পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)


পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)


পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)


পিইসিই বাংলা পরীক্ষা আজ ১৮/১১/২০১৯ সারা দেশব্যপি শুরু হয় সকাল ১০:৩০ মিনিটে। এবং শেষ হয় দুপুর :০০ টার সময়। শিক্ষার্থীরা খুব হাসি খুসির সাথে পরীক্ষাটি সম্পুর্ণ করে। পিইসিই বাংলা পরীক্ষাটির প্রশ্ন বরাবরের মতই এবারও মানসম্মত হয়েছে। যেহেতু এদেশের মানুষের মাতৃভাষা বাংলা সেইদিক দিয়ে বিচার করলে শিক্ষার্থীদের এই বিষেয়ে ভালো করাই স্বাভাবিক। তবে কিছু প্রশ্ন আছে যেগুলো না চর্চা থাকলে অর্থাৎ পড়া না থাকলে উত্তর দেওয়া খুবই কঠিন। আজকের পরীক্ষার প্রশ্নে সমাধান নিচে দেওয়া হলো। তবে কিছু সেট কোড আমার হাতে এসে না পৌছানের কারণে উত্তর সলুশন দেওয়া সম্ভব হচ্ছেনা। 
আপনাদের করো নির্দিষ্ট কোনো সেট কোডের সলুশন লাগলে নিচে প্রশ্নের একটি ছবি দিয়ে কমেন্ট করবেন। 
সেট কোড: ২৩৩
১। বিষ নজর- কু নজর
জমিদার- বহু জমির মালিক
নির্যাতন- নিপীড়ন
কাগমারি- টাঙ্গাইলের একটি স্থান
মজলুম- নির্যাতন
শৈশব-শিশুকাল
প্রাতিবাদ-যে কোন উক্তির বিরুদ্ধে আপত্তি।

৩। ক) বিঘ্ন
খ) প্রযুক্তি
গ) সংরক্ষণ
ঘ) আসক্ত
ঙ) বেতার

৫। ঘুরছে, আসছে, দেখব, খাচ্ছি, শুনেছ, হয়েছিল, চলছে

৬। ক) কে পঞ্চম শ্রেণিতে পড়ে?
খ) শরিফার কোথায় যেতে ভালো লাগে?
গ) সে কীভাবে বিদ্যালয়ে যায়?
ঘ) সে কখন বিদ্যালয়ে পৌছে?
ঙ) শরিফার কী ভালো লাগে?
এখানে বিভিন্ন ভাবে উত্তর করা যেতে পারে।

৭। ম্প--ম+প-- সম্পদ-- আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ আছে।
ন্ধ--ন+ধ-- গন্ধ-- গোলাপ ফুলের গন্ধ মিষ্টি।
শ্ল--শ+ল--অশ্লীল-- অশ্লীল আচরণ করা ভালো নয়।
স্ট--স+ট-- আগস্ট--আগস্ট মাসে আমি জন্মগ্রহন করি।
ষ্ঠ--ষ+ঠ-- ষষ্ঠ-- আমি ষষ্ঠ শ্রেণিতে উঠব।
ষ্ণ--ষ+ণ--কৃষ্ণ-- কৃষ্ণ হিন্দুদের একজন দেবতা
হ্ন--হ+ন--চিহ্ন-- সঠিক উত্তরে টিক চিহ্ন দাও।
এখানে বিভিন্ন ভাবে উত্তর করা যেতে পারে।

৮। প্রাণী বৃক্ষলতা সব কিছুই প্রকৃতির দান। তাকে ধ্বংস করতে নেই। ধ্বংস করলে নেমে আসে নানা বিপর্যয়-বন্যা,খরা, ঝড় ইত্যাদি।

৯। ক) মায়াবতী
খ) নির্যাতিত
গ) রক্তরঞ্জিত
ঘ) আত্মদানকারী
ঙ) পরস্পর
চ) শক্তিধর
ছ) বন্ধুর

১০। অচল--সচল
উপকার--অপকার
কল্পনা-- বাস্তব
ভিতর--বাহির
সকাল--বিকাল
দেশ--বিদেশ
হাাসি-- কান্না

১১। ক) বাদশাহর দূত শিক্ষককে পরের দিন সকালে কেল্লার খাস কামরায় ডেকে নেনে।

খ) প্রদত্ত কবিতাংশটুকুতে শিক্ষকের মর্যাদার কথা বলা হয়েছে। কবিতায় শিক্ষক একজন সাধারণ মানুষ হওয়া সত্ত্বেও বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। বাদশাহ আলমগীর  এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন তাঁর সন্তান পানি ঢেলে নিজ হাতে  শিক্ষকের পা ধুয়ে দেবে। তবেই না তাঁর সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।

গ) শিক্ষককে আমি সর্বদা শ্রদ্ধা করব ও ভালোবাসব। শিক্ষকের সব আদেশ পালন করব। শিক্ষককে সব কাজে সহায়তা করব।
পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)

পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)

পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)

পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)


কোনো ভুল বা তথ্য বাদ পড়লে কমেন্ট অবশ্যই জানাবেন। 
পরবর্তী বিষয়ের সাজেশন প্রশ্নে সমাধান পেতে এই  সাইটে চোখ রাখুন
দয়া করে শেয়ার লাইক দিয়ে অনুপ্রেরণা দিন

পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)

 শিক্ষার্থীরা বাংলায় ভালো করবে আশা করা যায়। প্রশ্ন খুবই সহজ মানসম্মত হয়েছে। শিক্ষার্থীরা তাদের পাঠ নিয়মিত অধ্যায়ন করলে যে কোনো বিষয় তাদের কাছে সহজ মনে হবে এবং পরীক্ষায় সব কমন পড়বে। ভালো শিক্ষার্থীরা সব সময় তাদের পড়ালেখা নিযে খুবই সচেতন। তাদের পিতামাতাও তাদের পড়ালেখা নিয়ে খুবই সন্তুষ্ট। অন্যদিকে কিছু শিক্ষার্থী আছে যারা পড়ালেখাই অমনযোগী সারাটা বছর ফাকি দেয়। তাদের নিয়ে তাদের পিতামাতা চিন্তিত থাকেন। 

আগামীকাল অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়টি। 
পরীক্ষার  খুবই সন্নিকটে এসে অথবা পরীক্ষার আগের দিন ভালোভাবে পড়তে গেলে সম্পুর্ণ বই বা সিলেবাস ভলোভাবে শেষ করা সম্ভব হয়না। এই মুহূর্তে একটি সর্ট নির্দেশনার প্রয়োজন পড়ে। অর্থাৎ একটি সর্ট সাজেশন প্রয়োজন পড়ে। আপনারা চাইলে নিচের লিংকে গিয়ে বা বি বিষয়ের একটি সর্ট সাজেশন সংগ্রহ করতে পারেন। তবে আমার সব সময়ের নির্দেশনা যারা প্লাস আসা করে তারা যেন কোন ভাবেই কোনো সাজেশন ফলো না করে। পিতামাতা বা অভিভাবক এটার প্রতি সজাগ থাকবেন। 




আরো পড়তে পারেন 

পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)
পোস্ট টি ভালো লেগে থাকলে শেয়ার করুন লাইক দিন। আর এই সাইটের সাথে থাকুন


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন