সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫


সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক ২৮ আগস্ট ২০২৫ তারিখে প্রাকশিত হয়েছে। এই নিয়োগ বিধিমালা ”সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা - ২০১৯” ও ”প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২৩” আপগ্রেড বিধিমালা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অনেক সংগঠন অনেকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করে চলেছে। সেই দাবিগুলোর কিছুটা এই বিধিমালার দ্বারা পূরণ হয়েছে। নিচে ২০২৫ সালের এই প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫

শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষার সবচেয়ে বড় ভিত তৈরি হয় প্রাথমিক বিদ্যালয় থেকেই। শিশুদের জীবনে প্রথম দীক্ষাগুরু হচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাই প্রাথমিক স্তরের শিক্ষকদের মানোন্নয়ন, স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা এবং দক্ষ শিক্ষক নিশ্চিত করা আজকের সময়ের সবচেয়ে বড় দাবি।

২০২৫ সালের নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা এই দাবি পূরণের পথ তৈরি করছে। এই নীতিমালায় নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও আধুনিক করা হয়েছে। যোগ্য প্রার্থীরা যাতে মেধা ও দক্ষতার ভিত্তিতে শিক্ষক হতে পারেন, সেটাই হবে এই নীতিমালার প্রধান উদ্দেশ্য।

প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ এর সারসংক্ষেপ

শিরোনাম ও প্রবর্তন।—(১) এই বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ নামে অভিহিত হইবে।

নিয়োগকারী: সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে কোনো কর্মকর্তা

নিয়োগ পদ্ধতি:  ২টি পদ্ধতিতে নিয়োগ দেওয়া হবে। ক) সরাসরি নিয়োগ খ) পদোন্নতির মাধ্যেমে নিয়োগ

ক) সরাসরি নিয়োগ: 

  • ৯৩% নিয়োগ হবে মেধায়। এর মধ্যে ২০% নিয়োগ হবে স্নাতক পর্যায়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী দ্বারা। অবশিষ্ট ৭% এর মধ্যে-
  • ৫% মুক্তিযোদ্ধার সন্তানদের দ্বারা।
  • ১% ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনগণ দ্বারা।
  • ১% শারীরিক প্রতিবন্ধীদের দ্বারা।

প্রাথমিক সহকারী শিক্ষক সরাসরি নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা: 

✅ স্নাতক বা স্নাতকোত্তর ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ।

 সহকারী শিক্ষক (সংগীত):-
সংগীত বিষয়ে ২য় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২য় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংগীত বিষয়ে ১ বৎসরের কোর্স সম্পন্নকারী।
 সহকারী শিক্ষক ( শারীরিক শিক্ষা):-
২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীসহ Bped (Bachelor of physical education) প্রশিক্ষণ সম্পন্নকারী অথবা শারীরিক শিক্ষা বা ক্রীড়া শিক্ষা বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্নকারী।

প্রাথমিক সহকারী শিক্ষক সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা

✅ প্রধান শিক্ষক ও  সহকারী শিক্ষক সকল ক্ষেত্রে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বৎসর।

খ) পদোন্নতির মাধ্যেমে: প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে:- ৮০% পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষার মৌলিক প্রশিক্ষণ (সিইনএড/ডিপিএড) সম্পন্নকারী হতে হবে। চাকুরী স্থায়ীকরণসহ ১২ বৎসরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

সহকারী শিক্ষক সরাসরি নিয়োগ লিখিত পরীক্ষার নম্বর বিভাজন

নতুন নিয়োগে লিখিত পরীক্ষা হবে ৯০ নাম্বারের। এর মধ্যে-
  • বাংলা ---------------২৫
  • ইংরেজি -------------২৫
  • সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) -----২০
  • গণিত ও দৈনন্দিন বিজ্ঞান---২০
  • মৌখিক পরীক্ষা হবে ১০ নাম্বারের।
  • সর্বনিম্ন পাশ নম্বর ৫০%
  • সময় ৯০ মিনিট

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ PDF ও ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫















Download Primary School Teacher Recruitment Rules Pdf

২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আধুনিক ও স্বচ্ছ করেছে। এই নীতিমালার মাধ্যমে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ করা হলে প্রাথমিক শিক্ষার মান বহুগুণ বৃদ্ধি পাবে। এর ইতিবাচক প্রভাব পড়বে গোটা দেশের শিক্ষা ব্যবস্থায়।

FAQs (প্রশ্নোত্তর)

১. শিক্ষক নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কত?

স্নাতক বা স্নাতকোত্তর ২য় শ্রেণি অথবা সমমানের সিজিপিএ।

২. বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছে?

সকল প্রার্থীর জন্য ৩২ বছর।

৩. লিখিত পরীক্ষার বিষয়গুলো কী কী?

বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞান।

৪. কোটার সুবিধা কাদের জন্য প্রযোজ্য?

মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ গোষ্ঠি প্রার্থীদের জন্য।

৫. ২০২৫ সালের নিয়োগ প্রক্রিয়ায় নতুনত্ব কী?

কোটা বিন্যাস, যোগ্যতা, নিয়োগ প্রক্রিয়া, পদোন্নতি ও পরীক্ষার নম্বর বিভাজন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন