প্রাথমিকে দুই লক্ষ টাকার কাজ যে কাজে ব্যায় করা যাবে (মাইনর মেরামতের শর্তাবলী)

পিইডিপি ৪ এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দকৃত অর্থে মাইনর মেরামত কার্য সম্পাদন।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অর্থ বিভাগের পত্র নং-৩৮.১৫০.১৮০.০২৬.০০.০০.৪৬২).২০১৮-৭৯৫, তারিখ: ১৬ মে ২০২৩। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় ২০২২-২৩ অর্থবছরে ২২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তোলিকা সংযুক্ত) প্রতিটি বিদ্যালয়ে ০২ (দুই) লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দপ্রাপ্ত বিদ্যালয়সমূহে নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালনপূর্বক মেরামত কার্য সম্পাদন করা প্রয়োজন:

প্রাথমিক বিদ্যালয়ের মেরামত ব্যায়ের শর্তাবলী

বরাদ্দকৃত অর্থে বিদ্যালয়ের প্রয়োজনীয়তার নিরিখে নিম্নোক্ত ক্ষেত্রে মেরামত কার্যক্রম সম্পন্ন করা যাবে: 

ক) বিদ্যালয় ভবন, ওয়াশব্রক এবং টয়লেটের ক্ষতিত্ন্ত প্রাস্টার মেরামত, 

খ) দরজা, জানালা, বেঞ্চ, চেয়ার, কলাপসিবল গেট ইত্যাদি মেরামত 

গ) ছাদের সিলিং/আস্তর মেরামত, 

ঘ) ভবনের ওয়াল, কলাম, বীম এবং ছাদের ফাটল মেরামত, 

ঙ) বিদ্যালয় ভবনের দরজা, জানালা রংকরণ,

চ) টাইলস যেদি থাকে), সিড়ির রেলিং, বিদ্যালয়ের গেট এবং ড্রেনেজ সিস্টেম মেরামত, 

ছ) ব্ল্যাক বোর্ড প্রাস্টারকরণ এবং রংকরণ

জ) টয়লেট এর পাইপ, ড্রেন, বেসিন, কমোড, প্যান ইত্যাদি মেরামত/প্রতিস্থাপন, 

ঝ) টিউবওয়েল এর প্লাটফর্ম মেরামত এবং টিউবওয়েলের যন্ত্রাংশ প্রতিস্থাপন, 

ঞ) বিদ্যালয় ভবনের বৈদ্যুতিক ব্যবস্থা (সুইচ, ওয়্যারিং, ফ্যান ইত্যাদি) মেরামত, 

ট) বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটকরণ, 

ঠ) বিদ্যালয় ভবনের নিরাপত্তার স্বার্থে যেকোন মেরামত, 

ড) এছাড়াও বিদ্যালয়ের চাহিদাভিত্তিক অন্যান্য মেরামত।

মাইনর মেরামতের শর্তাবলী (1)

মাইনর মেরামতের শর্তাবলী



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন