GPF/ জিপিএফ সুদের হার ২০২২-২৩ অর্থবছর

জিপিএফ সুদের হার ২০২২-২৩ অর্থবছর

সরকারি চাকুরিজীবীদের অনেকের মানেই প্রশ্ন জাগে যে প্রতিবছরই কি মুনাফার হার নির্ধারণ হয়? উত্তর হলো হ্যা প্রতিবছরই জিপিএফ সুদের হার নির্ধারণ করা হয়। তবে সেটা আগের বছরের মতই হতে পারে অথবা পরিবর্তন ও হতে পারে।

জিপিএফ সুদের হার

এই ২০২২-২০২৩ অর্থবছরে জিপিএফ সুদের হারে পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ আগের বছরের মতই ১১% থেকে ১৩% এর মধ্যে রয়েছে। তবে জিপিএফ সুদের হার নিয়ে অনেকের মানে অনেক ধরনের প্রশ্ন জাগ্রত হয়। চলুন আমরা জেনে নিই সেই সব প্রশ্নের উত্তর।

👉 জিপিএফ সুদের হার কি সবসময় ১৩% থাকে?

উত্তরঃ না, সরকার ইচ্ছা করলে এটা হ্রাস বৃদ্ধি করতে পারে। আবার ব্যক্তির টাকার পরিমাণের উপর এটা নির্ভর করে।

👉 জিপিএফ সুদের হার ১৩% কত টাকা থেকে কত টাকার মধ্যে?

উত্তরঃ ২০২২-২০২৩ অর্থবছর অনুযায়ী ১৫ লক্ষ টাকার নিচে ১৩% সুদ কর্যকর হবে। 

👉 জিপিএফ সুদের হার ১২% কত টাকা থেকে কত টাকার মধ্যে?

উত্তরঃ ২০২২-২০২৩ অর্থবছর অনুযায়ী ১৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার নিচে ১২% সুদ কর্যকর হবে। 

👉 জিপিএফ সুদের হার ১১% কত টাকা থেকে কত টাকার মধ্যে?

উত্তরঃ ২০২২-২০২৩ অর্থবছর অনুযায়ী ৩০ লক্ষ টাকার উপরে ১১% সুদ কর্যকর হবে। 

জিপিএফ মুনাফার হার ২০২২-২৩

The General Provident Fund Rules, 1979 এর  Rule 12(1) এবং The Contributory Provident Fund 1979 এর Rule 12 এর বিধান অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাগেশ সরকারের হিসাবে অন্তর্ভুক সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) এবং প্রদেয় ভবিষ্য তহবিল (সিপিএফ) এর জন্য ২০২২-২০২৩ অর্থ বছরের সুনাফা ছার (Rate of Profit) স্লাব ভিত্তিক নিমনরুপভাবে নির্ধারণ করা হয়েছে।

জিপিএফ সুদের হার ২০২২-২৩

আরো পড়ুনঃ

🔶🔶 জিপিএফ ও সিপিএফ এর পার্থক্য

1 মন্তব্যসমূহ

  1. সুদ চিরদিনের জন্য হারাম।। সকল ধর্মে সুদ হারাম।

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন