৫ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন

৫ম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনী প্রশ্ন সাজেশন


প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ জন্য বিজ্ঞান বিষয়ে ১৫ টি বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া হবে যেখানে ৪টি করে অপশন থাকবে। সঠিক উত্তরটিতে টিক (✓) চিহ্ন দিতে হবে। নিচে ৫ম/ পঞ্চম শ্রেণির বিজ্ঞান বিষয়ের সকল অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নগুলো অধ্যায়ভিত্তিক দেওয়া হলো।

পঞ্চম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় আমাদের পরিবেশ বহুনির্বাচনী প্রশ্ন

১। গ্রাম এলাকায় কিছু ব্যক্তি ব্যাঙ ধরে বিক্রি করে। এক্ষেত্রে কী ঘটতে পারে?
ক. পোকামাকড়ের সংখ্যা কমে যাবে
খ. ফসলের উৎপাদন বেড়ে যাবে
গ. পরিবেশের ভারসাম্য নষ্ট হবে
ঘ. পুকুরের মাছ বেড়ে যাবে
উত্তরঃ পরিবেশের ভারসাম্য নষ্ট হবে
২। যদি কোনো এলাকার ব্যাঙের সংখ্যাকমতে থাকে তাহলে নিচের কোনটি ঘটার সম্ভাবনা বেশি?
ক. ঘাস বড় হয়ে অধিক লম্বা হয়ে যাবে
খ. পাখি বেশি পরিমান মাছ খেতে পারবে
গ. মাছের সংখ্যা বৃদ্ধি পাবে
ঘ. ফড়িং এর সংখ্যা বৃদ্ধি পাবে
উত্তরঃ ফড়িং এর সংখ্যা বৃদ্ধি পাবে
৩। মিলনদের গ্রামের কৃষকেরা ফলানো ও বাসস্থান তৈরির জন্য জড়বস্তুর উপর নির্ভর করে। জড় বস্তুটি কী হতে পারে?
ক. পানি খ. মাটি গ. বায়ু ঘ. আলো
উত্তরঃ মাটি
৪। তোমার মতে একজন বাড়ন্ত শিশুর শ্বাস গ্রহণ পান করা ও প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য কী কী উপাদানের দরকার হয়।
ক. সূর্যের আলো, পানি ও মাটি
খ. বায়ু পানি ও খাবার
গ. সূর্যের আলো, খাবার ও পানি
ঘ. সুর্যের আলো, পানি ও খাবার
উত্তরঃ বায়ু পানি ও খাবার
৫। ইমু স্কুলে যাওয়ার সময় দেখল রাস্তার পাশে একটি ভেড়া মরে পড়ে  আছে। ভেড়াটির মৃতদেহ কিসে পরিণত হবে?
ক. ইউরিয়া সারে খ. মাটিতে
গ. প্রাকৃতিক সারে ঘ. গ্যাসে
উত্তরঃ প্রাকৃতিক সারে
৬। মাহিনদের বাগানে ফুল গাছে তিনটি প্রাণী পরাগয়ন ঘটিয়ে নতুন উদ্ভিদের বীজ সৃষ্টি করে। কোন প্রাণী তিনটি এ কাজে সহায়তা করে?
ক. মৌমাছি, প্রজাপতি ও ঘাসফড়িং
খ. পাখি, মৌমাছি ও মশা মাছি
গ. পিপড়া, প্রজাপতি ও পাখি
ঘ. মৌমাছি, প্রজাপতি ও পাখি
উত্তরঃ মৌমাছি, প্রজাপতি ও ঘাসফড়িং
৭। জাভেদ একটি ইট দিয়ে মাঠে কোনো একটি স্থানে ঘাস চাপা দিয়ে রাখল। কিছুদিন পর কী ঘটবে?
ক. ঘাস মরে যাবে
খ. ঘাস অপরিবতির্ত থাকবে
গ. ঘাস গাঢ় সবুজ হয়ে যাবে
ঘ. ইটটি সরে যাবে
উত্তরঃ ঘাস মরে যাবে
৮। নিচের কোনটির জন্য প্রাণী উদ্ভিদের ওপর নির্ভরশীল? 
ক. আলো খ. পানি 
গ. বীজ ঘ. খাদ্য 
উত্তরঃ খাদ্য
৯। খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 
ক. ঘাষ ফড়িং → তৃণ জাতীয় উদ্ভিদ → সাপ → ব্যাঙ 
খ. ব্যাঙ → ঘাষ ফড়িং → তৃণ জাতীয় উদ্ভিদ → সাপ 
গ. সাপ → ঘাস ফড়িং → তৃণ জাতীয় উদ্ভিদ → ব্যাঙ
ঘ. তৃণ জাতীয় উদ্ভিদ → ঘাষ ফড়িং → ব্যাঙ → সাপ 
উত্তরঃ তৃণ জাতীয় উদ্ভিদ → ঘাষ ফড়িং → ব্যাঙ → সাপ
১০।সবুজ পাতার ক্লোরোফিল নিচের কোন কাজে সহায়তা করে? 
ক. খাদ্য তৈরিতে খ. বংশ বৃদ্ধিতে 
গ. শ্বাসকার্যে ঘ. পরাগায়নে 
উত্তরঃ খাদ্য তৈরিতে
১১। উদ্ভিদের খাদ্য তৈরির সময় বায়ু থেকে কী গ্রহণ করে? 
ক.কার্বন-ডাই-অক্সাইড খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোঅক্সাইড
উত্তরঃ কার্বন-ডাই-অক্সাইড
১২। কোনটি শক্তির প্রধান উৎস? 
ক. পানি খ. বায়ু 
গ. মাটি ঘ. সূর্য 
উত্তরঃ সূর্য
১৩। প্রাণী শ্বাসকার্যের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে? 
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. ফসফরাস ঘ. কার্বন ডাই-অক্সাইড 
উত্তরঃ অক্সিজেন
১৪। পরিবেশের জড় উপাদান কোনটি? 
ক. মানুষ খ. গরু 
গ. ছাগল ঘ. পুকুর 
উত্তরঃ পুকুর
১৫। ফড়িং কোন স্তরের খাদক? 
ক. প্রথম খ. দ্বিতীয়
গ. তৃতীয় ঘ. বিয়োজক 
উত্তরঃ প্রথম
১৬। উদ্ভিদ ও প্রাণী কোন উপাদানদ্বয়ের জন্য বেঁচে থাকে? 
ক. পানি ও আলো খ. মাটি ও পানি 
গ. পানি ও তাপ ঘ. মাটি ও আলো 
উত্তরঃ মাটি ও পানি
১৭। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী উৎপন্ন করে? 
ক. আলো খ. বাতাস
গ. তাপ ঘ. খাদ্য 
উত্তরঃ খাদ্য
১৮। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন উপাদানটি অধিক প্রয়োজন? 
ক. তাপ খ. চাপ 
গ. পানি ঘ. আলো 
উত্তরঃ পানি
১৯। কোনটির জন্য উদ্ভিদের পাতা সবুজ দেখা যায়? 
ক. ক্যারোটিন খ. ক্লোরোপ্লাস্ট 
গ. ক্লোরোসেন্ট ঘ. ক্লোরোফিল 
উত্তরঃক্লোরোফিল
১৯। কোনটির মাধ্যমে উদ্ভিদের পরাগায়ন ঘটে? 
ক. মানুষ খ. পশু
গ. জীবজন্তু ঘ. কীটপতঙ্গ 
উত্তরঃ কীটপতঙ্গ
২০। প্রানী কোনটির ওপর খাদ্যের জন্য নির্ভরশীল থাকে? 
ক. সৌরশক্তি খ. মাটি 
গ. উদ্ভিদ ঘ. পরিবেশ 
উত্তরঃ 
২১। কোনটি পরিবেশের জীব উপাদান? 
ক. পাহাড় খ. জঙ্গল 
গ. পুকুর ঘ. কীটপতঙ্গ  
উত্তরঃ কীটপতঙ্গ  
২২। কোনটি জীব পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. বাজপাখি খ. বাতাস
গ. সমুদ্র ঘ. মাটি
২৩। নিচের কোনটি জড় পরিবেশের উপাদান?
ক. পাথর খ. উদ্ভিদ
গ. মাছ ঘ. পাখি
২৪। যেকোনো বাস্তুসংস্থান কয়টি খাদ্য শৃঙ্খল থাকতে পারে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. একাধিক
উত্তরঃ একাধিক
২৫। পরাগায়ন প্রক্রিয়ায় উদ্ভিদের কোনটি ঘটে?
ক. বংশবৃদ্ধি হয় খ. খাদ্য তৈরি হয়
গ. শ্বসন ক্রিয়া ঘটে ঘ. খাদ্য শৃঙ্খল গঠিত হয়
উত্তরঃ বংশবৃদ্ধি হয়
২৬। নিচের কোনটি জড় পরিবেশের উপাদান?
ক. পাথর খ. মাছ
গ. উদ্ভিদ ঘ. পাখি
উত্তরঃ পাথর
২৭। খাদ্য তৈরির পর উদ্ভিদ বায়ুমন্ডলে কোনটি নির্ভর করে?
ক. হাইড্রোজেন খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ অক্সিজেন
২৮। পরাগায়ন না হলে উদ্ভিদের কী সৃষ্টি হতো না?
ক. পাতা খ, ফুল
গ. ফল ঘ. বীজ
উত্তরঃ বীজ
২৯। উদ্ভিদ বায় ুথেকে কোনটি গ্রহণ করে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃকার্বনডাইঅক্সাইড
৩০। কোনটি উদ্ভিদের বীজ বিভিন্ন স্থানে ছড়ায়?
ক. উদ্ভিদ খ. জীব
ঘ. অণুজীব ঘ. প্রাণী
উত্তরঃ প্রাণী
৩১। কোনটি উদ্ভিদ ও প্রাণীর জীবনকে নানাভাবে প্রভাবিত করে?
ক. পাথর খ. মাটি
গ. বালি ঘ. কাগজ
উত্তরঃ মাটি
৩২। নিচের কোনটি খাদ্য শৃঙ্খল তৈরিতে অংশগ্রহণ করে না?
ক. তৃণ খ. ঘাসফড়িং
গ. ব্যাঙ ঘ. সূর্য
উত্তরঃ সূর্য
৩৩। সবুজ পাতায় খাদ্য তৈরিতে কোনটি ব্যবহৃত হয় না?
ক. পানি খ. ক্লোরোফিল
গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. অক্সিজেন
উত্তরঃ অক্সিজেন
৩৪। কোনটি জীব পরিবেশের অন্তর্ভুক্ত?
ক. আলো খ. নদী
গ. মানুষ ঘ. জঙ্গল
উত্তরঃ মানুষ
৩৫। পাহাড় কোন পরিবেশের উপাদান?
ক. জড় খ. জীব 
গ. সামাজিক ঘ. মরু
উত্তরঃমর
৩৬। প্রাণীরা শ্বাসকার্যে কোনটি গ্রহণ করে?
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. হিলিয়াম
উত্তরঃ অক্সিজেন
৩৭। কোন জড় পদার্থগুলো জীবের জীবনধারণের জন্য গুরুত¦পূর্ণ ভ‚মিকা পালন করে?
ক. বৃষ্টি, নদী, পাখি খ. সূর্য, পানি, বায়ু
গ. সাগর, সাপ, বালি ঘ. ইট, কাগজ, হাতী
উত্তরঃ সূর্য, পানি, বায়ু
৩৮। শক্তির প্রধান উৎস কী?
ক. কয়লা খ. তেল
গ. সূর্য ঘ. জীবাশ্ম জ¦ালানি
উত্তরঃ সূয
৩৯। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য কোনটি প্রয়োজন?
ক. কার্বন ডাইঅক্সাইড খ. বস্ত
গ. শিক্ষা ঘ. শক্তি
উত্তরঃ কার্বন ডাইঅক্সাইড
৪০। উদ্ভিদ কার আবাসস্থল?
ক. মানুষ খ. পাখি
গ. হাতি ঘ. গরু
উত্তরঃ মানুষ
৪১। সুন্দরবনের হরিণ ও বাঘের সংখ্যা ক্রমশ কেন কমে যায়?
ক. বন উজার হওয়ারকারেণ
খ. অন্যান্য প্রাণী বৃদ্ধি পাওয়ার কারণে
গ. মাছ ধরার নৌকা চলাচলের কারনে
ঘ. জোয়ার ভাটার কারনে
উত্তরঃ বন উজার হওয়ারকারেণ
৪২। উদ্ভিদ খাদ্য তৈরিতে কোন শক্তিটি ব্যবহার করে?
ক. শব্দ খ. আলো
গ. তাপ ঘ. বিদ্যুৎ
উত্তরঃ আলো
৪৩। সকল প্রাণী বায়ু থেকে গ্রহণ করে
ক. নাইট্রোজেন খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন ঘ. কার্বন ডাইঅক্সাইড
উত্তরঃ অক্সিজেন
৪৪। ক্লোরোফিল হচ্ছে সবুজ কণিকা বা উদ্ভিদের 
ক. কার্বন ডাইঅক্সাইড তৈরিতে সাহায্য করে
খ. খাদ্য তৈরিতে সাহায্য করে
গ. মাটির উর্বরতা বৃদ্ধি করে
ঘ. উদ্ভিদের বংশবৃদ্ধি করে
উত্তরঃ খাদ্য তৈরিতে সাহায্য করে
৪৫। রুমি টবে দুটি ফুল গাছ লাগা দুদিন পর দেখল গাছগুলো মারা গেছে। টবে কিসের অভাব ছিল?
ক. অক্সিজেন খ. কার্বন ডাইঅক্সাইড
গ. আলো ঘ. পানি
উত্তরঃ পানি
৪৬। তোমাদের পুকুরে বিভিন্ন ধরনের মাছের চাষ করা হয়। মাছগুলো কোন ধরনের জীবের অন্তুর্ভূক্ত?
ক. পতঙ্গের খ. পানির 
গ. মাটির ঘ, খাদক
উত্তরঃ খাদক
৪৭। নিচের কোন সারিটির বেচে থাকার জন্য অক্সিজেন ওকার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়?
ক. আম গাছ ও কাঠাল গাছ
খ. কাঠাল গাছ ও গাড়ি
গ. বাস এবং ঘোড়া
ঘ. হারিকেন এবং বিদ্যুৎ
উত্তরঃ আম গাছ ও কাঠাল গাছ
৪৮। নিচের কোন সারির তিনটি উপাদান উদ্ভিদের খাদ্য তৈরির জন্য প্রয়োজন হয়?
ক. পানি,তাপ ,অক্সিজেন
খ. পানি, কার্বন ডাইঅক্সাইড ,সূর্যতাপ
গ. পানি, চিনি ,বায়ু
ঘ. পানি, অক্সিজেন, বায়ু
উত্তরঃ পানি, কার্বন ডাইঅক্সাইড ,সূর্যতাপ
৪৯। প্রাণীর বেচে থাকার জন্য প্রধানত প্রয়োজন
ক. হাত, পা ও চোখ খ. চোখ, নাক এবং কান
গ. আলো, মাটি এবং পুষ্টি ঘ. খাদ্য,পানি এবং বায়ু 
উত্তরঃ খাদ্য,পানি এবং বায়ু
৫০। একটি মৌমাছি ফুলে ফুলে ঘুরে বেড়াছে সে ক্ষেত্রে কোনটি ঘটবে?
ক. পরাগায়ন খ. বীজের বিস্তরণ
গ. পাতা সৃষ্টি ঘ. ফল সৃষ্টি
উত্তরঃ পরাগায়ন
গ. অক্সিজেন ঘ. নাইট্রোজেন



আরো পড়ুনঃ 
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ২ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৩ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৪ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৫ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৬ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৭ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৮ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ৯ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১০  বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১১ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১২ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১৩ বহুনির্বাচনী
  • ৫ম শ্রেণি বিজ্ঞান অধ্যায় ১৪ বহুনির্বাচনী

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন