অষ্টম (৮ম) বিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

অষ্টম (৮ম) বিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

অষ্টম (৮ম) বিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

শিরোনামঃ ৩নং বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

আরো দেখুনঃ



অষ্টম শ্রেণি বিজ্ঞান ৫ম সপ্তাহের প্রশ্নগুলো দেখে নেন।

১) পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর।
২) পৃথিবীতে তোমার ভর ৫০ কেজি চাঁদে তোমার ওজন কমে যায় কেন ব্যাধ্যা কর।
৩) একটি চকচকে কাঁচের গ্রাসে কিছু পানি নাও। এবার গ্রাসের মধ্যে একটি পাথর ফেলে দাও। এবার নিচের কাজগুলো কর।
i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর।
ii) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা কর।
iii) গ্রাসে যে পর্যন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা কর। তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে? ব্যাখ্যা কর।


অ্যাসাইনমেন্ট শুরু

১ নং প্রশ্নের উত্তর

আমাদের পৃথিবীটা সম্পূর্ণ গোলাকার নয়। পৃথিবীর মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলের তুলনায় কিছুটা চ্যপটা। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দুরত্ব বেশি অন্য দিকে মেরু অঞ্চলের দূরত্ব কম। পৃথিবীর কেন্দ্র হতে যত দুরে যাওয়া যায় তত অভিকর্ষজ ত্বরণ কমতে থাকে । যেহেতু বিষুবীয় অঞ্চলের কেন্দ্র থেকে দুরুত্ব বেশি তািই অভিকর্ষজ ত্বরণ বা পৃথিবীর কোনো বস্তুর প্রতি আকর্ষণ বল মেরু অঞ্চলের তুলনায় কম হয়। পৃথিবী সম্পূর্ণ গোলাকার না হওয়ার কারণে আকর্ষণ বল বিভিন্ন হয়ে থাকে। ফলে ওজনেরও ভিন্নতা দেখা দেয়। ভূপৃষ্ঠের সকল স্থানের দুরুত্ব সমান নয়। যেহেতু g এর মান কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে৷ তাই পৃথিবীরি বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় g এর মান কম অর্থাৎ g= 9.78 m/s²। আবার মেরু অঞ্চলে g এর মান বেশি হয় অর্থাৎ g= 9.83 m/s² হয়। তবে সামগ্রিক ভাবে আদর্শ মান ধরা হয় g= 9.8 m/s²।

২নং প্রশ্নের উত্তর

আমরা জানি অভিকর্ষজ ত্বরন g এর মান ভরের মত ধ্রব নয় অর্থাৎ g এর মান বা ওজন পরিবর্তনশীল। কোন বস্তুর উপর অভিকর্ষজ ত্বরন g হলো পৃথিবী তাকে কত বলে আকর্ষণ করছে। তবে পৃথিবীর এই আকর্ষণ নির্ভর করবে ঐ বস্তু ও পৃথিবীর ভরের উপর। তাই কোন বস্তু যদি নির্দিষ্ট থাকে তাহলে ওজন নির্ভর করবে শুধু পৃথিবীর ভরের উপর। যদি পৃথিবীর পরিবর্তে চাাঁদের কথা ধরা হয় তাহলে ওজন পরিবর্তন হবে। যেহেতু চাঁদের ভর পৃথিবীর ভরের এক ভাগের ৬ ভাগ সেহেতু কোনো বস্তুর ওজন ও চাাঁদে পৃথিবীতে ওজনের থেকে ৬ ভাগ কমে যাবে।

দেওয়া আছে, পৃথিবীতে আমার ভর - ৫০ কেজি

    পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ = ৯.৮ মি. / সে² 

    চাঁদের অভিকর্ষজ ত্বরণ = ১.৬৩ মি. /সে²

আমরা জানি,

        ওজন = ভর × অভিকর্ষজ ত্বরণ

    পৃর্ধিবীতে আমার ওজন = আমার ভর × পৃর্ধিবীর অভিকর্ষজ ত্বরণ

                     = ৫০ × ৯.৮

                    = ৪৯০ নিউটন

    চাদে আমার ওজন = আমার ভর × চাঁদের অভিকর্ষজ ত্বরণ

                    = ৫০১×১.৬৩

                    = ৮১.৫ নিউটন

যেহেতু চাঁদ অপেক্ষা পূর্ধিবীর অভিকর্ষজ ত্বরণ এর মান বেশি, তাই পৃথিবীর তুলনায় চাঁদে আমার গুজন

কহ হবে।

৩ নং প্রশ্নের উত্তর

i) প্রথম ক্ষেত্রে পাথরটির কোনো পরিবর্তন মনে হবে না । কারণ আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের বিভেদতলে লম্বভাবে আপতিত হলে তা সোজাসুজি পতিসরিত হয় অর্থাৎ আলোর কোনো পরিবর্তন হয় না। তাই তাই গ্রাসের উপর থেকে সরাসরি দেখলে কোন পরিবর্তন মনে হবে না।

ii) ২য় ক্ষেত্রে পাধরটিকে তার অবস্থান থেকে সামান্য উপরে দেখাবে । কারণ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমণ করলে অভিলম্ব থেকে সামান্য দুরে সরে যায়। যেহেতু পানি একটি ঘন মাধ্যম এবং বাসাত একটি হালকা মাধ্যম তাই পারথটিকে আগের জায়গায় না দেখে সামান্য উপরে দেখাবে। 

iii) ৩য় ক্ষেত্রে পাথরটিকে ২য় ক্ষেত্রের থেকে সামান্য উপরে দেখাবে । পাখরটিকে পানির উচ্চতা থেকে সামন্য নিচ থেকে দেখার কারনে প্রথমে পানির প্রতিসরন ঘটবে । এবং অরপর কাচের উপর আলোর প্রতিসরণ ঘটবে । ঘর কারণে পাথরটিকে আরেকটু উপরের দিকে দেব্জবে ।

আরো দেখুনঃ



অষ্টম (৮ম) বিজ্ঞান ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট class 8 science assignment 5th week

Masud Rana

স্বাধীনচেতা একজন মানুষ। পেশায় একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি ব্লগে লিখতে ভালোবাসে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন