প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২ পোস্টে সকলকে স্বাগতম।  আজকের এই পোস্টে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ ৩য় ধাপের প্রশ্ন সমাধান নিয়ে আলোচনা করবো।  এখানে সম্পূর্ণ নির্ভুল অর্থাৎ শতভাগ নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করা হবে।  আপনারা যারা ৩/০৬/২০২২ তারিখ  প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায়  অংশগ্রহণ করেছেন তাদেরকে প্রশ্ন ফেরত দেওয়া হয়নি।  তাই অনেক পরীক্ষার্থী হয়তো তাদের কত মার্কস থাকবে সেই বিষয় নিয়ে চিন্তিত।

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ ৩য় ধাপের প্রশ্ন সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২০ এর প্রশ্নপত্র সহ তৃতীয় ধাপের প্রশ্ন সমাধান এখানে দেওয়া হবে।  আপনারা যারা আপনাদের কত মার্কস থাকবে তা নিয়ে চিন্তিত আছেন তারা নিচের প্রশ্নের উত্তর দেখে মিলিয়ে নিতে পারেন।

{tocify} $title={Table of Contents}

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ ৩য় ধাপের প্রশ্ন সমাধান ২০২২ এ ৮০ টি প্রশ্নের উত্তর অপশনসহ দেওয়া হবে।   শিক্ষক নিয়োগ পরীক্ষায় সকল পরীক্ষার্থীর  সেট কোড এক হয় না । এবার ২০২২ সালে ৪ টি সেট করে পরীক্ষা নেওয়া হয়েছে।  সেট কোড গুলো হল

  •  পদ্মা
  •  মেঘনা
  •  যমুনা
  •  সুরমা
আরো পড়ুন

৩য় ধাপের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন সমাধান

এই চারটি সেট কোডের আপনি হয়তো একটি পেয়েছেন।  এখানে প্রত্যেকটি সেট কোডের আলাদা আলাদা করে প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বিরম্বনা হবে এবং আপনাদের উত্তরটি খুঁজে পেতে জামেলা হতে পারে।  তাই এখানে একটিমাত্র সেট   কোডের  উত্তর দেওয়া হবে।  আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেট কোনটি সাথে এই সেট কোডের উত্তরগুলো মিলিয়ে নিতে পারেন। 

৩য় ধাপে সারা বাংলাদেশে ৩১ টি জেলায় ৩য় ধাপের  প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।  ৩১ টি জেলার লিস্ট নিচে দেওয়া হল। 

প্রাইমারি তৃতীয় ধাপের প্রশ্ন সমাধান


১। জয়পুরহাট (সম্পূর্ণ) ৩য় ধাপ
২। বগুড়া (সম্পূর্ণ) ৩য় ধাপ
৩। নওগাঁ (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
৪। নাটোর (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
৫। পাবনা (সম্পূর্ণ) ৩য় ধাপ
৬। কুষ্টিয়া (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
৭। চুয়াডাঙ্গা (সম্পূর্ণ) ৩য় ধাপ
৮। ঝিনাইদহ (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
৯। নড়াইল (সম্পূর্ণ) ৩য় ধাপ
১০। সাতক্ষীরা (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
১১। মেহেরপুর (সম্পূর্ণ) ৩য় ধাপ
১২। বাগেরহাট (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
১৩। জামালপুর (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
১৪। নারায়ণগঞ্জ (সম্পূর্ণ) ৩য় ধাপ
১৫। রাজবাড়ী (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
১৬। গোপালগঞ্জ (সম্পূর্ণ) ৩য় ধাপ
১৭। শরীয়তপুর (সম্পূর্ণ) ৩য় ধাপ
১৮। কক্সবাজার (সম্পূর্ণ) ৩য় ধাপ 
১৯। পিরোজপুর  (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
২০। পটুয়াখালী (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
২১। ঝালকাঠি (সম্পূর্ণ) ৩য় ধাপ
২২। ভোলা (সম্পূর্ণ) ৩য় ধাপ
২৩। বরগুনা (সম্পূর্ণ) ৩য় ধাপ
২৪। সুনামগঞ্জ (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ
২৫। হবিগঞ্জ (অবশিষ্ট  আংশিক) ৩য় ধাপ
২৬। ঠাকুরগাঁ (সম্পূর্ণ) ৩য় ধাপ
২৭। দিনাজপুর (সম্পূর্ণ) ৩য় ধাপ
২৮। নীলফামারী (সম্পূর্ণ) ৩য় ধাপ
২৯। পঞ্চগড় (সম্পূর্ণ) ৩য় ধাপ
৩০। কুড়িগ্রাম (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ 
৩১। গাইবান্ধা (অবশিষ্ট আংশিক) ৩য় ধাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২ ৩য় ধাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২ ৩য় ধাপ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ২০২২ ৩য় ধাপ

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০২২ ৩য় ধাপ


প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২২ ৩য় ধাপের  পরীক্ষার্থীরা আপনারা নিশ্চয় জানেন আপনাদের চারটি সেট করে পরীক্ষা নেওয়া হয়েছে নিচে পদ্মা সেটের  প্রশ্ন সমাধান দেয়া হলো।  তবে এটি মূলত নিচের সেটগুলোর প্রশ্ন সমাধান হিসেবে ভূমিকা রাখবে।

৩য় ধাপের পদ্মা সেটের প্রশ্ন সমাধান, ৩য় ধাপের মেঘনা সেটের প্রশ্ন সমাধান, ৩য় ধাপের যমুনা সেটের প্রশ্ন সমাধান, ৩য় ধাপের সুরমা সেটের প্রশ্ন সমাধান.

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ ৩য় ধাপের প্রশ্ন সমাধান

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো? 

ক. ১২৪ খ. ২৫০ গ. ১২৩ ঘ) ১৪৫

উত্তরঃ গ ১২৩

২। He is jealous — my prosperity. 

ক) FOR খ) OF গ)  WITH ঘ) OVER

উত্তরঃ খ. of

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার? 

ক) ২৪    খ) ২৫  গ) ২১  ঘ) ২০

উত্তরঃ ক- ২৪

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে- 

ক. সুক্ষকোণে সমদ্বিখন্ডিত করে

থ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে

$ads={1}

উত্তরঃ খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

৫। ক এর ১৫% যদি খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত? 

ক) ৫.৩ খ) ৪.৩ গ) ৩.৪ ঘ) ৫.২

উত্তরঃ গ. ৩:৪

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ 

উত্তরঃ ক) ১০৫

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ

উত্তরঃ গ) অবস্থাবাচক

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৫৫  খ. ৬৫

গ. ৭৫  ঘ. ৪৫  

উত্তরঃ গ) ৭৫

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

ক. ২/৫ খ. ৪/৯ গ. ১/৩ ঘ. ৩/৭ 

উত্তরঃ গ) ১/৩

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ

গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট 

উত্তরঃ খ) কনসার্ট ফর বাংলাদেশ

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬ 

উত্তরঃ ঘ) ১৯৭৬

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২ 

উত্তরঃ ক) ৪

১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক. Who will be done the work?

খ. By whom will the work be done?

গ. By whom the work will be done?

ঘ. Who will done the work?  

উত্তরঃ খ) By whom will the work be done?

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম

গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ  

উত্তরঃ সুকান্ত ভট্টাচার্য

১৫। What is the adjective form of the word `People’?

ক) Popularity  খ) Popularize গ) Populous ঘ) Popular 

$ads={1}

উত্তরঃ গ) Populous

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭ 

উত্তরঃ ক) ৮

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব

গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল 

উত্তরঃ গ) মুজিব একটি জাতির রূপকার

১৮। A person who was before another person refers to—-.

ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor 

উত্তরঃ ঘ) predecessor 

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬ 

উত্তরঃ  ঘ) ৩৬

২০। The study of plants—-

ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany 

উত্তরঃ  ঘ) Botany 

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ 

উত্তরঃ ঘ) ৮

২২। ব্যাকরণের কাজ কী

ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা

গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা 

উত্তরঃ ঘ) ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা 

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য

গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য 

উত্তরঃ ক) কর্মে শুন্য 

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার 

উত্তরঃ খ) রিসোর্স

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন

গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান 

উত্তরঃ গ) মুক্তিযুদ্ধ

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২ 

উত্তরঃ ঘ) ১৯৫২ 

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম

গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম 

উত্তরঃ  খ) প্যারিস মিউজিয়াম

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০ 

উত্তরঃ খ) ৬০৮০ 

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত

গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার 

উত্তরঃ দুদিকে অপ যার

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা 

উত্তরঃ ক) সংকোচ

৩১।  What is the synonym of ‘Competent’?

ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet 

উত্তরঃ ক) Capable

৩২। কোন শব্দটির বানান সঠিক?

ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয় 

উত্তরঃ  খ) দূষণীয়

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ

গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ 

উত্তরঃ গ) পন্ডিত হয়েও যিনি মূর্খ

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —

ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন 

উত্তরঃ গ. মিথেন

৩৫। The Antonym of the word ‘awesome’ —

ক. majestic খ. disgusting গ. grand ঘ. Daunting

উত্তরঃ খ. disgusting

$ads={1}

৩৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

ক. ৩০ খ. ১৮ গ. ২০ ঘ. ২৫ 

উত্তরঃ ঘ. ২৫ 

৩৭। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?

ক. ২০.১০ খ. ২০.৫০ গ. ২৫ ঘ. ২৫.১০ 

উত্তরঃ ক. ২০.১০

৩৮। Which is the verb of the word ‘Ability’?

ক. Ableness খ. Able গ. Ably ঘ. Enable  

উত্তরঃ ঘ. Enable

৩৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?

ক. Round Table Conference

খ. Royal Technical Committee

গ. Rawalpindi Technical Committee

ঘ. Road and Transport Corporation 

উত্তরঃ ক. Round Table Conference

৪০। What is the adjective of the word ‘Heart’?

ক.Heartful খ. Heart গ. Hearten ঘ. Heartening 

উত্তরঃ ঘ. Heartening 

৪১। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে?

ক. নির্মলেন্দু গুণ খ. শামসুর রাহমান

গ. ফরহাদ মজহার ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লা 

উত্তরঃ ক. নির্মলেন্দু গুণ

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার

গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার 

উত্তরঃ ঘ. ওজোনস্ফিয়ার 

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ 

উত্তরঃ খ. পশ্চিম

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব

গ. বিষাক্ত তামা ঘ. অহংকার 

উত্তরঃ খ. অর্থের কু প্রভাব

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ 

উত্তরঃ  ঘ. শতাংশ 

৪৬। Which one is similar to Adult:Child

ক. Horse:Mare খ. Cat:Kitten

গ. Swine:Saw ঘ. Human:Animal 

উত্তরঃ খ. Cat:Kitten

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক

গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম 

উত্তরঃ ঘ. জাহানারা ইমাম 

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১ 

উত্তরঃ খ. ২৭

৪৯। Which spelling is correct?

ক) ‍Secretariate খ) Secretariet গ) Secretariat ঘ) Secreturiate 

উত্তরঃ গ) Secretariat 

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

ক.এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ.এইচডিএল 

উত্তরঃ ঘ.এইচডিএল 

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে- 

ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ     

উত্তরঃ ক. ইউনেস্কো

৫২। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-

ক. বৃন্দাবন দাস খ. চন্ডীদাস গ. গোবিন্দদ দাস ঘ. মুকুন্দ দাস 

উত্তরঃ খ. চন্ডীদাস

৫৩। “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ

ক. ভয়ংকর ঘটনা খ. মহা বড় ঝাপটা

গ. তুমুল কাণ্ড ঘ. কথা কাটাকাটি 

উত্তরঃ গ. তুমুল কাণ্ড

৫৪। ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-

ক. তাজউদ্দিন আহমেদ খ. শেরে বাংলা এ.কে ফজলুল হক

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. শেখ হাসিনা 

উত্তরঃ 

৫৫। If a substance is cohesive, it tends to ——-

ক. Break easily খ. retain heat

গ. Bend without difficulty ঘ. stick together 

উত্তরঃ ঘ. stick together 

৫৬। Which is the meaning of ‘White Elephant’?

ক. A hoarder খ. A black marketer

গ. A very costly or troublesome possession

ঘ. An elephant of white colour  

উত্তরঃ গ. A very costly or troublesome possession

৫৭। He insisted — my going there

ক. to খ. on গ. for ঘ. over  

উত্তরঃ খ. on

৫৮। A ‘Myth’ is—-

ক. to খ. on গ. for ঘ. Over  

উত্তরঃ গ. for

৫৯। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?

ক. বাবা খ. আত্মীয়-স্বজন গ. শিক্ষক ঘ. মা 

উত্তরঃ ঘ. মা 

$ads={1}

৬০। Sin is to confess as fault is to—

ক. admit খ. accept গ. consider ঘ. forgive 

উত্তরঃ ক. admit 

৬১। নিচের কোনটি তৎসম শব্দ?

ক. নারিকেল খ. গেরাম গ. চামার ঘ. মাটি 

উত্তরঃ ক. নারিকেল

৬২। The reading of history is interesting. এখানে reading কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

ক. Verbal Noun খ. Gerund গ. Adverb ঘ. Uncountable Noun 

উত্তরঃ ক. Verbal Noun

৬৩।পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

ক. শ্রীলঙ্কা খ. বাংলাদেশ গ. ভারত ঘ. চীন 

উত্তরঃ ঘ. চীন 

৬৪। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধানের জাত? 

ক) খ) গ) ঘ) 

উত্তরঃ গ. ব্রি বঙ্গবন্ধু-১০০

৬৫। যদি (6x-y,13) = {1,3x+2y) হয়, তাহলে (x,y) = কত?

ক. (1,5) খ. (5,1) গ. (2,3) ঘ. (3,2)

উত্তরঃ ক. (1,5)

৬৬। এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?

ক. ৪৫ খ. ৪০ গ. ৩৫ ঘ. ৫০ 

উত্তরঃ খ. ৪০

 ৬৭। “Felicitation” means —-

ক. To conduct something খ. Readings books

গ. Felling bad ঘ. Expression of good wish

উত্তরঃ ঘ. Expression of good wish

৬৮। একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

ক. মনিটর খ. টাচ্ স্ক্রিন গ. কি বোর্ড ঘ. মাদার বোর্ড 

উত্তরঃ ক. মনিটর

৬৯। ’ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?

ক. হামিদুজ্জামান খান খ. অখিল পাল গ. মর্তুজা বশীর ঘ. মৃণাল হক

উত্তরঃ  ঘ. মৃণাল হক

৭০। পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ? 

ক)  ২৫ জুন ২০২২ খ)  ৩০ জুন ২০২২

গ)  ১ জুলাই ২০২২  ঘ) ১৬ ডিসেম্বর ২০২২

উত্তরঃ ক. ২৫ জুন ২০২২

৭১। ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 

ক. ৪২ খ. ৪৩ গ. ৪০ ঘ. ৪১ 

উত্তরঃ  ৪৩

৭২। ২৩০.৫১.৫ = কত? 

ক. ৩ খ. ২ গ. ৫ ঘ. ১ 

উত্তরঃ খ. ২

৭৩। ‘Out and out’ means- 

ক. to get out খ. thoroughly গ. not at all  ঘ. someone from outside

উত্তরঃ খ. thoroughly

৭৪। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি? 

ক. আমাদের ছোট রাসেল সোনা 

খ. মায়া মাখা একটি নাম রাছেল

গ. রাসেলের দিনগুলি

ঘ. আমাদের ছোট রাজকুমার

উত্তরঃ ক. আমাদের ছোট রাসেল সোনা

৭৫। GPS এর পূর্ণাঙ্গ রূপ কী? 

ক. Global pointing system

খ. Global processing System

গ. Global Positioning System

ঘ.  General Positioning System

উত্তরঃ গ. Global Positioning System

৭৬। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি? 

ক. সংবাদ পরিক্রম খ. বঙ্গ গ. চরণপত্র  ঘ. চরমপত্র

উত্তরঃ ঘ. চরমপত্র

৭৭। “শীতার্ত” শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? 

ক. শীত+আর্ত খ. শীত+ত্ গ. শীত+ঋত ঘ. শীত + অর্ত

উত্তরঃ গ. শীত+ঋত

৭৮। নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক? 

ক. বিদ্যালয়ে উপস্থিতির হার

খ. 

গ. পঠন ও গণিতের দক্ষতা 

ঘ. ছেলে ও মেয়ে শিশুর অনুপাত

উত্তরঃ ক. বিদ্যালয়ে উপস্থিতির হার

৭৯। Penny wise pound _____ 

ক. rich

খ. poor

গ. callour

ঘ.  foolish

উত্তরঃ ঘ. foolish

৮০। শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়? 

ক. ১৯৭১

খ. ১৯৫২

গ. ১৯৬১

ঘ.  ১৯৬৯

উত্তরঃ ঘ.১৯৬৯


আরো পড়ুনঃ 

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ ২য় ধাপের প্রশ্ন সমাধান

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ ১ম ধাপের প্রশ্ন সমাধান

প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২২ ১ম ধাপের রেজাল্ট

আরো কিওয়ার্ডঃ

২য় ধাপের প্রাইমারি পরীক্ষার প্রশ্ন সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন জেলায় কত জন

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান

প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৭

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান ২০১৯ ৩য় ধাপ


1 মন্তব্যসমূহ

  1. সেট ২৫৯৪ এই প্রশ্ন পত্রটা আমার প্রয়োজন ছিলো
    আমার জিমেইল forhad.monpura1999@gmail.com

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন