প্রাক প্রাথমিক গান তালিকা ও গানগুলো

প্রাক প্রাথমিকের ১৪টি গানের তালিকা ও গানগুলো

প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক গান শেখানো হয় শিশু শ্রেণিতে। প্রাক প্রাথমিকে মোট ১৪টি গান শেখানো হয়। এই ১৪টি গানের তালিকা নিয়ে আজকের পোস্টটি সাজানো হয়েছে।

প্রাক প্রাথমিক শ্রেণির ছড়া গান

{tocify} $title={Table of Contents}

১. ঝড় এলো এলো ঝড়
২. মাথা, কাধ, হাটু, পায়ের পাতা
৩. লাল ঝুটি কাকাতুয়া
৪. আয় আয় চাঁদ মামা
৫. এমন মজা হয় না
৬. আমাদের দেশটা স্বপ্নপুরী
৭. আমরা সবাই রাজা
$ads={1}
৮. আমরা করব জয়
৯. দোল দোল দোলনী
১০. একদিন ছুটি হবে
১১. মেঘের কোলে রোদ
১২. এক ছিল টোনা
১৩. প্রজাপতি
১৪. ক য়ে কলা খ য়ে খাই


গান-১

ঝড় এলো এলো ঝড়

---------------------------
ঝড় এলো এলো ঝড়
আম পড় আম পড়
কাঁচা আম পাকা আম
টক টক মিষ্টি
এই যা! এলো বুঝি বৃষ্টি।।

গান-২

মাথা, কাঁধ,

---------------------------
মাথা, কাঁধ,
হাঁটু ও পায়ের পাতা, হাঁটু ও পায়ের পাতা।
চোখ আর কান আর মুখ আর নাক।
মাথা, কাঁধ,
হাঁটু ও পায়ের পাতা, হাঁটু ও পায়ের পাতা।
চোখ আর কান আর মুখ আর নাক।

$ads={1}

গান-৩

লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না

---------------------------
লাল ঝুঁটি কাকাতুয়া ধরেছে যে বায়না
চাই তার লাল ফিতে চিরুনি আর আয়না
জেদ বড় লাল পেড়ে টিয়া রং শাড়ি চাই
মন ভরা রাগ নিয়ে হলো মুখ ভারী তাই
বাটা ভরা পান দেব মান কেন যায়না
লাল ঝুঁটি কাকাতুয়া -----------

গান-৪

আয় আয় চাঁদ মামা

---------------------------
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।
ধান ভানলে কুড়ো দেব,
মাছ কাটলে মুড়ো দেব,
কালো গাইয়ের দুধ দেব,
দুধ খাবার বাটি দেব
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।

$ads={1}

গান-৫

এমন মজা হয়না গায়ে সোনার গয়না

---------------------------

এমন মজা হয়না গায়ে সোনার গয়না
বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা
আজকে বুবুর মুখে হাসি কালকে বুবুর বিয়ে
বর আসবে পালকি চড়ে বকুল তলা দিয়ে
বর আসতে দেব না, বুবুর কাছে নেব না
ও ববু ু তোর বরকে বলিস আনতে আমার খাজনা
এমন মজা হয়না............।


গান-৬

আমাদের দেশটা স্বপ্নপুরী

-----------------------------------
আমাদের দেশটা স্বপ্নপুরী
সাথী মোদের ফুলপরী
লালপরী নীলপরী নীলপরী লালপরী
সবার সাথে ভাব করি
সবার সাথে ভাব করি
আমাদের দেশটা......
এইখানে মিথ্যা কথা কেউ বলে না
এইখানে অসৎ পথে কেউ চলে না
নেই কোন মিথ্যা অপমান
ছোট বড় সবাই সমান
ভালবাসা দিয়ে জীবন গড়ি... জীবন গড়ি

$ads={1}

গান-৭

আমরা সবাই রাজা

-----------------------------------
আমরা সবাই রাজা
আমরা সবাই রাজা
আমাদের এই রাজার রাজত্বে
নইলে মোদের রাজার সনে
মিলব কি সত্বে
আমরা সবাই রাজা........।
আমরা যা খুশি তাই করি,
তবু তার খুশিতে চরি (২)
আমরা নই বাধা নই
দাসের রাজার ত্রাসের দাসত্বে
নইলে মোদের.........।
রাজা সবারে দেন মান,
সে মান আপনি ফিরে পান (২)
মোদের খাটো করে
রাখে না কেউ কোন অসত্যে
নইলে মোদের..........
আমরা সবাই রাজা .........।
আমরা চলব আপনা মতে,
শেষে মিলব তারি সাথে
আমরা মরব না কেউ
বিফলতার বিষম আবর্তে
নইলে মোদের.............
আমরা সবাই রাজা ।

গান-৮

আমরা করবো জয় আমরা করবো জয়

-----------------------------------
আমরা করবো জয় আমরা করবো জয়
আমরা করবো জয় একদিন ।
ও হো বুকের গভীরে,আমরা জেনেছি যে,
আমরা করবো জয় একদিন ।
আমাদের নেই কোন ভয়, আমাদের নেই কোন ভয়,
আমাদের নেই কোন ভয় আজকে।
ও হো বুকের গভীরে, আমরা জেনেছি যে,
আমরা করবো জয় একদিন।
আমরা নই একা আমরা নই একা,
আমরা নই একা আজকে,
ও হো বুকের গভীরে, আমরা জেনেছি যে,
আমরা নই একা আজকে।
শান্তির হবে জয়, শান্তির হবে জয়,
শান্তির হবে জয় একদিন।
ও হো বুকের গভীরে, আমরা জেনেছি যে,
শান্তির হবে জয় নিশ্চয়। ঐ

$ads={1}

গান-৯

দোল দোল দোলনি

-----------------------------------
দোল দোল দোলনি
রাংগা মাথায় চিরুনি
এনে দেব হাট থেকে মান তুমি করো না (২)
চেয়ে দেখ ডালিম ফুলে ঐ জমেছে মৌ
বউ কথা কয় ডাকছে পাখি
কয় না কথা বউ (২)
নতুন নতুন খোপাটে
গয়না সোনার গায়েতে
আরও দেব নাকের নোলক
মান তুমি করো না..........ঐ।

গান-১০

একদিন ছুটি হবে, অনেক দূরে যাব,

-----------------------------------
একদিন ছুটি হবে, অনেক দূরে যাব,
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো।।
যেখানে থাকবে না কোন শাসন,
থাকবে না নিয়মের কোন বাঁধন, ও ও ও।
পাখি হয়ে উড়বো, ফুল হয়ে ফুটবো
পাতায় পাতায় শিশির হয়ে হাসি ছড়াবো।
একদিন ছুটি ............

$ads={1}

গান-১১

মেঘের কোলে রোদ হেসেছে

-----------------------------------
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি, আ হা হা হা হা
আজ আমাদের ছুটি ও ভাই
আজ আমাদের ছুটি, আ হা হা হা হা ।
কি করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি, আ হা হা হা হা ।
মেঘের কোলে ---------
আ হা হা হা হা ।
কেয়া পাতার নৌকা গড়ে
সাজিয়ে দেব ফুলে
তাল দিঘীতে ভাসিয়ে দেব
চলবে দুলে দুলে।
রাখাল ছেলের সঙ্গে ধেনু
চড়াব আজ বাজিয়ে বেণু
মাখব গায়ে ফুলের রেণু
চাঁপা বনে লুটি, আ হা হা হা হা
মেঘের কোলে --------
আ হা হা হা হা । 

গান-১২

এক ছিল টোনা আর এক ছিল টুনি

-----------------------------------
এক ছিল টোনা আর এক ছিল টুনি
টোনা বলে ওরে টুনি পিঠা কর (২ বার)
টোনা টুনিকে বলে, চাল আন, ডাল আন
তবে তো পিঠা
এক ছিল টোনা আর এক ছিল টুনি
টোনা বলে ওরে টুনি পিঠা কর
টোনা বাজারে গেল, চাল আনিল ডাল আনিল
টোনা টুনিকে দিল
টুনি পিঠা বানাল
টোনাকে খেতে দিল
(এমন সময়) দুষ্টু ছেলেরা সব ঢিল ছুড়িল
এক ছিল টোনা আর এক ছিল টুনি
টোনা বলে ওরে টুনি পিঠা কর

গান-১৩

প্রজাপতি প্রজাপতি

-----------------------------------
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই, এমন রঙিন পাখা
টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা
কোথায় পেলে ভাই, এমন রঙিন পাখা
তুমি টুলটুলে বনফুলে মধু খাও
মোর বন্ধু হয়ে সেই মধু দাও
ওই পাখা দাও সোনালী রূপালী পরাগ মাখা
কোথায় পেলে ভাই............।
মোর মন যেতে চায় না পাঠশালাতে
পজ্র াপতি! তুি ম নিয়ে যাও সাথী করে, তোমার সাথে
প্রজাপতি! তুমি হাওয়ায় নেচে নেচে যাও
আর তোমার মতো করে আনন্দ দাও
এই জামা ভাল লাগে না
দাও জামা ছবি আঁকা
কোথায় পেলে ভাই, এমন রঙিন পাখা
প্রজাপতি প্রজাপতি
কোথায় পেলে ভাই, এমন রঙিন পাখা।

$ads={1}



গান-১৪

ক এ কলা খ এ খাই

-----------------------------------
ক এ কলা খ এ খাই
এত বেশি খেতে নাই
গ এ গরু ঘ এ ঘাস
কত ঘাস খেতে চাস?
ঙ বলে কোলা ব্যাঙ
সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ
ক খ গ ঘ ঙ
চ এ চোখ ছ এ ছল
চোখ দুটো ছলছল
জ এ জল ঝ এ ঝিল
কত জল ঝিলমিল
ঞ বলে মিঞা ভাই
ভয় নাই ভয় নাই
চ ছ জ ঝ ঞ
ট এ টুপি ঠ এ ঠিক
হেরে গেলে ঠিক ঠিক
ড এ ডাল ঢ এ ঢোল
 ঢাকে ঢোলে শোরগোল
তালু আর জিভে মিলে মূর্ধণ্য ণ
ট ঠ ড ঢ ণ
ত এ তুমি থ এ থামি
থামবো না তুমি আমি
দ এ দাঁত ধ এ ধার
কার দাঁতে কত ধার
দাঁতে আর জিভে মিলে হলো দন্ত্য ন
ত থ দ ধ ন
প এ পাক ফ এ ফল
রাজা গেল রসাতল
ব এ বোন ভ এ ভাই
কত বোন কত ভাই
ম এ মাটি ম এ মা মাটি আমার মা
প ফ ব ভ ম
য এ যাবে র এ রথ
রথ যাবে ছাড়ো পথ
ল এ লাল ব এ বাতি
জ্বলছে রে লাল বাতি
তালব্য শ এ বলে বেশি বেশি কেন নিলে
য র ল ব শ
তালু আর জিভে মিলে মূর্ধণ্য ষ
দাঁতে আর জিভে মিলে হয় দন্ত্য স
ষ এ ষাঁড় স এ সাপ
পালা সাপে ওরে বাপ
ঝোপ বুঝে কোপটা মারবো
হ এ হাতি ড় এ বড়
হাতি দেখ কত বড়
ঢ এ ফোটা দিলে ঢ়
মধু বড় গাঢ়
ৎ এ কুপোকাৎ ফট করে বাজিমাত
ং ঃ ঁ



আরো পড়ুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন