৫ম শ্রেণির বিজ্ঞান বিষয়ের সকল অধ্যায়ের মধ্যে এখানে ৮ থেকে ১০ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নউত্তর দেওয়া হলো।
৫ম শ্রেণির বিজ্ঞান ৮ অধ্যায় মহাবিশ্ব বহুনির্বাচনী
১। দিন রাত্রির কারণ হল
(ক) পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে
(খ) সূর্য উদয় হয় ও অস্ত যায়
(গ) পৃথিবী নিজ অক্ষের ওপরে পাক খায়
(ঘ) চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরে
উত্তরঃ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে
২. ঋতু পরিবর্তন হয় কখন?
(ক) পৃথিবীর আহ্নিক গতির জন্য
(খ) পথিবীর বার্ষিক গতির জন্য
(গ) পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার বলে
(ঘ) সূর্যের তাপমাত্রার পরিবর্তন ঘটে বলে
উত্তরঃ পথিবীর বার্ষিক গতির জন্য
৩. কোনটি সৌরজগতের বন্তু নয়?
(ক) পৃথিবী (খ) ধূমকেতু
(গ) গ্যালাক্সি (ঘ) চাঁদ
উত্তরঃ গ্যালাক্সি
৪. সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র কোনটি?
(ক) চাঁদ (খ) গ্যালাক্সি
(গ) নীহারিকা (ঘ) সূর্য
উত্তরঃ সূর্য
৫. যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তাদের কী বলে?
(ক) চন্দ্র (খ) নক্ষত্র
(গ) উল্কা (ঘ) নীহারিকা
উত্তরঃ নক্ষত্র
৬. বিপুল সংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে তৈরি হয় কোনটি?
(ক) নীহারিকা (খ) নক্ষত্র
(গ) মহাবিশ্ব (ঘ) সৌরজগৎ
উত্তরঃ মহাবিশ্ব
৭. কোথায় অসংখ্য নক্ষত্র আছে?
(ক) সৌরজগতে (খ) ছায়াপথে
(গ) গ্রহে (ঘ) উপগ্রহে
উত্তরঃ ছায়াপথে
৮. চাঁদ, সূর্য, তারা এগুলো এক নামে কী বলে পরিচিত?
(ক) গ্রহ (খ) নক্ষত্র
(গ) জ্যোতিষ্ক (ঘ) নীহারিকা
উত্তরঃজ্যোতিষ্ক
৯. সৌরজগতের গ্রহ সংখ্যা কয়টি?
(ক) ৭ (খ) ৮
(গ) ৯টি (ঘ) ১০টি
উত্তরঃ ৮
১০. পৃথিবী ছাড়া সৌরজগতের আরও কয়টি গ্রহ রয়েছে?
(ক) ৭ (খ) ৮
(গ) ৯টি (ঘ) ১০ি
উত্তরঃ ৭
১১. কোনটি পৃথিবীর নিকটতম তারকা?
(ক) চাঁদ (খ) সূর্য
(গ) ধূমকেতু (ঘ) বুধ
উত্তরঃ সূর্য
১২. সৌরজগতের কোনটির নিজের আলো আছে?
(ক) পৃথিবী (খ) চাঁদ
(গ) সূর্য (ঘ) শুকতারা
উত্তরঃ সূর্য
১৩. সৌরজগতে মোট কত গুলো উপগ্রহ রয়েছে?
(ক) ৯টি (খ) ২৪টি
(গ) ৩৫টি (ঘ) ৪১টি
উত্তরঃ৪১টি
১৪. বৃহস্পতির কয়টি উপগ্রহ আছে?
(ক) ১৬টি (খ) ১৭টি
(গ) ২০টি (ঘ) ২১টি
উত্তরঃ১৬টি
১৫. উপগ্রহ কোনটি?
(ক) ছায়াপথ (খ) সূর্য
(গ) চন্দ্র (ঘ) পৃথিবী
উত্তরঃ চন্দ্র
১৬. নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ?
(ক) সূর্য (গ) চাঁদ
(গ) মঙ্গল (ঘ) শুক্র
উত্তরঃ চাঁদ
১৭. পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে?
(ক) বুধ (খ) চাঁদ
(গ) শুক্র (ঘ) শনি
উত্তরঃ চাঁদ
১৮. পৃথিবীর কয়টি উপগ্রহ আছে?
(ক) ১টি (খ) ২টি
(গ) ৩টি (ঘ) ৪টি
উত্তরঃ১টি
১৯. চাঁদের আলো কোন ধরনের আলো?
(ক) প্রতিফলিত (খ) প্রতিসরিত
(গ) নিজস্ব (ঘ) ধার করা
উত্তরঃ প্রতিফলিত
২০. পৃথিবীর নিকটতম জ্যোতিষ্ক কোনটি?
(ক) বুধ (খ) শুক্র
(গ) মঙ্গল (ঘ) চাঁদ
উত্তরঃ চাঁদ
২১. সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
(ক) বুধ (খ) শুক্র
(গ) পৃথিবী (ঘ) মঙ্গল
উত্তরঃ বুধ
২২. কোনটির নিজের আলো আছে?
(ক) পৃথিবী (খ) চাঁদ
(গ) সূর্য (ঘ) বুধ
উত্তরঃ সূর্য
২৩. পৃথিবী চাঁদের কত গুণ বড়?
(ক) ৩০ গুণ (খ) ৪০ গুণ
(গ) ৫০ গুণ (ঘ) ৬০ গুণ
উত্তরঃ৫০ গুণ
২৪. সূর্যের চারপাশে ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে
(ক) ৩০০ দিন (খ) ৩৬৪ দিন
(গ) ৩৬৫ দিন (ঘ) ৪০০ দিন
উত্তরঃ৩৬৫ দিন
২৫. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
(ক) বৃহস্পতি (খ) শুক্র
(গ) বুধ (ঘ) মঙ্গল
উত্তরঃ বৃহস্পতি
২৬. সূর্য পৃথিবী থেকে কত দূরে অবস্থিত?
(ক) ১০ কোটি কি.মি.
(খ) ১৫ কোটি কি. মি.
(গ) ১৪ কোটি কি. মি.
(ঘ) ২০ কোটি কি.মি.
উত্তরঃ১৫ কোটি কি. মি.
২৭. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে?
(ক) ৮.১৮ মি (খ) ৮.২০ মি.
(গ) ৮.৩২ মি. (ঘ) ৮.১৬ মি.
উত্তরঃ৮.২০ মি.
২৮. বাইনাকুলার দিয়ে আকাশ দেখলে অসংখ্য উজ্জল বস্তু দেখা
যায়। এদেরকে কী বলে?
(ক) মেঘ (খ) জ্যোতিষ্ক
(গ) বরফ খন্ড (ঘ) নীহারিকা
উত্তরঃজ্যোতিষ্ক
২৯. কোনটি বড়?
(ক) চন্দ্র (খ) সূর্য
(গ) পৃথিবী (ঘ) মঙ্গল
উত্তরঃ সূর্য
৩০. কোনটি সৌরজগতের বস্ত নয়?
(ক) পৃথিবী (খ) ধুমকেতু
(গ) গ্যালাক্সি (ঘ) চাদ
উত্তরঃ গ্যালাক্সি
৩১. কোন উক্তিটি শুদ্ধ?
(ক) সূয এর্ক গ্রহ (খ) সূর্য ্একটি নক্ষত্র
(গ) সূর্য একটি গ্রহাণু (ঘ) সুর্য একটি উপগ্রহ
উত্তরঃ সূর্য ্একটি নক্ষত্র
৩২. সৌরজগতের গ্রহ কয়টি?
(ক) সাতটি (খ) আটটি
(গ) নয়টি (ঘ) দশটি
উত্তরঃ আটটি
৩৩. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
(ক) বুধ (খ) পৃথিবী
(গ) শনি (ঘ)নেপচুন
উত্তরঃ বুধ
৩৪. মহাকাশ বিজ্ঞানীরা গবেষণার কোন যন্ত্রটি ব্যবহার করেন?
(ক) দুরবীক্ষণ যন্ত্র (খ) অণুবীক্ষণ যন্ত্র
(গ) থার্মোমিটার (ঘ) মাইক্রোস্কোপ
উত্তরঃদুরবীক্ষণ যন্ত্র
৩৫. পৃথিবীর কোন গতির কারণে ঋতু পরিবর্তন হয়?
(ক) রৈখিক (খ) বৃত্তাকার
(গ) আহ্নিক (ঘ) বার্ষিক
উত্তরঃ বার্ষিক
৩৬. মহাকাশের বস্তু মিল্কিওয়ে কী?
(ক) একটি নক্ষত্র (খ) একটি উপগ্রহ
(গ) একটি গ্যালাক্সি (ঘ) একটি ধুমকেতু
উত্তরঃ একটি গ্যালাক্সি
৩৭. আমাদের কয় ঋতু?
(ক) ৫ (খ)৬
(গ) ৭ (ঘ)৮
উত্তরঃ৬
৩৮.কিসের আলোকিত অংশের পরিমান ভিন্ন ভিন্ন হয়?
(ক) চাদের (খ) পৃথিবীর
(গ) বুধের (ঘ) শনির
উত্তরঃ চাদের
৩৯. কোনটির দশা পরিবর্তন হয়?
(ক) পৃথিবী (খ) চাদ
(গ) সূর্য (ঘ) শুক্র
উত্তরঃ চাদ
৪০. চাদ সূর্য ও গ্রহদের স চাদম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করেছেন কে?
(ক) গ্যালিলিও (খ) নিউটন
(গ) হাকিংস (ঘ) আইনস্টাইন
উত্তরঃ গ্যালিলিও
৪১. পৃথিবীর চারদিকে কোনটি ঘিরে আছে?
(ক) সূয (খ) চন্দ্র
(গ) সমুদ্র (ঘ) বায়ুমন্ডল
উত্তরঃ বায়ুমন্ডল
৪২.সূর্য এবং এর গ্রহ উপগ্রহ ও গ্রহাণুপুঞ্জ নিয়ে একত্রে কোনটি গঠিত?
(ক) বিশ্বজগৎ (খ) সৌরজগৎ
(গ) নক্ষত্রমন্ডলী (ঘ) জ্যোতিষ্কমন্ডলী
উত্তরঃসৌরজগৎ
৪৩. যখন পৃথিবীর উত্তর গোলার্দে সূর্যের দিকে হেলে থাকে তখন সে অংশ কোন ঋতু থাকে?
(ক) গ্রীষ্ম (খ) বর্ষা
(গ) শরৎ (ঘ) শীত
উত্তরঃ গ্রীষ্ম
৪৪. লাটিম যেমন নিজ অক্ষেরচারদিকে ঘুরে পৃথিবীও তেমনি কার চারদিকে ঘুরে
(ক) চাদ (খ) সূয
(গ) তারা (ঘ) ছায়াপথ
উত্তরঃ সূয
৪৫. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলাহয়
(ক) মহাকাশ বিজ্ঞান (খ) পদার্থ বিজ্ঞান
(গ) সৌরবিজ্ঞানী (ঘ) জ্যোতিবিজ্ঞান
উত্তরঃজ্যোতিবিজ্ঞান
৪৬.পৃথিবী আপন অক্ষের উপর দিনে একবার পাক খায়। এর ফলে কোনটি ঘটে?
(ক) দিন ওরাত (খ) ঋতু পরিবর্তন
(গ) পূর্ণিমা হয় (ঘ) বছর হয়
উত্তরঃ দিন ওরাত
৪৭. যদি আমরা আলোর গতির চেয়ে অর্ধেক গতিতে চলতে পারতাম তাহলে গ্যালাক্সি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগত?
(ক) ৬৫,০০০ বছর (খ)১,৩০,০০০ বছর
(গ) ২,৬০,০০০ বছর (ঘ)৫,২০,০০০ বছর
উত্তরঃ২,৬০,০০০ বছর
৪৮. শিমুল তার ছোট ভাইকে মহাকাশের মিল্কিওয়ে নামে একটি বস্তুর কথা বলল। বস্তুটি মুলত কী?
(ক) তারকা (খ)সূর্য
(গ) চাদ (ঘ) গ্যালাক্সি
উত্তরঃ গ্যালাক্সি
৪৯. মে থেকেজুন মাস বাংলাদেশে গ্রীষ্মকাল। এ সময় পৃথিবী কোন গোলার্ধে হেলে থাকে?
(ক) দক্ষিণ গোলার্ধে (খ) পূব গোলাধে
(গ) উত্তর গোলার্ধে (ঘ) পশ্চিম গোলার্ধে
উত্তরঃ উত্তর গোলার্ধে
৫০. চাদ হলো পৃথিবীর একমাত্র
(ক) গ্রহ (খ) উপগ্রহ
(গ) নক্ষত্র (ঘ) গ্যালাক্সি
উত্তরঃ উপগ্রহ
৫১. যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূযের বিপরীত দিকে হেলে থাকে তখন সে অংশে কোন ঋতু বিরাজমান?
(ক) শীতকাল (খ) গ্রীষ্মকাল
(গ) শরৎকাল (ঘ) বসন্তকাল
উত্তরঃ শীতকাল
সঠিক উত্তরগুলোর পিডিএফ ফাইল পাওয়া
উত্তরমুছুনযাবে কি?
কি খবর কেমন আছ সবাই
মুছুন