অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ (১০ জুলাই - ৯ সেপ্টেম্বর) বাড়ির কাজ

অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ (১০ জুলাই - ৯ সেপ্টেম্বর)


করোনাকালীন  সময়ে প্রাথমিক বিদ্যালয় সহ বাংলাদেশের সকল প্রতিষ্ঠান বন্ধ থাকায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের অনলাইনে পাঠদানের কার্যক্রম চালু করে। এই পাঠদানের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহায়তায় অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ প্রণয়ন করে।

{tocify} $title={Table of Contents}

আরো পডুনঃ

এই অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ অনুযায়ী শিক্ষকরা জুম বা গুগল মিটের মাধ্যমে অনলাইনে ক্লাস পাঠদান করেন। এটি মূলত বাড়ির কাজ হিসেবে গণ্য করা হয়েছে। এই বাড়ির কাজগুলো শিক্ষার্থীরা বাসায় করে বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে জমা দেয়।

অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ (১০ জুলাই - ৯ সেপ্টেম্বর)


প্রাথমিক বিদ্যালয়ের বাড়ির কাজগুলো শিক্ষার্থীদের পাঠপুস্তকের সাথে সম্পৃক্ত করছে। শিক্ষকরা এই অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ বা বাড়ির কাজ অনুসরণ করে অনলাইনে পাঠদান করছেন।

অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ পরীক্ষামূলক বাড়ির কাজ সহ পিডিএফ ডাউনলোড করার জন্য আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েব সাইট ভিজিট করি এবং অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ পিডিএফ ডাউনলোড করি।

কিন্তু ১ম সপ্তাহ বাড়ির কাজে থেকে ৬ষ্ঠ সপ্তাহ বাড়ির কাজ ডাউনলোড করার লিংক পাওয়া গেলেও পরের ৮সপ্তাহের বাড়ির কাজ বা অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ এর কোনো লিংক পাওয়া যায়না।

প্রাথমিকের বাড়ির কাজ ৮ম সপ্তাহের পর থেকে


তাই আজকের পোস্টে আপনাদের ১০ জুলাই - ৯ সেপ্টেম্বরের বাড়ির কাজগুলো অর্থাৎ ১০ জুলাই - ৯ সেপ্টেম্বর অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা pdf লিংক দেওয়া হবে। এখানে আপনারা ১ম শ্রেণি, ২য় শ্রেণি, ৩য় শ্রেণি, ৪র্থ শ্রেণি ও ৫ম শ্রেণির অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ পিডিএফ ডাউনলোড লিংক নিচে পেয়ে যাবেন।

সম্মানিত ভিজিটরেরা আপনারা এখানে অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ পরবর্তি ৮ সপ্তাহের জন্য অর্থাৎ ৯ম সপ্তাহ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত পেয়ে যাবেন।

৯ম সপ্তাহ থেকে ১৬ সপ্তাহ অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১


অনলাইনে ক্লাস নিতে গিয়ে অনেক শিক্ষকের এই অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনাটি প্রয়োজন হয়। এটি না থাকলে কোন দিন কোন বিষয় এবং কোন বিষয়ের কোন অংশটুকু পাঠদান করতে হবে তা জানা যায়না। আবার যে সকল শিক্ষক অনলাইনকে ক্লাস নেননা কিন্তু মোবাইলে পাঠদান করেন তাদের ও এই অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনাটির পিডিএফ প্রয়োজন হয়।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত এটি বাড়ির কাজ হিসেবেই জানে তবে অনেকে একটি ওয়ার্কশীট, এ্যকটিভিটি শীট, কর্ম পরিকল্পনা শীট বা লেসন প্লেন ও বলে থাকে। তবে সব বাদ দিয়ে আমরা একটিকে অধিদপ্তরের ভাষায় অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ বা বাড়ির কাজ বলব।

১ম থেকে ৫ম শ্রেনির ৯ম থেকে ১৬ সপ্তাহের বাড়ির কাজ


এর আগে তোমাদের যে বাড়ির কাজ বা অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনাটি দেওয়া হয়েছিলো তা ছিলো ২৯ মে ২০২১ থেকে ৮ জুলাই ২০২১। সেটি যদি কারো প্রয়োজন হয় তবে এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।

সর্বপ্রথম যে বাড়ির কাজটি দেওয়া হয়েছিলো সেটা ছিলো ২মে ২০২১ থেকে ২৭ মে ২০২১। সেই প্রথম অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনাটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আজকের পোস্টে (৯ম-১৬তম) ওয়ার্কশীট বা বাড়ির কাজ দেওয়া থাকবে আপনরা আলাদা ভাবে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ও ৫ম শ্রেণির অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনাগুলো ডাউনলোড করতে পারবেন।

অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ ৯ম সপ্তাহ


আমাদের অনেক শিক্ষকের কাছেই কিন্তু এই অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ নবম সপ্তাহ নেই। কিন্তু দিব্যি তারা অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছেন বা মোবাইলে পাঠদান করে যাচ্ছেন। তাই তাদের উচিত অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ পিডিএফ ডাউনলোড করা।
১ম  থেকে ৫ম শ্রেণির ৯ম-১৬তম সপ্তাহের বাড়ির কাজ



প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সুবিধার্তে নিচে ১ম থেকে ৫ম শ্রেণির আলাদা আলাদা অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ পিডিএফ ডাউনলোড লিংক দেওয়া হলো। 

১ম শ্রেণি বাড়ির কাজ (অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা) ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহ 

আপনারা যারা প্রথম শ্রেণির ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহের ওয়ার্কশীট বা বাড়ির কাজ খুজছিলেন তারা এটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। এবং নতুন একটি পেজ আসবে সেখানে ১৫ সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।

১ম শ্রেণির ৯ম-১৬তম সপ্তাহের বাড়ির কাজ ডাউনলোড


২য় শ্রেণি বাড়ির কাজ (অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা) ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহ 

দ্বিতীয় শ্রেণির ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহের ওয়ার্কশীট বা বাড়ির কাজ বা এ্যকটিভিটি শীট খুজছিলেন তারা এটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। ডাউনলোড বাটনে ক্লিক করলে নতুন একটি পেজ আসবে সেখানে ১৫ সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।

২য় শ্রেণির ৯ম-১৬তম সপ্তাহের বাড়ির কাজ ডাউনলোড


৩য় শ্রেণি বাড়ির কাজ (অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা) ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহ 

তৃতীয় শ্রেণির ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহের ওয়ার্কশীট বা বাড়ির কাজ খুজছিলেন তারা এটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। এবং নতুন একটি পেজ আসবে সেখানে ১৫ সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। কোনো সমস্য হলে অবশ্যই কমেন্টে জানাবেন।

৩য় শ্রেণির ৯ম-১৬তম সপ্তাহের বাড়ির কাজ ডাউনলোড


৪র্থ শ্রেণি বাড়ির কাজ (অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা) ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহ 

আপনারা যারা চতুর্থ শ্রেণির ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহের পাঠ পরিকল্পনা বা ওয়ার্কশীট বা বাড়ির কাজ খুজছিলেন তারা এটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর নতুন একটি পেজ আসবে সেখানে ১৫ সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।

৪র্থ শ্রেণির ৯ম-১৬তম সপ্তাহের বাড়ির কাজ ডাউনলোড


৫ম শ্রেণি বাড়ির কাজ (অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা) ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহ 

পঞ্চম শ্রেণির ৯ম সপ্তাহ থেকে ১৬তম সপ্তাহের ওয়ার্কশীট বা বাড়ির কাজ খুজছিলেন তারা এটি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন। ডাউনলোড বাটনে ক্লিক করলেই নতুন একটি পেজ আসবে সেখানে ১৫ সেকেন্ড অপেক্ষা করবেন দেখবেন অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে। সমস্যা হলে কমেন্ট করুন।

৫ম শ্রেণির ৯ম-১৬তম সপ্তাহের বাড়ির কাজ ডাউনলোড


আপনারা যারা আগের অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা ২০২১ পিডিএফ ডাউনলোড করতে চান তারা নিচের পোস্টগুলো দেখতে পারেন।

অন্তর্বর্তী কালীন পাঠ পরিকল্পনা ও ওয়ার্কশীট ৯ম-১৬শ সপ্তাহ

pdf ১ম শ্রেণি : বাংলা ওয়ার্কশীট
pdf ১ম শ্রেণি : ইংরেজি ওয়ার্কশীট
pdf ১ম শ্রেণি : গণিত ওয়ার্কশীট
pdf ১ম শ্রেণি : সাপ্তাহিক পাঠ পরিকল্পনা
pdf ২য় শ্রেণি : বাংলা ওয়ার্কশীট
pdf ২য় শ্রেণি : ইংরেজি ওয়ার্কশীট
pdf ২য় শ্রেণি : গণিত ওয়ার্কশীট
pdf ২য় শ্রেণি : সাপ্তাহিক পাঠ পরিকল্পনা
pdf ৩য় শ্রেণি : বাংলা ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : ইংরেজি ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : গণিত ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : বাও বিপ ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : বিজ্ঞান ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : খ্রীষ্টধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৩য় শ্রেণি : সাপ্তাহিক পাঠ পরিকল্পনা
pdf ৪র্থ শ্রেণি : সাপ্তাহিক পাঠ পরিকল্পনা
pdf ৪র্থ শ্রেণি : বাংলা ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি : ইংরেজি ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি : গণিত ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি : বাওবিপ ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি :বিজ্ঞান ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি : হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি : বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৪র্থ শ্রেণি : খ্রীষ্টধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : সাপ্তাহিক পাঠ পরিকল্পনা
pdf ৫ম শ্রেণি : বাংলা ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : ইংরেজি ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : গণিত ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : বাওবিপ ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : বিজ্ঞান ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট
pdf ৫ম শ্রেণি : খ্রীষ্টধর্ম ও নৈতিক শিক্ষা ওয়ার্কশীট

আরো দেখুনঃ 
প্রাথমিক সম্পর্কিত সকল তথ্যের আপডেট পেতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষা তথ্য নামে ফেজবুক পেজটিতে লাইক দিন।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন