প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা ২০২৩ pdf

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা  ২০২৩ pdf


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় (প্রশাসন- শাখা) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা  ২০২৩ প্রকাশ করেছে। 

প্রজাপনটির প্রকাশকাল
তারিখ: ২৯ ভাদ্র, ১৪৩০ বঙ্গাব্দ/১৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টব্দ

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা  ২০২৩


১। শিরোনাম।- এই বিধিমালা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা  ২০২৩
নামে অভিহিত হইবে।

২। সংজ্ঞা। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই বিধিমালায়.- 
(১) ”কষিশন' অর্থ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন;
(২. জিপিএ' অর্থ Grade Point Average (GPA)
(৩) "তফসিল' অর্থ এই বিধিমালার কোনো তফসিল;

(৪) 'নিয়োগকারী কর্তৃপক্ষ' অর্থ সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ঘে কোনো
কর্মচারী

৫) 'পদ' অর্থ তফসিলে উল্লিখিত কোনো লন;
৬) প্রয়োজনীয় যোগ্যতা" অর্থ সংশিষ্ট পদের জন্য তফসিলে উল্লিখিত যোগ্যতাঃ

১১৮৮৪ বাংলাদেশ গেজেট, অতিরি্, সেপ্টেম্বর ১৩, ২০২৩

(৭) শিক্ষানবিশ" অর্থ কোনো পদে শিক্ষানবিশ হিসাবে নিযুক্ত কোনো ব্যক্তি;

(৮) 'সিজিপিএ' অর্থ Cumulative  Grade Point Average (CGPA)

(৯) স্বীকৃত বিশ্ববিদ্যালয়" বা স্বীকৃত  প্রতিষ্ঠান বা স্বীকৃত ইনস্টিটিউট" বা স্বীকৃত  বোর্ড, অর্থ কোনো আইন দারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, ইনস্টিটিউট বা বোর্ড এবং এই বিধিমালার উদ্দেশ্য পূরণকরে, কমিশনের সহিত পরামর্শকৃমে, সরকার কর্তৃক অনুনোদিত বলিয়া ঘোষিত অন্য কোনো বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান, ইনস্টিটিউট বা বোর্ড।

৩। নিয়োগ পদ্ধতি ১) গণপ্রজাতত্রী বাংলাদেশের সংবিধানের ২৯(৩) অনুচ্ছেদের উদ্দেশা
পুরণকরে সংরক্ষণ সংক্রান্ত নির্দশাবলি এবং তফসিল সাপেক্ষে, কোনো পদে নিম্নবর্ণিত পদ্ধতিতে
নিয়োগ প্রদান করা যাইবে,

(ক) সরাসরি নিয়োগের মাধামে;
(খ) পদোন্নতির সাধামে; এবং
(গ) প্রেষণে বদলির মাখানে।

প্রাথমিক শিক্ষক/কর্মচারী নিয়োগ বিধিমালা  ২০২৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা  ২০২৩
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা  ২০২৩

প্রাথমিক শিক্ষক/কর্মচারী নিয়োগ বিধিমালা  ২০২৩


প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা  ২০২৩ pdf download করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন।




আরো পড়ুনঃ

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন