'ব্যাডেন পাওয়েল স্কাউটিং ও গাইড আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি জাতিতে ইংরেজ ও পেশায় একজন সৈনিক ছিলেন। ১৮৫৭ সালের ২২শে ফেব্রুয়ারি তারিখে তিনি ইংল্যান্ডে 'জন্মগ্রহণ করেন। স্কাউটিং ও গাইড পদ্ধতিতে বালক- 'বালিকাদের নৈতিক চরিত্র গঠনে এর কার্যকর ভূমিকায় উদ্বুদ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন দেশে স্কাউটিং ও গার্ল গাইড 'আন্দোলন ছড়িয়ে পড়ে।

স্কাউট ও গার্ল গাইডগণ জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম 'সম্পাদন করে থাকে৷ স্কাউটিং ও গার্ল গাইডিং মূলনীতির 'ওপর ভিত্তি করে স্লোগান প্রচার করা হয়। এই ম্ত্রোগান হচ্ছে: প্রতিদিন কারো না কারো উপকার করা। যেমন :
$ads={1}
১. রাস্তা থেকে ইট, পাথর, কাটা, কলার খোসা তুলে ফেলা। কারো জিনিস পড়ে গেলে তা তুলে দেওয়া।
২.অন্ধ ও শিশুকে রাস্তা পার হতে সাহায্য করা।
৩. রাস্তার কোনো ছোট গর্ত ভরাট করে দিয়ে লোক চলাচলে সাহায্য করা।
৪.আহত ব্যক্তিকে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া।
৫. বন্যায় ত্রাণকাজে সহায়তা করা ইত্যাদি।

স্কাউটিং এর মূলমন্ত্র ও প্রতিজ্ঞাঃ

স্কাউট সদস্য ব্যাজ পেতে হলে এ বিষয়ের মূলনীতি ও প্রতিজ্ঞা 'জানতে ও বুঝতে হুয়।

স্কাউট আন্দোলন তিনটি মূলনীতির ওপর প্রতিষ্ঠিত। যথা :
১. আষ্টার প্রতি কর্তব্য পালন।
২. অপরের প্রতি কতব্য পালন।
৩. নিজের প্রতি কর্তব্য পালন।

স্কাউটের প্রতিজ্ঞাঃ

প্রত্যেক স্কাউটকে স্কাউট হিসেবে দীক্ষা নেয়ার সময় একটি প্রতিজ্ঞা নিতে হয়। প্রতিজ্ঞা্টি হলঃ

১। আল্লাহ ও দেশের প্রতি কর্তব্য পালন।
২। প্রতিদিন কারো না কারো উপকার করা।
৩। স্কাউট লীতিমালা মেনে চলতে যথাসাধ্য চেষ্টা করা।

স্কাউটিং এর আইন :

স্কাউটিং আইন সুনাগরিক হওয়ার ভিত্তি তৈরি করে। স্কাউটিং আইন অনুসরণের একটি বিস্তারিত নীতিমালা রয়েছে যা একজন স্কাউটকে অবশ্যই মেনে চলতে হয়। স্কাউটিংয়ের সাতটি আইনের প্রতিটির আলাদা তাৎপর্য 'রয়েছে। যেমন-
$ads={1}
১। স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী। স্কাউট কখনোই তার 'আত্মমর্যাদা ভঙ্গ করে না।
২। স্কাউট সকলের বন্ধু। জাতি, ধর্ম, বর্ণ নিবিশেষে স্কাউট 'সকলকে বন্ধু হিসেবে গ্রহণ করে।
৩। স্কাউট বিনয়ী ও অনুগত। সুখে-দুঃখে, আপদে-বিপদে 'সর্বদাই স্কাউটরা একে অপরকে সাহায্য ও বিনয় প্রদর্শন করে।
৪। স্কাউট জীবের প্রতি সদয়। একজন ফ্কাউট সাধ্যমতো প্রাণীদের কষ্ট লাঘব ও যন্ত্রণা হতে রক্ষা করবে।
৫। স্কাউট সদা প্রফুলপ। স্কাউট সকল কাজকর্ম হাসিমুখে করে থাকে
৬। স্কাউট মিতব্যয়ী একজন স্কাউট কখনোই অপচয় 'করে না। সে মিতব্যয়িতার সাথে জীবন পরিচালনার 'অভ্যাস গড়ে তোলে।
৭। স্কাউট চিন্তায়, কথায় ও কাজে নির্মল। স্কাউটরা এমন কোনো কাজ করে না যা অন্যের ক্ষতির কারণ হয়ে দাড়ায়। স্কাউট এর এসব কর্মসূচি ও লক্ষ্য ও প্রতিজ্ঞা আমাকে 'মুগ্ধ করে। তাদের এসব আত্মদানকারী কর্মসূচি আমার দেশপ্রেম বোধ জাগ্রত করে।

'আমি যে কারণে জ্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই- স্কাউটিং এমন একটি আন্তজাতিক, শিক্ষামূলক ও অরাজনৈতিক আন্দোলন- যার মাধ্যমে শিশু, কিশোর ও 'ঘুবকদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও 'আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলা হয়। এটি বিশ্বের একমাত্র সংগঠন, যেখানে যোগদান করতে হলে 'আত্মশুদ্ধি পালন করতে হয়। আগ্রহীদের অতীত 'জীবনের সব বদঅভ্যাস পরিত্যাগ করার শপথ নিতে 'হয়। মদ, জুয়া, যৌনতা, শঠতা ও নাস্তিকতা নামের পাচটি শিলাখণ্ড থেকে জীবনতরীকে রক্ষা করতে হয়। স্কাউট-প্রতিজ্ঞা অনুযায়ী জীবন পরিচালনা করতে হয়।

স্কাউট-প্রতিজ্ঞাটি হল-

"আমি আমার আত্মমর্যাদার ওপর নিভর কৰে প্রতিজ্ঞা হকরছি যে, আল্লাহ ও আমার দেশের প্রতি কতব্য পালন করতে, সবদা ওপরকে সাহায্য করতে ও স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।" স্কাউটের ৭টি আইন রয়েছে, যেগুলো সর্বদা মেনে চলতে 'হয়। এগুলো হল-,

১. স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২. স্কাউট সৃবার বন্ধু
৩. স্কাউট বিনয়ী ও অনুগত
৪. স্কাউট জীবের প্রতি সদয়
৫. স্কাউট সদা প্রফুল্ল
৬. স্কাউট মিতব্যয়ী
৭. স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল

স্কাউটের ৩টি মূলনীতি রয়েছে, যেগুলো সদা-সরব্দা অনুসরণ করতে হয়। এগুলো হল-

১. সষ্টিকতার প্রতি কতব্য
২. নিজের প্রতি কতব্য এবং
৩. অপরের প্রতি কতব্য।

উপরোক্ত প্রতিজ্ঞা, আইন ও মূলনীতি সঠিকভাবে প্রতিপালনের মাধ্যমে স্কাউটিংয়ের মূলমন্ত্র- সেবা প্রদানই 'হল স্কাউটিংয়ের উদ্দেশ্য। এরপরও যদি জিজ্ঞেস করেন, স্কাউটিং কেন করব- অধ্যাপক আনিসুজ্জামানের সঙ্গে একমত পোষণ করে বলব, কে বলেছে আপনাকে করতে! উৎসর্গ করার মানসিকতা থাকবে; দেশকে ভালোবাসবে,



এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

সপ্তম শ্রেণির ২য় অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা

সকল বিষয়য়ের সকল শ্রেণির অ্যাসাইনমেন্ট দ্রুত পেতে আমাদের নিচের ফেজবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন। ও অ্যাসাইনমেন্ট গ্রুপে জয়েন করুন।


আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391

সতর্কতাঃ তোমরা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম শ্রেণি এসাইনমেন্টটি হুবুহ কপি করবেনা। কপি করলে তোমাদের খাতা বাতিল হতে পারে। আর খাতা বাতিল হলে বিডিপ্রাইমারি.কম দায়ী নয়।

ধন্যবাদ সকলকে পোস্টটি পড়ার জন্য। আমাদের সাথেই থাকু

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন