জেন্ডার বিষয়ক কমিটি গঠন ও এর কার্যপরিধি

জেন্ডার বিষয়ক কমিটি গঠন ও এর কার্যপরিধি


টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (SDG) অর্জন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার! এ লক্ষ অর্জনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণলয়ের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর SDG-এর ৪ ও ৫ নং লক্ষমাত্রাসহ সংশিষ্ট সকল সূচক যথাযথভাবে অর্জনের নিমিত্ত বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন চলমান রয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল বিভাগসহ মাঠপর্যায়ে সকল স্তরে জেন্ডার সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অধিক গতিশীলতা আনায়নের লক্ষে একজন আহবায়ক এবং দুইজন সদস্যের সমন্বয়ে মোট ৩ (তিন) সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠনের জন্য অনুরোধ করা হয়েছে।

জেন্ডার বিষয়ক কমিটি


২। কমিটির শিরোনাম হবে “” এবং কমিটির সদস্যদের মধ্যে নুন্যতম দুইজন মহিলা থাকবেন। সংশ্লিষ্ট দপ্তরে বা কার্যালয়ে নির্দিষ্ট সংখ্যক মহিলা কর্মকর্তা/কর্মচারী কর্মরত না থাকলে নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রয়োজনীয় সংখ্যক মহিলা শিক্ষককে সদস্য হিসেবে মনোনয়ন প্রদানপূর্বক কমিটি গঠন করবেন: সংশ্লিষ্ট অফিস প্রধান এ মনোনয়ন প্রদান করবেন । 

৩।  কমিটির কার্যপরিধি: -
  • ক) কর্মক্ষেত্রে নারীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ প্রদান:
  • খ) কর্মক্ষেত্রে সকল স্তরে নারীর সাম্যতা এবং সমতা রক্ষায় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান;
  • গ) নারীর ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রমে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান; 
  • ঘ) কমিটি প্রতি দুই মাস অন্তর একটি প্রতিবেদন সংশ্লিষ্ট অফিসপ্রধানের নিকট দাখিল করবেন; 


৪। সংশ্লিষ্ট অফিসপ্রধান কমিটির যৌক্তিক সুপারিশ বান্তবায়নপূর্বক গৃহীত পদক্ষেপ প্রতি ০২ (দুই) মাস অন্তর সংযুক্ত ছক মোতাবেক একটি প্রতিবেদন প্রণয়নপূর্বক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ই-মেইল মারফত প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে । তথ্য প্রেরণের ই-মেইল dpeaiec@gmail.com 

জেন্ডার বিষয়ক কমিটির প্রতিবেদন প্রেরণের ছক

জেন্ডার বিষয়ক কমিটির প্রতিবেদন প্রেরণের ছক



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন