অবসরের তারিখ বের করার নিয়ম finding out the date of retirement

অবসরের তারিখ বের করার নিয়ম
অবসরের তারিখ বের করার নিয়ম


সরকারি চাকরিজীবীদের সবার অবসরের তারিখ বের করা নিয়ে কনফিউশনের শেষ নেই। অনেকে জানেন না অবসরের তারিখ বের করার নিয়ম। 

অবসরের তারিখ বের করা নিয়ে অর্থ মন্ত্রণালয় ১৪/২/২০২১ একটি পরিপত্র জারি করে। সেখানে খুব সুন্দর করে এর ব্যখ্যা দেওয়া আছে। যেখানে একটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। আমরা সেই উদাহরনের আলোকে একটি উদাহরণ দিয়ে বিষয়টি আরো পরিষ্কার করার চেষ্টা করলাম।


অবসরের তারিখ বের করার উদাহরণঃ

ধরা যাক কোন একজন ব্যক্তি x এর জন্ম কারিখ ১/১/১৯৬৩ সাল।

তার ছুটি পাওনা থাকলে অর্থাৎ মঞ্জুরীকৃত অবসর-উত্তর ছুটি বা (PRL) পিআরএল ভোগ করতে না চাইলে তার অবসর হবে-

১৯৬৩+৫৯বছর=২০২২ সাল

অর্থাৎ অবসর হবে ৩১/১২/২০২১

কিন্তু (PRL) পিআরএল ভোগ করতে চাইলে

১৯৬৩+৫৯বছর+১বছর=২০২৩

চুড়ান্ত অবসর গ্রহনের তারিখ হবে ১/১/২০২৩

জিজ্ঞাসিত কিছু প্রশ্ন ও উত্তর

প্রশ্নঃ অবসরের তারিখ কি চাকরি শুরুর তারিখের সাথে ৬০ বছর যোগ করে করত হবে?
উত্তরঃ না, জন্ম তারিখ থেকে ৬০ বছর যোগ হবে।

আরো পড়ুনঃ PRL ও LPR কী? PRL এবং LPR এর মধ্যে পার্থক্য।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন