পিইসিই বিজ্ঞান সাজেশন ২০১৯ (pece science suggestion 2019)


পিইসিই  বিজ্ঞান সাজেশন ২০১৯ (pece science suggestion 2019)
প্রাথমিক  সমাপনী পরীক্ষয় অংসগ্রহনকারী শিক্ষার্থীদের আগামীকাল প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা। বিজ্ঞান বিষয়টি শিক্ষার্থীদের কাছে খুবই কঠিন একটি বিষয়। সম্পূর্ণ একটি বছর পড়ালেখা করার পর শিক্ষার্থীরা সমাপনী পরীক্ষায় অংগ্রহন করে। এই পরীক্ষায় তাদের ভালো করা সকল শিক্ষার্থী, তার পিতামাতা, তার শিক্ষকদের কাম্য। বিজ্ঞান পরীক্ষায় ভালো করা ও শেষ প্রস্তুতির জন্য শিক্ষার্থীদের মুল বই পড়ার কোন বিকল্প নাই। পরীক্ষার আগের রাতে মুল বইটি খুব ভালোভাবে পড়লেই যথেষ্ট। যারা এ প্লাস আসা করছে তাদের অবশ্যই মুল বইটা পড়তে হবে। কারণ এখানে ছোট প্রশ্ন, শূণ্যস্থান পূরণ, মিলকরন করতে হলে তাকে অবশ্যই মূল বই পড়তে হবে। তবে যারা বড় প্রশ্ন গুলো নিয়ে চিন্তায় আছে তাদের আমি নিচের প্রশ্নগুলো বেশি বেশি অনুশিলন করার কথা বলব। এগুলো মধ্যে থেকেই সব প্রশ্ন আসবে আশা করা যায়।  সাজেশনটি সকল বোর্ডের জন্য

অধ্যায়-১ আমাদের পরিবেশ
ক) খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল কাকে বলে? ব্যাঙ,সাপ, ঘাসফড়িং, ও ঘাস দিয়ে সঠিক খাদ্যশৃঙ্খল তৈরি কর। খাদ্যশৃঙ্খলটির সর্ব্বোচ্চ খাদক কোনটি? (সমাপনী ২০১৭)
খ) কীভাবে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে ৬টি বাক্যে লেখ।
গ) উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে? উদ্ভিদ কীভাবে প্রাণীকে সাহায্য করে তার দুটি উদাহরণ লিখ। পরিবেশের ভারসাম্য রক্ষায় তোমার এলাকার উদ্ভিদ সংরক্ষণের চারটি উপায় লিখ।
ঘ) বীজের  বিস্তারণ কী? উদ্ভিদ কেন প্রাণীর উপর নির্ভরশীল? উদ্ভিদের জন্য বীজের বিস্তারণ কেন গুরুত্বপূর্ণ তিনটি বাক্যে লেখ।
ঙ) জীবের দুটি বৈশিষ্ট্য লেখ। মানুষ কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। এ সম্পর্কে ৪টি বাক্য লেখ। (সমাপনী ২০১৮)
চ) মৌমাছি ফুলের মধু খেতে আসলে ফুলের কী পরিবর্তন ঘটে? বেচে থাকার জন্য প্রাণী উদ্ভিদের উপর বির্ভরশীল এর স্বপক্ষে ৫টি যুক্তি লেখ। (সমাপনী ২০১৬)
ছ) খাদ্য জাল কী? খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে ৫টি পার্থক্য লিখ।
জ) জীব বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল এ সম্পর্কে ৬টি বাক্য লেখ। (সমাপনী ২০১৮)
ঝ) খাদাশৃঙ্খল কী? খাদাশৃঙ্খল কী থেকে শূরু হয়? কীভাবে ব্যাঙ খাদক এবং খাদ্য হিসেবে ব্যবহার হয়, তা খাদাশৃঙ্খলের মাধ্যমে লেখ । (সমাপনী  ২০১৯)
ঞ) খাদ্যশৃঙ্খল কী? কীভাবে খাদ্যশৃঙ্খলের মাধ্যমে সৌরশক্তি জীবে সঞ্চালিত হয় তা ৪টি বাক্যে লেখ। (সমাপনী ২০১৯)
ট) বাস্তুসংস্থান কী ? উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল এ সম্পর্কে ৪টি বাক্য লেখ। (সমাপনী ২০১৯)




অধ্যায় ২ পরিবেশ দূষণ
ক) পরিবেশের প্রধান উপাদান মাটি, পানি ও বায়ু।  এসব উপাদান কীভাবে দূষিত হয়? এই দূষণের পাঁচটি ক্ষতিকর প্রভাব লেখ।
খ) পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ও  এসিড বৃষ্টি হচ্ছে। কোন ধরণের দুষণের ফলে এমন হচ্ছে? এর ফলে সৃষ্ট দুটি রোগের নাম লেখ। এ দূষণের তিনটি কারণ লেখ।
গ) পরিবেশ সংরক্ষণের কী? পরিবেশ সংরক্ষণে তোমার ৪টি করণীয় লেখ। (সমাপনী ২০১৮)
ঘ) শব্দ দূষণের তিনটি উৎসের নাম লেখ। শব্দু দূষণ রোধে তোমার করণীয় তিনটি কাজ লিখ। (সমাপনী ২০১৮, ২০১৯)
ঙ) মানি দূষণ কী? মাটি দূষণের দুটি কারণ ও দুটি প্রভাব লেখ। (সমাপনী ২০১৯)
চ) মানব স্বাস্থ্যের উপর শব্দ দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব লেখ। শব্দ দূষণ রোধে তিনটি করণীয় লেখ।(সমাপনী ২০১৮ ,২০১৯)
ছ) শব্দ দূষণের দুটি কারণ লেখ। হঠাৎ উচ্চ শব্দের কারণে মানবদেদে সৃ্ষ্ট দুটি প্রভাব লেখ। শব্দ দূষণ থেকে বাচার দুটি উপায় লেখ। (সমাপনী ২০১৯)
জ) মাটি দূষণের ফলে আবাদি জমি ও পশু পাখির উপর দুটি ক্ষতিকর প্রভাব লেখ। পরিবেশ সংরক্ষণে প্রতি তোমার চারটি করণীয় লেখ। (সমাপনী ২০১৭)
ঝ) পরিবেশ সংরক্ষণ বলতে কী বোঝ? পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা ৪টি বাক্যে লেখ। (সমাপনী ২০১৯)



অধ্যায় ৩ জীবনের জন্য পানি
ক) পানিবাহিত রোগ কাকে বলে? তিনটি পানিবাহিত রোগের নাম  লেখ। সংক্রামক রোগ প্রতিরোধের দুটি উপায় লেখ। (সমাপনী ২০১৯)
খ) পানি দূষণের দুটি কারণ লেখ। বর্ষাকালে যদি তোমার গ্রাম বন্যার পানিতে ডুবে যায় তাহলে তুমি কী করবে? পানি বিশুদ্ধকরণের চারটি উপায়ের নাম লেখ। কোন উপায় ভালো এবং কেন। (সমাপনী ২০১৭)
গ) পানিচক্র কাকে বলে? চিত্রসহ পানিচক্রের উপায় তিনটি বাক্যে লেখ। (সমাপনী ২০১৬, ২০১৯)
ঘ) বাষ্পীভবন কী? কীভাবে একটি বরফ খন্ডকে পানিতে পরিণত করবে - সে সম্পর্কে একটি বাক্য লেখ। তিনটি প্রয়োজনীয়তা লেখ। (সমাপনী ২০১৮)
ঙ) পানি চক্র কী? গ্লাসে বরফ রাখলে গ্লাসের বাইরের পৃষ্ঠে বিন্দু বিন্দু পানি জমে কেন? পুকুরের পানিকে কী উপায়ে  বিশুদ্ধ করা যায় তার নাম লেখ। (সমাপনী ২০১৮)
চ) দূষিত পানি কাকে বলে? পানি শোধনের একটি উপায়ের নাম লেখ। পানি পুরোপুরি নিরাপদ করতে কোন উপায় সবচেয়ে গ্রহণীয়? কেন? (সমাপনী ২০১৬)
ছ) জলীয় বাষ্প থেকে কী তৈরি হয়? মানুষের সৃষ্ট বিভিন্ন কারণে পানি দূষিত হয়ে থাকে। পানি দূষণ রোধে তোমার প্রতিবেশিদের জন্য ৫টি পরামর্শ উল্লেখ কর।
জ) পানি বিশুদ্ধকরণের দুটি পদ্ধতির নাম লেখ। বন্যার সময় পানি কীভাবে নিরাপদ করবে তা চারটি বাক্যে  লেখ। (সমাপনী ২০১৯)
ঝ) পানি দূষণের চারটি ক্ষতিকর প্রভাব লেখ। কৃষিকাকে ব্যবহ্রত বস্তু হতে সৃষ্ট পানি দূষণ রোধে দুটি করণীয় লেখ। (সমাপনী ২০১৯)
ঞ) পানি দূষণের তিনটি কারণ লেখ। পানি দূষণের তিনটি ক্ষতিকর প্রভাব লেখ। (সমাপনী ২০১৯)
ট) নিরাপদ পানি কী? পানি বিশুদ্ধকরণের ৪টি প্রক্রিয়ার নাম লেখ। (সমাপনী ২০১৯)



অধ্যায় ৪ বায়ু
ক) বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর উপর কী প্রভাব পড়ে সে সম্পর্কে ছয়টি বাক্য লেখ।
খ) বায়ু দূষণের ফলে পরিবেশ দূষিত হচ্ছে। এ দূষণের সবচেয়ে বড় কারণ কী? রিসােইকেল প্রক্রিয়া কী|ভাবে  এ দূষণ কমাতে পারে তা পাঁচটি বাক্যে লেখ।
গ) বায়ুর কোন উপাদানটি আগুন নেভাতে ব্যবহার হয়। ইউরিয়া সারের মাধ্যমে গাছের বৃদ্ধিতে আমরা বায়ুর কোন উপাদানকে ব্যবহার করি। একজন মা|ঝি কীভেবে বায়ুপ্রবাহকে কাজে লাগাই। তা একটি বাক্যে লেখ। দৈনন্দিন কাজে বায়ুপ্রবাহের তিনটি ব্যবহার লেখ। (সমাপনী ২০১৫)
ঘ) জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এসব গ্যাস বেড়ে যাওয়ায় পরিবেশের উপর কী প্রভাব পড়ে তা তিনটি বাক্যে লেখ। এই ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়অর তিনটি উপায় লেখ। 
ঙ) বায়ু দূষণের ফলে সৃষ্ট তিনটি রোগের নাম লেখ। বায়ু দূষণের ফলে সৃষ্ট তিনটি ক্ষতিকর প্রভাব লেখ। (সমাপনী ২০১৮, ২০১৯)
চ) কীভাবে বায়ু দূষিত হয় তার দুটি উদাহরণ দাও। দৈনন্দিন কাজে বায়ু ব্যবহার করা হয় এরুপ একটি কাজের নাম লেখ। দূষিত বায়ু কীভাবে তোমার  স্বাস্থ্যের ক্ষতি করে তা তিনটি বাক্যে লেখ। (সমাপনী ২০১৮)
ছ) বায়ুপ্রবাহকে আমরা কী কী কাজে ব্যবহার করতে পারি তা ৬টি বাক্যে লেখ। (সমাপনী ২০১৯)
জ) দৈনন্দিন জীবনে বায়প্রবাহের দুটি ব্যবহার লেখ। বায়ুদূষণ রোধের তোমার ৪টি করণীয় লেখ। (সমাপনী ২০১৮, ২০১৯)
ঝ) ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শকানো প্রয়োজন। কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে। ঘরের ভেতর কীভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি? (সমাপনী ২০১৩)
ঞ) কাঠ পোড়ানোর ফলে উৎপন্ন কোন গ্যাস বায়ু দূষিত করে? বায়ু দূষণের ফলে উদ্ভিদ ও প্রাণীর ওপর কী প্রভাব পড়ে সে সম্পর্কে ৫টি বাক্য লেখ।
ট) ধুমপান ক্ষতিকর কেন? বায়ু দূষণ রোধের তিনটি উপায় লেখ।

অধ্যায় ৫ পদার্থ ও শক্তি
ক) শক্তির রুপান্তর কাকে বলে? সৌর প্যানেল থেকে আলো জ্বালাতে শক্তির যে রুপান্তর ঘটে তার প্রবাহ চিত্র উল্লেখ কর। গ্যাস অপচয় রোধে দুটি করণীয লেখ। (সমাপনী ২০১৭)
খ) পদার্থ বলতে কী বোঝায়? শাক্তির অপচয ঘটে এমন ঘটনার তিনটি উদাহরণ দাও।
গ) সোলার প্যানেলকী? সম্পদের ব্যবহারের ৩টি পদ্ধতি লেখা
ঘ) পানির একটি অনু কী কী দিয়ে গঠিত হয়? তরল অবস্থায় পানির অণুগুলোর অবস্থান সম্পর্কে দুটি বাক্য লেখ। (সমাপনী ২০১৯)
ঙ) তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়ার নাম লেখ। তরল পদার্থে তাপ কীভাবে সর্বত্র ছড়িয়ে পড়ে তিনটি বাক্যে লেখ। (সমাপনী ২০১৯)
চ) শক্তির দুটি উৎসের নাম লেখ। তুমি কীভাবে শক্তির অপচয় রোধ করবে তার চারটি উপায় লেখ। (সমাপনী ২০১৯)
ছ) শক্তির রুপান্তর কী? শক্তির রুপান্তরের চারটি উদাহরণ লেখ। (সমাপনী ২০১৯)
জ) পদার্থ কাকে বলে? পদার্থ কয় প্রকার? প্রত্যেক প্রকারের ১টি করে বৈশিষ্ট্য লেখ। (সমাপনী ২০১৬)


অধ্যায় ৬ সুস্থ জীবনের জন্য খাদ্য
ক) খাদ্য সংরক্ষণ কী? খাদ্য সংরক্ষণের ৫ টি উপায়।
খ) হিমাগারে খাদ্য রাখার তিনটি সুবিধা লেখ জাঙ্ক ফুড খাওয়ার তিনটি ক্ষতিকর প্রভাব।
গ) কৃত্রিম রং মেশানো দুটি খাবারের নাম লেখ। জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

অধ্যায় ৭ স্থাস্থ্যবিধি
ক) কিছু রোগ একজন মানুষ থেকে আরেকজন মানুষের দেহে ছড়ায়। আগুলোকে কী রোগ  বলা হয় কেন। এধরনের দুটি রোগের নাম লেখ। এ রোগ ছড়ানো তিনটি মাধ্যমের নাম লেখ।
অধ্যায় ৮ মহাবিশ্ব
ক) মহাবিশ্ব সম্পর্কে তোমার ধারণা ছয়টি বাক্যে লেখ।
খ) গ্রহ কী ? গ্রহ ও উপগ্রহের মধ্যে  একটি পার্থক্য লেখ। আদর্শ গ্রহ হিসেবে পৃথিবীর ৪টি বৈশিষ্ট লেখ।
অধ্যায় ৯ আমাদের জীবনে প্রযুক্তি। 
ক) কৃষি কাজে ব্যবহৃত হয় এমন দুটি আধুনিক প্রযুক্তির নাম লেখ। অধিক ফসল উৎপাদনে কৃষি প্রযুক্তি কীভাবে সাহায্য করে সে সম্পর্কে ৪টি বাক্যে লেখ।
খ) প্রযুক্তি কী? প্রযুক্তির বিকাশ কেন ঘটে।  প্রযুক্তি ব্যবহারে আমাদের মানবিক হওয়া উচিত কেন? তা ৪টি বাক্যে লেখ।
অধ্যায় ১০ আমাদের জীবনে তথ্য
ক)  ইন্টারনেট কী? তথ্য আদান-প্রদানর দুইটি গুরুত্ব লেখ। প্রযুক্তি ব্যবহার করে তথ্য সংগ্রহের তিনটি উপায় লেখ।
খ) শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির ৬টি ব্যবহার লেখ।
গ) শাওন ইন্টারনেটের মাধ্যমে ফাইল আদান প্রদান করে। এটির আরও তিনটি ব্যবহার লেখ। এর মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য তিনটি সার্চ  ইন্জিনের নাম লেখ।
অধ্যায় ১১ আবহাওয়া ও জলবায়ু
ক) আবহাওয়া কী? কীভাবে নিম্নচাপ সৃষ্টি হয় তা ৫টি বাক্যে লেখ।
খ) বায়ুচাপ কী? বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় তার ৪টি কারণ লেখ।
অধ্যায় ১২ জলবায়ুর পরিবর্তন
ক)  জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযেজন কী? ৬টি বাক্যে ব্যাখ্যা কর।
খ) পৃথিবীর তাপ ধরে রাখার জন্য বিভিন্ন গ্যাস দায়ী। এই গ্যাস গুলোকে কী বলে। এসব গ্যাস নির্গমনের হার কমানোর জন্য আমাদের ৫টি করণিয় লেখ।
গ) পৃথিবীর বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাওয়ার কারণগুলো ৬টি বাক্যে লেখ।
অধ্যায় ১৩ প্রাকৃতিক সম্পদ
ক) প্রাকৃতিক পরিবেশের ওপর জনসংখ্যার ৬টি প্রভাব লেখ।
খ) তোমর মা গ্যাসের চুলায় রান্না করেন। এটি কী ধরণের সম্পদ? এরুপ দুইটি সম্পদের নাম লেখ। এর অপচয় রোধ করার তিনটি উপায় লেখ।

অধ্যায় ১৪ জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ
ক) জনসংখ্যার ঘনত্ব কী? জনসংখ্যা বৃদ্ধি পেলে কিসের চাহিদা বাড়বে? পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব লেখ।
খ) বনভুমির উপর জনসংখ্যা বৃদ্ধির ৩টি প্রভাব লেখ। বনভূমি সংরক্ষণে তোমর ৩টি পরামর্শ লেখ।

---------------------------------------------------------------------------------------------------------------------

পিইসিই  বিজ্ঞান সাজেশন ২০১৯ তৈরি করার সময় আমি খুব ভলোভাবে এনালাইসিস করেছি। ইন শাহ আল্লাহ এগুলো থেকে আসার সম্ভাবনা ৯০%। সবাই কে অনুরোধ করবো এই সাইটের সাথে থাকার জন্য। এখানে সকল বিষয়ের সাজেশন ও প্রশ্নের সমাধান দেওয়া হয়।
আপনার আমাদের ফেসবুজ পেজে

BD Primary লাইক  শেয়ার দিয়ে সাথে থাকুন।
কোন কিছু সাজেস্ট করতে চাইলে অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। 


আপনারা আরো পড়তে পারেন
 

পিইসিই বা সমাপনী বাংলা প্রশ্ন সমাধান ২০১৯ ( pece bangla question solution 2019)

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন