পিইসিই বা ও বি সাজেশন ২০১৯ (pece ba o bi suggestion 2019)


পিইসিই বা ও বি সাজেশন ২০১৯ (pece ba o bi suggestion 2019)

আগামীকাল অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ  বিশ্বপরিচয় বিষয়টি। 
পরীক্ষার  খুবই সন্নিকটে এসে অথবা পরীক্ষার আগের দিন ভালোভাবে পড়তে গেলে সম্পুর্ণ বই বা সিলেবাস ভলোভাবে শেষ করা সম্ভব হয়না। এই মুহূর্তে একটি সর্ট নির্দেশনার প্রয়োজন পড়ে। অর্থাৎ একটি সর্ট সাজেশন প্রয়োজন পড়ে।


অধ্যায়-১ (আমাদের মুক্তিযুদ্ধ)
প্রশ্ন: 
১। মুজিবনগর সরকার কী? এ সরকার গঠন করা হয়েছিল কেন? মুজিবনগর সরকার গঠনের চারটি ফলাফল লেখ।
২। মুক্তিযুদ্ধ কী? মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল কেন? মুক্তিযুদ্ধের চারটি ফলাফল লেখ।
৩। মুক্তিযুদ্ধ কী ? মুক্তিযুদ্ধে সমগ্র বাঙালি জাতি জড়িয়ে পড়ে কেন? মুক্তিযুদ্ধে নারীদের চারটি ভূমিকা লেখ।

অধ্যায়-২ (ব্রিটিশ শাসন)
প্রশ্ন:
১। বাংলার শিক্ষা ও অর্থনীতিতে ব্রিটিশদের প্রভাব ছয়টি বাক্যে লেখ।
২। তিতুমির কে ছিলেন? তিনি বাশেঁর কেল্লা নির্মাণ করেন কেন? ব্রিটিশ বিরোধী চারটি আন্দোলনের নাম লেখ।
অধ্যায়-৩ (বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন)
প্রশ্ন: 
১। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত?  এটি নির্মাণ করা হয়েছিল কেন? পাহাড়পুর সম্পর্কে চারটি বাক্য লেখ।

অধ্যায়-৪ ( বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প)
প্রশ্ন:
১। পাট কী? পাট কলগুলো নদী তীরবর্তী অঞ্চরে গড়ে ওঠে কেন? পাট শিল্পের চারটি গুরুত্ব লেখ।
২। কুটির শিল্প  কাকে বলে? বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে চারটি পার্থক্য লেখ।

অধ্যায়-৫ ( জনসংখ্যা)
প্রশ্ন:
১। দক্ষ জনসম্পদ কী? দক্ষ জনসম্পদ প্রয়োজন কেন? দক্ষ জনসম্পদ গড়ে তোলার চারটি উপায় লেখ।

অধ্যায়-৬ (জলবায়ু এবং দুর্যগ)
প্রশ্ন:
১। অনিবার্য কারণ ছাড়া গাছ কাটা উচিত নয় কেন? গাছ কাটলে পরিবেশের  দুইটি সম্ভাব্য ক্ষতির নাম লেখ। গাছ সংরক্ষণে তোমার তিনটি করণীয় লেখ।
২। নদী ভাঙন কী? নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয় কেন? নদীভাঙনের চারটি মানবসৃষ্ট কারণ লেখ।
 অধ্যায়-৭ ( মানবাধিকার)
প্রশ্ন:
১। অটিজম কী? অটিস্টিক শিশুর সাথে ভাল ব্যবহার করবে কেন? বিদ্যালয়ে অটিস্টিক  বন্ধুদের সাহায্য করার চারটি উপায় লেখ।
অধ্যায়-৮ (নারী-পুরুষ সমতা)
প্রশ্ন:
১। রোকেয়া দিবস কত তারিখে? বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? নার ী নির্যাতনের চারটি কুফল  উল্লেখ কর।
অধ্যায়-৯( আমাদের দায়িত্ব ও কর্তব্য)
প্রশ্ন:
১। পরিবার কী? তুমি পরিবারের বয়স্কদের সাহায্য করবে কেন? বয়স্কদের সাহায্য করার চারটি উপায় লেখ।
২। দুর্ঘটনা ক? দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসার প্রয়োজন কেন? ঘরের বাইরে নিরাপদ থাকার চারটি উপায়ে লেখ।
অধ্যায়-১০ (গণতান্ত্রিক মনোভাব
প্রশ্ন:
১। গণতান্ত্রিক মনোভাব কী? বিদ্যালয়ে গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণের পাঁচটি ধাপ উল্লেখ কর।
অধ্যায়-১১ ( বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি)
প্রশ্ন:
১। গারোদের নিজস্ব ভাষার নাম কী? ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতি আমরা কীভাবে গণতান্ত্রিক মনোভাব প্রকাশ করতে পারি চারটি বাক্যে লেখ।
২। ত্রিপুরারা কোন ধর্মের অনুসারী? বাংলাদেশে ত্রিপুরাদের কয়টি দফা রয়েছে। ত্রিপুরাদের সমাজব্যবস্থার স্বরুপ চারটি বাক্যে আলোচনা কর।


প্রাথমিক সমাপনী পরীক্ষায় বাংলাদেশ ও বিশ্বপরিচয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে ‍ভালো করা অর্থাৎ এ প্লাস পাওয়া খুবই সহজ। এখানে মোট ১৩ টি অধ্যায় রযেছে।পরীক্ষায় পুর্ণমান ১০০ এবং সময় ২:৩০ মিনিট।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশ্নের প্যাটার্ন হলো। ১নং এ ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মধ্যে ১৫ টির উত্তর ই দিতে হবে। নম্বর ২×১৫=৩০। ২নং ‍এ শূন্যস্থান পূরণ থাকবে ১৪ টির মধ্য ১২ টির উত্তর দিতে হবে নম্বর ১×১২=১২। ৩নং ‍এ মিলকরন থাকবে যেখানে বাম পাশে ৫ টি বাক্য এবং ডান পাশে ৭টি বাক্য থাকবে। পাঁচটির মিলকরণের জন্য নম্বর থাকবে ২×৫=১০। ৪নং এ রচনামূলক প্রশ্ন থাকবে। এখানে ১০ টি প্রশ্ন থাকবে যার মধ্য ৮ টির উত্তর দিতে হবে। নম্বর ৮×৬=৪৮। তবে প্রতিটি প্রশ্নে নম্বর বিভাজন হবে প্রশ্নের ধরণ অনুযায়ী। 





পিইসিই বা ও বি সাজেশন ২০১৯ (pece ba o bi suggestion 2019)

পোস্ট টি ভালো লাগলে বা পরবর্তী পোস্ট পেতে সাইট  এর সাথেই থাকুন। অন্যান্য বিষয়ের সাজেশন ও প্রশ্নের সামাধান পেতে লাইক শেয়ার করুন।

আরো পড়তে পারেন



2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন